ব্যবহারকারীদের অ্যাকাউন্টের নিরাপত্তা দেওয়াই ফেসবুকের সর্বোচ্চ অগ্রাধিকার। ছবি : ডেইলি টেলিগ্রাফ আপনার প্রোফাইলে সরকারি নজরদারি হলে এ ব্যাপারে সতর্ক করে দেবে ফেসবুক। এ জন্য নতুন একটি ফিচার চালু করেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই সামাজিক যোগাযোগের মাধ্যমটি।ফেসবুকের বরাত দিয়ে ব্যবহারকারীদের নিরাপত্তা আরো জোরদার করার উদ্যোগের এই খবর জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ। ফেসবুকের প্রধান নিরাপত্তা কর্মকর্তা অ্যালেক্স স্টমাস ফেসবুকে নিজের ব্লগে লিখেছেন, ‘আমাদের যদি মনে হয়, সরকারি কোনো গোয়েন্দা সংস্থা আপনার প্রোফাইলের দিকে নজর রাখছে, তাহলে আমরা এখন থেকে আপনাকে সে বিষয়ে সতর্ক করে দেব।’তবে কীভাবে তারা সরকারি নজরদারির বিষয়টি
বাংলাদেশে এই প্রথম নতুন ডিজাইনের সাইট।একবার দেখেই আসুন PLZ Visite My Site PostMaza.Com
balar digine*