সবাই কেমন আছেন। আজকে আলোচনা করব বিশ্বে আলোচিত Ransomware Wanna Cry Attack থেকে আপনার পিসিকে বাঁচতে হলে কি কি করবেন।

ওয়ানাক্রাইয়ের করাল গ্রাসে যেসব কম্পিউটার আক্রান্ত তার ৯৮ শতাংশই উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেম ব্যবহার করত, এমনটাই জানাচ্ছে ‘কাস্পারস্কাই ল্যাব’ নামক সাইবার সুরক্ষা সংস্থা। উইন্ডোজ এক্সপি-র আক্রান্ত হওয়ার হওয়ার সংখ্যা নিতান্তই কম। ‘কাস্পারস্কাই ল্যাবে’র মতে, উইন্ডোজ ১০ ব্যবহারকারীরা তুলনায় অনেকটাই সুরক্ষিত থেকেছেন।

পরামর্শঃ

১। আপনি যদি পারেন তাহলে উইন্ডোজ ১০ ব্যবহার করুন। এবং অটোমেটিক উইন্ডোজ আপডেট অপশনটি অন রাকুন।
২। আপনি যদি অনন্য উইন্ডোজ ব্যবহার করেন তাহলে অবশ্যই উইন্ডোজ আপডেট রাকবেন প্রতিদিন।
৩। উইন্ডোজ ডিফেন্ডার ব্যবহার করুন।
৪। আপনার গুরুত্বপূর্ণ ফাইলের ব্যাকআপ রাকুন।

৫। একটি ভাল এন্টিভাইরাস অবশ্যই পেইড ব্যবহার করবেন।

আপনার কারা কি ধরনের উইন্ডোজ ব্যবহার করছেন আমাদের ফেসবুক পেজের এই Post এ Comment দিয়ে জানবেন।
অবশ্যই Post টি আপনদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন যেন তার এগুলো জানে।

এটা পূর্বে প্রকাশিত হয়েছে এই পেজেঃ WOWTURN

তাই নতুন সব টিপস পেতে পেজে লাইক দিতে ভুলবেন না।

ভাল থাকুন এবং ট্রিকবিডির সাথে থাকুন। খোদাহাফেজ।

7 thoughts on "[Mega Post] বিশ্বে আলোচিত Ransomware Wanna Cry Attack থেকে আপনার পিসিকে বাঁচতে হলে যা করবেন।"

    1. ZiaulAmin Author Post Creator says:
      Thank you. 🙂
  1. @ishan Subscriber says:
    আমার sony X-BO v5 ফোনে 4.4.2 version/এখন”আমি যদি কাস্টম রম দিয়ে 5.0 বানাই তাহলে কি ফোনের কি কোনো ক্ষতি হবে বা risk নিতে হবে??
  2. ZiaulAmin Author Post Creator says:
    apnar filer backup raken. amar poramorso eta na korle valo.
    1. ZiaulAmin Author Post Creator says:
      Thank you.

Leave a Reply