images

বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকেই এই রকম কিছু ফোন নাম্বার থেকে মিস কলের শিকার হয়েছেন। +375602605281, +37127913091+37178565072 +56322553736 +37052529259 +25 5901130460 …অথবা, এমন কিছু নম্বর যার শুরুতে এই code গুলি ছিল +375 +371 +381, এই টাইপের নম্বর থেকে একটা মিসড কল হলে অথবা কিছুক্ষণ রিং বেজে বন্ধ হয়ে গেলে, আপনি যদি এই সকল নম্বরের মধ্যে কোনো একটায় কল ব্যাক করেন তবে আপনার ব্যালেন্স থেকে 15-30$ কেটে নেওয়া হবে, আর তিন সেকেন্ডের মধ্যে আপনার কনট্যাক্ট লিস্ট এর সম্পূর্ণ কপি তাদের কাছে পৌঁছে যাবে।র


আপনার ফোনে যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস্ অথবা ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ডের তথ্য সেভ করা থাকে তবে সেগুলোও তারা কপি করতে সক্ষম হবে। জেনে নিন এই সকল ফোন কোন কোন জায়গা থেকে করা হয় ও কোন জঙ্গিগোষ্ঠি করে থাকে… +375 is from Belarus +93 is From Afghanistan +371 is code for Lativa +381 is from Serbia +563 is code of Valparaiso +370 is code of Vilnius +255 is code of Tanzania … এই সকল ফোন ISIS জঙ্গিরা করে থাকে।

সবাই সাবধান হোন। ভুল করেও ফোন রিসিভ করবেন না ও কল ব্যাক করবেন না। আপনার ফোন থেকে কখনও #90 ও #09 প্রেস করবেন না। কোনো নম্বর থেকে ফোন করে আপনাকে প্রলোভন মূলক কোনো কথা বলে যদি #90 ও #09 চাপতে বলা হয়, দয়া করে তা কখনওই করবেন না। এতে আপনার ফোনের সিম কার্ড ক্লোনিং করে, আপনার নম্বরের আর একটি সিম কার্ড বানিয়ে নেবে তারা। তারপর আপনার নম্বর ব্যবহার করে জঙ্গিগোষ্ঠীগুলি বিভিন্ন অসামাজিক কাজ করবে, যার বিন্দুমাত্রও আপনি টের পাবেন না। ফোন ব্যবহারে সাবধানতা অবলম্বন করুন, সর্বদা সতর্ক থাকুন।

সৌজন্যেঃ র্যাব-১


কিভাবে ইন্টার্নেট থেকে টাকা ইনকাম করবেন তার কমপ্লিট গাইড লাইনঃ Click Here

7 thoughts on "মোবাইল ফোন ব্যাবহারে নতুন সর্তকতা দিলেন র্যাবের মহা পরিচালক।"

  1. SOFIKUL Islam Contributor says:
    Thanks for share
  2. Sujoy Mondal Author says:
    আমি ৫টা ভাল মানের পোষ্ট করেছি। কিন্তু ট্রেইনার রিকুয়েস্ট পাঠাতে পারছি না হেল্প মি প্লিজ।
  3. IT Expert Legend Author says:
    Nice and very important post! Thanks Tohsib.
  4. BloggerBoy Contributor says:
    সত্যি তো?? হলে Many Many Thanks!
  5. Misbah Contributor says:
    ফেসবুকে কিভাবে একটি পোষ্ট একাধিক বার শেয়ার করা যায় .. যদি কাহারো জানা থাকে প্লীজ বলবেন।
  6. Rx Salman Contributor says:
    এডমিন ভাই অনেক কষ্ট করে ৫-৬টা ভালো পোস্ট করেছি।কিন্তু পাবলিস্ট করেন নাই কেউ।আমি টিউনার হতে চাই ভাই।১০দিন আগে টিউনার রিকুয়েস্ট পাঠাইসি
    Acceptই করে নাই কেউ।।প্লিজ এডমিন দয়া করে আমাকে টিউনার বানান প্লিজ ভাই।।। সবাইকে হেল্প করব।।।
  7. Md Khalid Author says:
    hmmmm kotha chola kalin somoy a jekono key / jekono button chaple problem hote pare,

Leave a Reply