কেমন আছেন সবাই?
আশা করি সবাই ভালো আছেন।।
আর বর্তমানে প্রযুক্তির জয় যাত্রায় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ট্রিকবিডির সাথে থাকলে সবাই ভালই থাকে ।।
পুরো টিউন জুরে আমি সাগর আপনাদের সঙ্গেই আছি।
ভডি এপ নিয়ে কোন টিউন করলেই সবাই হ্যাকিং টিপস্ আর তারাতারি পয়েন্ট করার টিপস্
নিয়ে টিউন করার জন্য কমেন্টে রিকুয়েস্ট করে ।
আজকের হ্যাকিং টিপস্ টি শুধু Rooted ইউজার দের জন্যে আর ট্রিকবিডিতে রুট করার নিয়ম সম্পর্কে অনেক পোস্ট আছে ।।
সেগুলো দেখে প্রথমে ফোনটি রুট করে ফেলুন তারপর কাজে ঝাঁপিয়ে পরুন ।।
যারা Vodi এপে ফ্রিতে রিচার্জ নিয়ে আসছেন তারা নিশ্চয় জানেন একটি সিমে ২ টির বেশি ভডি একাউন্ট খোলা যায় না ।।
তাই আজ আমি দেখাব কিভাবে একটি ফোনে আনলিমিটেড একাউন্ট খুলে আমার মতো হাজার হাজার পয়েন্ট করবেন।
সফল হতে Step By Step ফলো করুন –
যারা ইনকাম করতে না পেরে Vodi এপটি ফোন থেকে রিমোভ করছেন তারা আবার ডাউনলোড করে কাজ শুরু করুন।
1. প্রথমে Vodi এপের App Info তে যান >
2. Clear Data /Storege Remove করুন >
3. Force Stop করে বেরিয়ে আসুন। আর Vodi App ওপেন করবেন না।
4. Xsposed Installer এপটি Download
করে Open করুন। Install হওয়ার জন্য অপেক্ষা করুন। Install না হলে Internet on করুন।
5. Root Parmetion চাইলে allow করে দিন । পরে চাইলে পরে দিন ।
7. Device Id Changer এপটি Download করুন।
8. Xsposed এ ফিরে যান এবার Modules option এ যান Device Id Changer সিলেক্ট করুন ।
9. ফোন Reboot /Restart Permissions চাইবে তারপর ফোন অফ হয়ে অন হবে যদি না হয় আপনিই Reboot /Restart দিন ।
10. তারপর Device Id Changer এপে যান Random All দিন তারপর Apply দিন।
11. ফোন স্বাভাবিক ভাবেই Reboot/Resart দিন ।
12. Vodi এপ ওপেন করুন, ধরা যাক আপনার বাবার নাম্বার দিয়ে একাউন্ট খুলবেন, সিম কার্ড যে ফোনেই থাকুন শুধু নাম্বারটা বসিয়ে দিয়ে বাবার ফোন থেকে Varifaction Code টি দেখে আপনার ফোনে বসিয়ে নিন।
13. আপনার রেফার কোড বসিয়ে হাতিয়ে নিন 50 V-Coin । এভাবে আপনার পরিচিত যত নম্বরে একাউন্ট খুলবেন তত পয়েন্ট পাবেন ।
14. দুইটি একাউন্ট খোলার পর 1 থেকে 11 Step পুনরায় করতে হবে । মানে ফোনের IP পরিবর্তন করতে হবে।
এবার শুরু করে দিন আপনার একাউন্ট খুলে রেফার করার যুদ্ধ। বাপ – মা, কাকা, চাচা, দাদা, বন্ধু, বান্ধবী কারই ফোনের নাম্বার আর বাকী রাখবেন না ফোনের দুই সিমেই একাউন্ট খুলে নিন ।
আর যেকোন সমস্যায় Vodi তে গিয়ে আমার +8801791862198 এই নাম্বারে মেসেজ দিয়ে প্রশ্ন করুন । আমি সব সময় আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব ।
আমি যদি রিচার্জ নিতে পারি তাহলে আপনিও পারবেন নিজের প্রতি আত্মবিশ্বাস রাখুন।
⏭️আর যাদের ফোন Rooted নয় তারা মন খারাপ করবেন না, আপনাদের জন্য ও হ্যাকিং সিস্টেম আছে ।
টিপস্ টি আমার ফোনে কাজ করলেও এখনো আমার বন্ধুদের ফোনে ট্রাই করিনি তাই এই পুরোপুরি নিশ্চিত না হয়ে এই টিউনের সাথে যোগ করলাম না।
>আপনি যদি Vodi এপে ইনকাম না করতে পারেন, তাহলে আমি হরফ করে বলতে পারি অনলাইনে আপনি ইনকাম করতে পারবেন না।
> কখনোই হাল ছাড়বেন না আর মনোবল হারাবেন না।
>ভুলেও এপটি Unstall করার কখা মাথায় আনবেন না, আমার কথা মতো কাজ করলে আপনিও আমার মতো রিচার্জ নিতে পারবেন।
অনেক সময় নিয়ে কষ্ট করে লিখলাম তাই দয়া করে কেউ কপি করবেন না । আর কপি করলেও অবশ্যই আমার আর ট্রিকবিডির ক্রেডিট দিবেন।
অনেক বাক্য ব্যয় করলাম, তাই আজ আর নয় পরবর্তী কোন নতুন টিউন নিয়ে আপনাদের সামনে হাজির হবো, সে পর্যন্ত সবাই ভালো থাকুন রমজান মাসের রোজা করুন।
____________________________________________________
Vodi এপ সম্পর্কে বিস্তারিত জানতে অথবা নতুন একাউন্ট খুলতে আমার ফেসবুক পোস্ট দেখুন।
symphony v28
4.4.2
আপনাকে vodi থেকে messege দিয়েছি
answer me please.
আশা করি প্রুভ পেয়ে যাবেন। ধন্যবাদ
onek root apps dia try korsi,, but kaj hoy na.
samsung galaxy Ace Nxt2
castomar এ সাথে কথা বলতে বলতেছে
একটু কম মিথ্যা কথা বলেন
লোভে পাপ আর পাবে মৃত্যু
Device:Samsung galaxy j5 [Unroot]
plzzzzz help this matter
আপনার ফোন Root থাক বা unroot
দুইটা account খোলার পর আপনাকে Error:121034
দেখাবে। তাই কেউ ওনার কথায় নিজের time বা mb নষ্ট করিয়েন না
আমার account Error:121034 দেখাচ্ছে কেন
আপনার ট্রিক এর মত কাজ করেও
এবং Xposed install করা তবুও Error:121034
দেখায় কেন?
>মেয়েঃ- এই ছেলে তুমি আমার পিছু নিয়েছো কেন??? তুমি কি জানো আমার পিছনে আমার মা-ও আসতেছে???
> বল্টু – আমরা প্রেমিক বংশের লোক!!!!! তোমার মায়ের পিছনে আমার বাবাও আসতেছে!!!!!!!
আর সামনে যে ছেলেটাকে দেখছো । অইটা আমার ছোট ভাই ।
ভালো করে দেখো ওর সামনে যে মেয়েটা হাটছে অইটা তোমার ছোট বোন!
লোভে পাপ আর পাবে মৃত্যু
kibabe use korte hoy sob kichu niye ekta post koren bro
চাইলে এখুনি করতে পারি।
কিন্তু আপাতত আরেকটা বিষয় নিয়ে ব্যস্ত আছি।
এসব অনৈতিক পন্থা জেনে আপনি কি করবেন?
তবে সময় পেলে এ নিয়ে একটা আর্টিকেল লিখার চেষ্টা অন্তত করবো!
আপনি কিছু মনে কইরেন না কিন্তু একটা প্রশ্ন
#”আপনি যা করেন সব কি নৈতিক”
নয় কি?
আর সব সময় নীতিবাগীশ হলে তো মানুষ আর মানুষ থাকতো না।
তারপর ও চেষ্টা করা কি উচিৎ নয়?
কিন্তু ভাইয়া আমি শুধু আগ্রহ থেকে এই ব্যাপার তা জানতে চাচ্ছি কোন অনৈতিক কাজের জন্য না
আচ্ছা দেখি,
১০-১৫ দিনের ভেতর কেউ পোষ্ট না করলে আমি করবো।
আপাতত অন্য টিউটোরিয়াল নিয়ে ব্যস্ত!