আশা করি সকলে ভালই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।

ওনলাইন সম্পর্কিত যে কোন সমস্যা সমাধানের জন্য আমাদের ফেইসবুক গ্রুপে যুক্ত হতে পারেন।
আমাদের ফেইসবুক গ্রুপ-


সাইবার ৫২




আপনি কি জানেন গুগল রিক্যাপচা কি?




রিক্যাপচা কি এইটা হয়ত সকলেই জানেন। কিন্তু সমাধান করতে অনেকেই পারেন না, তবুও আমি সামান্য আলোচনা করলাম।

এটি মুলট স্প্যাম প্রতিরোধ ও সাইটকে হ্যাকারদের আটাক থেকে রক্ষার জন্য ব্যবহার করা হয়।

অনেক সাইট আছে যেখানে আপনি লগিন করার সময় নিচের মত একটা ঘর আসে সেখানে ক্লিক করতে ভেরিফাই করতে হয় যে আপনি রোবট না একটা মানুষ!





আর এইটাই হচ্ছে গুগল রিক্যাপচা। আশা করি বুঝতে পেরেছেন রিক্যাপচা কি। আর না বুঝে থাকলে পোস্টের শেষে ভিডিও আছে দেখে নিন।



রিক্যাপচা কিভাবে সমাধান করবেন?




সমাধান করার জন্য দেখুন নিচের স্ক্রিনশট এর মতো click to verify এর বাম পাশের ঘরটাতে ক্লিক করবেন।





এইবার কিছুক্ষন লোড নিয়ে একটা পপ আপ মেনু আসবে সেখা বক্সে কিছু ছবি দেয়া থাকবে।





এইবার উপরের লেখাই খেয়াল করুন এখানে Store অর্থাৎ দোকান সিলেক্ট করতে বলছে। আপনি দোকানের ৩ টা ছবি সিলেক্ট করে confirm করুন। দেখবেন হয়ে গেছে।


এভাবে আপনার কঠিন মনে হলে কিভাবে কোড টাইপ করে সমাধান করবেন সেটার জন্য ভিডিও বানিয়েছি দেখতে পারেন নিচ থেকে! ?


সাইটে কিভাবে রিক্যাপচা যুক্ত করবেন?




আপনার ওয়ার্ডপ্রেস সাইটে রিক্যাপচা যুক্ত করতে চাইলে নিচের লিংক থেকে প্লাগইন টা ডাউনলোড করে আপনার সাইটে ইন্সটল করবেন । ব্যাস হয়ে যাবে।

https://wordpress.org/plugins/google-captcha/

শেষকথাঃ

এই আর্টিকেল থেকে যদি আপনি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তবে কমেন্টে ধন্যবাদ জানাতে ভুলবেন না। আর্টিকেলটি শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। আর আমার লেখা এরকমের আরো আর্টিকেল পড়ার জন্য এই ব্লগ টি ভিজিট করতে পারেন।

ফেইসবুকে আমি

3 thoughts on "গুগল রি ক্যাপচা কি? কিভাবে সমাধান করবেন এবং আপনার সাইটে কিভাবে যুক্ত করবেন বিস্তারিত | cyber 52"

  1. Rakib Hasan Contributor says:
    Plz Review My Posts
  2. Rakib Hasan Contributor says:
    Plz Review My Posts.

Leave a Reply