মারিয়ানা’স ওয়েবঃ এখন যদি বলা হয় এই ডার্ক ওয়েব এর চাইতেও গভীর একটি ওয়েব রয়েছে; আর তখনই তা ব্রাউজ করা যাবে যখন;সেই ওয়েবসাইট এর এড্রেস আপনার কাছে থাকবে আরও থাকতে হবে সেই ওয়েবসাইটে ঢোকার চাবি। মারিয়ানা’স ওয়েব এতই গভীর যে এখানে ঢোকা সহজ কোন ব্যাপার নয়; খুবই কঠিন একটি প্রক্রিয়া। যেকেউ চাইলে প্রবেশ করতে পারবে না এই ইন্টারনেটের অন্ধকার জগতে।
এই মারিয়ানা নামটি এসেছে মানিয়ানা ট্রেঞ্চ থেকে। এই মারিয়ানা ট্রেঞ্চ হল প্রশান্ত মহাসাগর এর সবচেয়ে গভীর তম স্হান [গভীরতা প্রায় ১১ কি.মি]। এটি সমুদ্রের এমন একটি স্হান যা পুরো পৃথিবীর সবচাইতে গভীরতম স্হান। এই নাম থেকেই এর নাম হয়েছে মারিয়ানা’স ওয়েব।
এটা মানা হয় যে; সরকার এর যতসব টপ সিক্রেট তথ্যগুলো আছে তা এখানে পাওয়া যায়। দুনিয়ায় সবচেয়ে রহস্যময় আর গোপনীয় জিনিস যদি থাকে সেসব এখানে দেখা যায়। আরও বলা হয় যে; “এটলান্টিস” সমুদ্রের নিচে এক কাল্পনিক দ্বীপ যেটি আছে; তার তথ্যও এই মারিয়ানা’স ওয়েবে আছে।আরও বলা হয় যে; ইলুমিনাটি বা ইলুমিনাটিদের লোকদের [শয়তানের পূজারী]সাথে যোগাযোগ; এর ব্যবস্হা এই মারিয়ানা’স ওয়েবে আছে। তাই এই মারিয়ানা’স ওয়েব হল ইন্টারনেটের সবচেয়ে রহস্যময় ও গোপনীয় জায়গা। এর চাইতে রহস্যময় ও গোপনীয় ওয়েব আর নেই।
তো গর্ভমেন্ট কী জন্য এটার বিরুদ্ধে কিছু করছে না? কেন এটাকে প্রকাশ করা হচ্ছে না? এখানে গর্ভমেন্ট এই জন্য এটি করেনা কেননা;অনেক দেশের সিক্রেট অনেক তথ্য এই মারিয়ানা’স ওয়েবে আছে;এমনকি তাদেরও থাকতে পারে। মারিয়ানা’স ওয়েবে Human Experiments ও হয়ে থাকে; এবং তার ডাটাবেসও সেভ করা হয় এখানে।
কয়েক বছর আগের কথা; একজন ওয়েব ডেভেলপার ছিল যে ফ্রিল্যান্স কাজ করত। অর্থাৎতাকে কেউ টাকা দিত সে তার বিনিময়ে ওয়েবসাইট ডিজাইন করে দিত। এভাবে ওই ব্যক্তিকে একজন unknown লোক যার নাম 450w[হয়ত তার কোডনাম] ছিল; reddit নামের ইন্টারনেট ফোরামে ভাড়া করল। ওয়েব ডেভেলপার জানত না যে এই লোকটি কে। কিন্তু সেই unknown লোকটি তাকে অনেক বেশী প্রাইজ অফার করল;খুবই সাধারন একটা কাজ করার জন্য।
সে বলেছিল আমি আপনার থেকে নরমাল ওয়েবসাইট আমার সার্ভারে ডিজাইন করে নিব; এর বিনিময়ে আপনাকে সপ্তাহে ৫০ হাজার ডলার দেব। তখন ওই ওয়েব ডেভেলপার এর মনে হল কোন স্ক্যাম বা এইরকম কিছু হবে হয়তবা;কিন্তু তার টাকার দরকার ছিলো তাই সে অর্ডারটি নিয়ে নিল। তারপর সেই ওয়েব ডেভেলপার দিয়ে পার্সোনল প্রাইভেট কোন সার্ভারে কাজ করানো হল;সাধারন একটি ওয়েবসাইট ডিজাইন করানো হল। শুধু ডিজাইন করিয়ে নেয়া হল কোনো কনটেন্ট দেয়া হলনা। এভাবে কাজ চলতে থাকল, ৯ সপ্তাহ সেই ডেভেলপার কাজ করেছিল।
একটি ক্লিপে কিছু বাইনারি কোড নির্দেশ করছিলো, ডিকোড করার পর তা দাঁড়ায় “একবার আপনি এখানে ঢুকলে আর বের হওয়ার রাস্তা নেই, ঢুকার চেষ্টা করবেন না, এখানেই থেমে যান”
ধারনা করতে পাচ্ছেন মারিয়ানা’স ওয়েব কেমন এবং; ভয়ংকর একটি জায়গা তার বলতে আর কোন সন্দেহ থাকে না।এখানে সাধারন কোন এথিক্যাল বা হোয়াইট হ্যাট হ্যাকারের কোন স্হান নেই। একজন সাধারন মানুষের মারিয়ানা’স ওয়েবে বেশি ঘাটাঘাটি বা ঢোকার চেষ্টা না করা; এসবের ভেতর না যাওয়াই ভালো।
আর এখানে আপনার কাজের কোনো কিছু ও নেই। আর এসবই মূল কারন কেউ মারিয়ানা’স ওয়েব প্রকাশ এর জন্য কোন অভিযান করে না। গর্ভনমেন্ট কোন পদক্ষেপ নেয়না; আগেই বলেছি তাদেরও অনেক গোপন তথ্য এখানে বিদ্যমান। বড় থেকে বড় হ্যাকারও এই মারিয়ানা’স ওয়েব নিয়ে কিছু করার আগে অনেকবার ভাববে। এটি ইন্টারনেটের একটি কোনা যেখানে বিনা ঠিকানা, বিনা চাবিতে ঢোকা বলতে অসম্ভব এটি বিষয়।
এটাও মানা হয় যে, মারিয়ানা’স ওয়েবে ঢুকতে তা দখল করতে কোয়ান্টাম কম্পিউটারস এর প্রয়োজন হবে। কোয়ান্টাম কম্পিউটারকে সুপার কম্পিউটারও বলা যেতে পারে; এদের প্রোসেসিং স্পীড আমাদের সাধারন কম্পিউটার থেকে কয়েক হাজার গুণ বেশী হবে। [মানা হয় মাত্র ৪টি কোয়ান্টাম কম্পিউটার দিয়ে সম্পূর্ণ আমেরিকার কম্পিউটারের ঘাটতি পূরন করা সম্ভব!!!!
collected from :cyber71
আসলে ইন্টারনেটে আমরা কমনসেন্স হারিয়ে ফেলি তাইতো এমন করুণ অবস্থা!
আফসোস যারা এটা প্রকাশ করেছে তারাই নাকি একটি প্রসিদ্ধ হ্যাকিং টিম যাদের নিকট একটুও লজিকের মূল্য নেই, আমি দুঃখিত এবং হতাশ!
প্রথমও সুপার কম্পিউটার বলে আদতেই কিছু নেই, অন্তত প্রমান নেই তাই সেই লজিকে মারিয়ানা বলেও কিছু নেই।
আর হ্যা, অনিয়ন লিংকগুলো একটু ভুতুরে হয় তাই অনুমান করা কঠিন যে অমুক সাইটের ডোমেইন অমুক হতে পারে, এটা যারপরনাই সত্য।
ওয়েবসাইট তৈরীর ঐ গল্পটি খুবই জনপ্রিয় এবং জনপরিচিত তবে কোন মানুষই ১০০% এনোনিমাস হতে পারে না তাই বিষয়টা একটু কেমন কেমন জানি লাগে… তবে রহস্য এভাবেই পয়দা হয়!
কোন ওয়েবসাইটে এন্টার কতে key লাগে কথাটা হাস্যকর কেননা একটা ডোমেইন তার হোস্টিং এর সাথে যুক্ত হলেই প্যারারাল ইকুয়েশনে তার সাবস্টিটিউটেড কনটেন্ট লোড হয় তাই এখানে ইক্টু হাসলাম, তবে হ্যা কনটেন্ট লক হতেই পারে এটা হতে পারে পাসওয়ার্ড কিংবা পিন, এনক্রিপশন বা কোড ইত্যাদি।
ইলুমিনিতি বিষয়টা আসলেই ফানি কেননা আমরা অনেক মুসলিমেরাই জেনে/ না জেনে শয়তানের পথে চলি তাই এই ভয়টা পেয়ে লাভ নেই( আল্লাহ মাফ করুন)। তবে এটা কিন্তু একটা হাই এমাউন্ট বিজন্যেসও বিশেষেত ফ্লোরিডা আর ক্যালিফোর্নিয়ার কিছু কিছু জায়গায় তাই এমনটা কিছু স্লেফ মেড সিক্রেট তাদের হাতের স্পেড হিসেবে কাজ করে আরকি।
যাই হউক কপি/ক্রেডিট নিয়ে আমার মাথাব্যথা নেই তবে ইন্টারনেট এক্সপ্লোরার হয়ে আমি চাই সবাইকে জানাতে এবং শেখাতে …. সত্য’টা আর সত্যতা!
প্রথমও সুপার কম্পিউটার বলে আদতেই কিছু নেই, অন্তত প্রমান নেই তাই সেই লজিকে মারিয়ানা বলেও কিছু নেই।
আর হ্যা, অনিয়ন লিংকগুলো একটু ভুতুরে হয় তাই অনুমান করা কঠিন যে অমুক সাইটের ডোমেইন অমুক হতে পারে, এটা যারপরনাই সত্য।
ওয়েবসাইট তৈরীর ঐ গল্পটি খুবই জনপ্রিয় এবং জনপরিচিত তবে কোন মানুষই ১০০% এনোনিমাস হতে পারে না তাই বিষয়টা একটু কেমন কেমন জানি লাগে… তবে রহস্য এভাবেই পয়দা হয়!
কোন ওয়েবসাইটে এন্টার কতে key লাগে কথাটা হাস্যকর কেননা একটা ডোমেইন তার হোস্টিং এর সাথে যুক্ত হলেই প্যারারাল ইকুয়েশনে তার সাবস্টিটিউটেড কনটেন্ট লোড হয় তাই এখানে ইক্টু হাসলাম, তবে হ্যা কনটেন্ট লক হতেই পারে এটা হতে পারে পাসওয়ার্ড কিংবা পিন, এনক্রিপশন বা কোড ইত্যাদি।
ইলুমিনিতি বিষয়টা আসলেই ফানি কেননা আমরা অনেক মুসলিমেরাই জেনে/ না জেনে শয়তানের পথে চলি তাই এই ভয়টা পেয়ে লাভ নেই( আল্লাহ মাফ করুন)। তবে এটা কিন্তু একটা হাই এমাউন্ট বিজন্যেসও বিশেষেত ফ্লোরিডা আর ক্যালিফোর্নিয়ার কিছু কিছু জায়গায় তাই এমনটা কিছু স্লেফ মেড সিক্রেট তাদের হাতের স্পেড হিসেবে কাজ করে আরকি।
যাই হউক কপি/ক্রেডিট নিয়ে আমার মাথাব্যথা নেই তবে ইন্টারনেট এক্সপ্লোরার হয়ে আমি চাই সবাইকে জানাতে এবং শেখাতে …. সত্য’টা আর সত্যতা!
দুঃখিত, ভালো থাকবেন
ইনশাল্লাহ বেচে থাকলে কাল ডিপ ওয়েবসাইট হতে পেপাল হ্যাকিং টিউটোরিয়াল পাবেন, তাতে সবাই হ্যাকার হবেন না সত্য সত্যটা অন্তত জানতে এবং বুঝতে তথাপি ইক্টু হলেও হ্যাকিং শিখতে পারবেন হয়তো!
(১) হয়তো তিনি নতুন ট্রেইনার হয়েছেন তাই তাকে শুভেচ্ছা
(২) তিনি চেয়েছেন আমাদের তথ্য জানাতে তবে তার জানার মাঝে ভুল এবং আমি তথ্য উৎসের ভ্রান্তিগুলো তুলে ধরার চেস্টা করেছি মাত্র
(৩) আমার নেগেটিভ কমেন্ট পেয়ে প্লিজ মন খারাপ করবেন না, আমি ক্লাস ফোরে ফেইল করায় বাপের জু*তা*পেটা খেয়েছিলাম। কথাটা বলতে আমার লজ্জা হয়না তবে ঐদিন লজ্জা হয়েছিলো বলেই আজ মাথার ভেতর একটু হলেও জ্ঞান গ্যাদার করতে পেরেছি।
(৪) আমার বিহ্যাভে কষ্ট পেলে ক্ষমা করবেন আমি ক্ষমা চাচ্ছি তবে সবসময় এডভান্স হবেন তাহলে টেকনোলজিতে টিকে থাকতে পারবেন, ধন্যবাদ
প্রমান চান আপনারা? Sweeper 71 কে জিজ্ঞেস করুন, পেয়ে যাবেন প্রমান!!
এটি সর্বপ্রথম একটি English Blog এ পোস্ট করা হয়। সাথে কিছু Video Clip এর লিংক ও দেয়া হয়, পরবর্তীতে গভেষণা করে দেখা যায় সব ফেক, যার কারণে Wikipedia তে এ সম্পর্কে তথ্য Allow করা হয়নি।
কিন্তু ফেক হলেও শুনতে বেশ মজা লাগে , তাই কিছু ব্লগার আর ইউটিউবার রা এটা নিয়ে নাচানাচি শুরু করেছে
By the way, আপনার পোস্টটা ভালো লাগলো, Go Ahead Brother!
পোস্টটি ভালো,