সঠিকভাবে ব্যবহার না করলে
কম্পিউটারে অনেক ধরনের সমস্যা
তৈরি হয়। এর মধ্যে হুটহাট কম্পিউটার
থমকে (হ্যাং) যাওয়া অন্যতম। কী
কী কারণে কম্পিউটার হ্যাং হতে
পারে, তার একটি তালিকা দেওয়া
হলো।
* কাজের ধরন অনুযায়ী
কম্পিউটারের র্যামের পরিমাণ কম
থাকলে কম্পিউটার ঠিকমতো কাজ
করতে পারে না এবং হুটহাট হ্যাং
হয়ে যায়।
* কম্পিউটারের কাজ করার পরিমাণ
নির্ণয় করে প্রসেসর। তাই প্রসেসরের
মান ভালো না হলে কম্পিউটার
হ্যাং হওয়াটা স্বাভাবিক।
* কম্পিউটারের হার্ডডিস্কের
সংযোগ সঠিক না হলে হঠাৎ

কম্পিউটার হ্যাং হতে পারে।
* এ ছাড়া অন্য কোনো
হার্ডওয়্যারের সংযোগে বা
হার্ডওয়্যারেই সমস্যা থাকলে
কম্পিউটার হ্যাং হতে পারে।
* সাধারণত ভাইরাসের কারণেই
কম্পিউটারে হ্যাং হওয়ার প্রবণতা
বেশি থাকে। আর এই ভাইরাস
অপারেটিং সিস্টেমের কিছু
ফাইলের কার্যপদ্ধতিকে বন্ধ করে
দেয়। যার কারণে কম্পিউটার প্রায়ই
হ্যাং হয়।
* কম্পিউটারের প্রসেসরের সংযোগ
ঠিকমতো না হলে কম্পিউটার হঠাৎ
করে চলতি কাজকে থামিয়ে দিয়ে
হ্যাং হয়ে যেতে পারে। এমনকি এর
জন্য কম্পিউটার রিস্টার্ট দেওয়ার
পরও ঠিক হয় না।
* যদি অপারেটিং সিস্টেমে ত্রুটি
থাকে। ত্রুটি বলতে কোনো
সিস্টেম ফাইল যদি পড়ে যায়
(ডিলিট) বা অন্য কোনো কারণে নষ্ট
হয়ে যায়, তাহলেও কম্পিউটার
হ্যাং হতে পারে।
* কম্পিউটার গেমের পাশাপাশি
কিছু সফটওয়্যার রয়েছে যেগুলো খুব
উচ্চ গ্রাফিকসসম্পন্ন, যা সাধারণত কম
র্যাম এবং কম প্রসেসরের
ক্ষমতাসম্পন্ন কম্পিউটারে চালনা
করলে কম্পিউটার হ্যাং হওয়ার
আশঙ্কা থাকে।

7 thoughts on "কম্পিউটার হ্যাং হতে পারে যেসব কারণে"

  1. DH SAJIB Author says:
    Vai amar fb page promot koron 3 diner jonno
    1. raju✅ Contributor Post Creator says:
      ok
  2. nathpcn Contributor says:
    amar mobile data calo korla sodo add astai thaka ata off kivaba korbo?
    1. SahriaR Contributor says:
      amaro…
    2. raju✅ Contributor Post Creator says:
      ok amar next post hobe ata neya
  3. md tarek Contributor says:
    sala citar akta tor kbor ace

Leave a Reply