হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন।
আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন।

ইতি মধ্যে ইন্টারনেট দুনিয়ার নতুন একটি বিপদ এসেছে যে কারণে ফেসে যেতে পারেন আপনিও।
আশা করি পুরো পোষ্টা পরবেন তাহলে সমস্ত কিছু বুঝতে পারবেন।

বর্তমানে ইন্টারনেট দুনিয়ারর নতুন বিপদ হচ্ছে Deepfake ভিডিও এই Deep coder মাধ্যমে যে কাউকে যে কেউ ফাসিয়ে দিতে পারে।

সরাসরি বলেতে গেলে এক জনের চেহারা কে নকল করা এবং ভিডিও তৈরি করা।
সম্প্রতি এই ডিপ ফেক ভিতিও নিয়ে অনেক তোলপার চলছে সোশাল মিডিয়া গুলো।
সেই মানুষের নিরাপত্তার সংখ্যাও রয়েছে।

ডিপফেক ভিডিও আমি বা আপনার কাছে নতুন হলে ও এটা নিয়ে প্রযুক্তিরর দুনিয়ায় অনেক আলোচনা সমচলনা চলছে।

সে সাথে প্রযুক্তি বিদরা অনেক বেশি চিন্তায় রয়েছে এই টপিক টা নিয়ে।

আসলে এই ভিডিও টা কি?
আসলে এই ভিডিও হচ্ছে একটা কোড যা হ্যাকারা তৈরি করো ভিবিন্ন সোশাল মিডিয়ায় ছেরে দিয়েছে।
তো এই ডিপফেক ভিডিওর মাধ্যমে এক জনের চেহারে কে হুবোহু কপি করে নতুন একটা ভিডিও তৈরি করা যায়।সো আপনি বুঝতেই পারছেন আপনার ভয়ের কারণ টা কি?

এই ডিপফেক কোডটা ব্যবহার করার কারণে আপনার চেহারা নকল করে ভিডিও তৈরি করা যেতে এবং সেই ভিডিও টি যদি হয় কোন হুম মূলক বা উসকানি মূলক ও সন্ত্রাসী কথাবার্তা মূলক কোন ভিডিও তাহলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে।অন্য সব মানুষ ভাববে যে আপনি এই ভিডিও টা করেছেন।সম্প্রতি ফেসবুক এবং টিকটক ফেকভিডিও কোডটি ছড়িয়ে পরেছে এবং অনেকের ভিডিও গুলো কিন্তু রিসেন্টলি পাবলিশ হয়েছে।

গুগোল এবং ইউটিউবে সার্চ করলে এই ভিডিও গুলো পেয়ে যাবেন।
যেমন:মার্ক জুকার বার্গ আছে, ডোনাল্ড ট্রাম্প আছে,পুতিন আছে,বারামোকা আছে আরো কত কে।
তো বুঝতে পারছেন এই ডিপফেক ভিডিও কোড এনে যে কেউের ভিডিও তৈরি করা সম্ভব।
এই কারণে আমার নিরাপত্তা দরকার কারণ আমাদের যদি নিয়ে একটা ভিডিও তৈরি করে তাহলে আমরা ও বিপদে পরে যেতে পারি।

সো ফেসবুক সম্প্রতি এই ডিপফেক ভিডিও কোডটি তাদের সার্ভার থেকে ব্যান করে দিয়েছে কিন্তু টিকটকে ডিপফেক ভিডিওটি বেশি ভাইরাল হয়ে গেছে।এছাড়াও অনন্যা ও সোশাল মিডিয়া ডিপফেক কোড টি ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে।
এই কোড টি কোথাও ছড়িয়ে দিতে পারলে এই ফেকভিডিও তৈরি করা সম্ভব।

আমাদের মতো সাধারণ মানুষ কে নিয়ে যদিও এমনি ভিডিও তৈরি হবে না তারপর ও এটা কে হেলায় ফেলায় দিতে পারি না।

এই ডিপফেক ভিডিও মূলত তৈরি হচ্চে মূলত বড় বড় সেলিব্রটি এবং রাজনিতি বিদ নিয়ে তৈরি হচ্ছে ও প্রধানমন্ত্রীদের নিয়ে।

এজন্য আমাদের কে নিয়েও যদি এমন ভিডিও তৈরি করে তাহলে আমরা ও কিন্তু ফেসে যেতে পারি।

যারা বিভিন্ন সোশাল মিডিয়া ব্যবহার করেন তারা
এদিকে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে।

তো মূলত আজকের এই পোষ্টটা ছিল আপনাদের এই বিষয় সম্পর্কে জানানো।আশা করি আপনাদের খুব ভালো লেগেছে।

10 thoughts on "Deepfake ভিডিও আসলে কি?সমস্ত কিছু জানুন।"

  1. Dip Dey Contributor says:
    Onek Ager Jana And যার মুখ কপি করবে তার 1000+ Photo Lagba
    1. atikraz Contributor says:
      কোড টা কি আছে ভাই?
    1. Jishan Contributor Post Creator says:
      tnx.
    1. Jishan Contributor Post Creator says:
      tnx
  2. RAHAT Contributor says:
    NETBiD
    Video upload korar por sei topic a likha ??
    1. Jishan Contributor Post Creator says:
      wlc

Leave a Reply