প্রযুক্তির যুগে কী না করা সম্ভব।
প্রযুক্তি যেভাবে দিন দিন ডেভেলপ হচ্ছে, এর সাথে যদি আমরা খাপ খাইয়ে না নিতে পারি, তাহলে নেহাত বিপদেই পরতে হবে।

তবে প্রযুক্তির ভালো দিকও আছে, খারাপ দিকও আছে।
আপনাকে ভালোর দিকটা জানার পাশাপাশি আত্মরক্ষার জন্য খারাপ দিকটাও জানতে হবে, নাহলে যেকোনসময় বিপদে পরতে পারেন।

দেখা গেলো ফেইসবুকে স্টেটাস দিলেন একটা, আর সেটা অন্য কেউ এডিট করে আজেবাজে লিখে সেটার স্ক্রিনশট তুলে আপনাকে ব্ল্যাকমেইল করলো। যদি আপনি এই সম্পর্কে অভিজ্ঞ হন, তাহলে ব্ল্যাকমেইলকারীকে বুইড়া আঙ্গুল দেখাতে পারবেন।

আর এইযুগে দলীল মানে স্ক্রিনশট, কিছু হলেই বলবে স্ক্রিনশট দেন! কোনকিছুর প্রমাণ চাইলে স্ক্রিনশট!
কাউকে ফাঁসাতে চাইলেও স্ক্রিনশট!!

সুতরাং সাবধান।

এই পোস্টে আমি আপনাদের শুধু শিখাতেই আসিনি, পাশাপাশি সতর্ক করতেও এসেছি।

এইযে স্ক্রিনশটে দেখেন, ট্রিকবিডিতে আমাকে মডারেটর করা হয়েছে
?

আবার দেখেন ট্রিকবিডিতে আমার কতটাকা জমা হয়েছে, কিন্তু আফসোস হলো এখনো টাকা পেমেন্ট দিচ্ছেনা!
?

পিসি দিয়ে সহজে এই কাজ করা যায়, কিন্তু অ্যান্ড্রয়েড দিয়ে কীভাবে করবেন? সেটাই বলছি

প্রথমে এই অ্যাপটাডাউনলোড করে নিন। এটার সাইজ প্রায় ৯ এমবি মত।

ডাউনলোড করার পর যে ওয়েবসাইটের পেইজ এডিট করতে চান সেই ওয়েবসাইটের পেইজে যান,

সেই পেইজে গিয়ে উপরের কলম চিহ্নতে ক্লিক করে পেইজের যে যায়গা এডিট করতে চান সে যায়গায় টাচ্ করুন, তাহলে লেখার যায়গা আসবে। সেখানে যা লেখার লিখে আবার কলম চিহ্নতে ক্লিক করুন তাহলে লেখাটা সেভ হয়ে যাবে।
?

সেভ করার পর ইচ্ছে করলে মোবাইলের ডিফল্টভাবে স্ক্রিনশট নিতে পারেন নাহয় এই ব্রাউজারেই উপরের ডান পাশের কোণায় দেখেন পিকচার চিহ্ন আছে ওটাতে ক্লিক করলেই স্ক্রিনশট উঠে যাবে।

অনেকে কলম চিহ্ন আর পিকচার চিহ্ন দেখে বুঝতে পারে এডিট করা, সেক্ষেত্রে ফটোশপের কাজ জানলে কলম চিহ্ন আর পিকচার চিহ্ন মুছে ক্রোম ব্রাউজারের চিহ্ন লাগিয়ে আরও বাস্তবিক করে তুলতে পারেন।

এতক্ষণতো দেখালাম অ্যাপ দিয়ে কীভাবে এডিট করবেন।
এবার দেখাবো কীভাবে কোন অ্যাপসের সাহায্য ছাড়াই এডিট করবেন।

এটা করতে হলে জাভাস্ক্রিপ্ট কোড লাগবে।
হ্যান্ডসেটের ডিফল্ট ব্রাউজার, ক্রোম ব্রাউজার এবং যেকোন এইচটিএমএল ব্রাউজারে এই স্ক্রিপ্ট দিয়ে এডিট করতে পারবেন।
পাশাপাশি পিসিতেও ব্যবহার করতে পারবেন।

কীভাবে করবেন

যে পেইজটা এডিট করতে চান, সেই পেইজে গিয়ে
নিচের স্ক্রিপ্টগুলো কপি করে নিয়ে অ্যাড্রেসবারে পেস্ট করে Go/ok বাটনে ক্লিক করুন।
এবার পেইজের যেকোন যায়গায় টাচ্ করলেই লেখার যায়গা এসে যাবে।


আর ক্রোম ব্রাউজারে এডিট করতে গেলে এড্রেসবারে যখন স্ক্রিপ্ট পেস্ট করবেন, তখন তার আগে javascript: লিখে ok বাটনে ক্লিক করবেন। তাহলেই এডিট করতে পারবেন,
নাহলে পারবেননা।

এবার সব কিছু লিখে শেষ করার পর নিচের স্ক্রিপ্ট কপি করে অ্যাড্রেসবারে পেস্ট করে ok বাটনে ক্লিক করুন। দেখবেন সেভ হয়ে গেছে।

এবার এটার স্ক্রিনশট তুলে রাখুন।

আর যেকোন পেইজের ব্যাকগ্রাউন্ড কালার চেইন্জ করতে নিচের কোডটি পেস্ট করুন।
স্ক্রিপ্টে দেখুন blue লেখা আছে।
এই যায়গায় আপনার যে কালার পছন্দ সে কালারের নাম লিখে দিন।

?

বিঃদ্রঃ এই ট্রিকটি খারাপ কাজে বা অপব্যবহার করবেননা।
করলে আমি দায়ী থাকবোনা।

সবাই ভালো থাকুন।

10 thoughts on "এবার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েই যেকোন ওয়েবসাইটের পেইজ এডিট করুন খুব সহজে"

  1. Akash Contributor says:
    hmmm,,,,,jani

    tobuo tnx,,

    1. Muhaammad Minhaazul Islaam Author Post Creator says:
      ধন্যবাদ ভাই
  2. SuperRox Author says:
    ak post ar koto?
    1. Muhaammad Minhaazul Islaam Author Post Creator says:
      এরকম হুবহু পোস্ট ট্রিকবিডিতে আর কেথায় পেয়েছেন?
    2. SuperRox Author says:
      ai app niye post hoise
    3. Muhaammad Minhaazul Islaam Author Post Creator says:
      আমি জানতামনা। সার্চ করেও দেখছি, এই অ্যাপ পাইনি ট্রিকবিডিতে
  3. Parves Hassan Contributor says:
    Je kono sitert code copy kara jabe ki…?
    1. Muhaammad Minhaazul Islaam Author Post Creator says:
      হ্যা
  4. foyshal Contributor says:
    Ei app nia age onk review kora ase…
    1. Muhaammad Minhaazul Islaam Author Post Creator says:
      আমি জানতামনা। সার্চ করেও দেখছি, এই অ্যাপ পাইনি ট্রিকবিডিতে

Leave a Reply