আসসালামু আলাইকুম।আশা করি সকলে ভালো আছেন।আমার আজকের টপিক কীভাবে Chess গেমে টপ প্লেয়ারের মত খেলবেন এবং সবাইকে হারিয়ে দিবেন।এজন্য আপনার কাছে যা যা লাগবে:

1:Chess Apk
2:দুটি মোবাইল।
যদি দুটি মোবাইল না থাকে তাহলে লাকি প্যাচার দিয়ে Chess গেমটাকে ক্লোন করে নিন।আমার ট্রিকটা দিয়ে আপনি অনলাইনে শতকরা 96% ম্যাচ জিততে পারবেন।এমনকি আমি এই ট্রিক ব্যবহার করে এমন প্লেয়ারকেও হারিয়েছি যে 1800 ম্যাচ খেলে মাত্র 7 টি ম্যাচ হেরেছে।কিন্তু আমার কোন ব্র্রেন ব্যবহার করতে হয়নি।প্রথমে দুটি মোবাইলে Chess এপটি ইনস্টল করুন।প্রথম মোবাইল এবং দ্বিতীয় মোবাইলে  Chess গেমটীতে ঢুকুন।তারপর প্রথম মোবাইলে অনলাইনে যান।তারপর দেখুন আপনাকে কি ঘুটি দেয়া হয়েছে।আপনাকে  যদি কালো ঘুটি দেয়া হয় তাহলে দ্বিতীয় মোবাইলে সাদা ঘুটি নিন এবং যদি আপনাকে সাদা ঘুটি দেয়া হয় তাহলে দ্বিতীয় মোবাইলে কালো ঘুটি সিলেক্ট করুন।ধরলাম আপনাকে সাদা ঘুটি দেয়া হয়েছে।এখন দ্বিতীয় মোবাইলে সিঙ্গেল প্লেয়ার মোডে গিয়ে কালো ঘুটি সিলেক্ট করুন এবং লেভেল ছয় সিলেক্ট করুন।দ্বিতীয় মোবাইলের সাদা ঘুটি হচ্ছে রোবটের এবং কালো ঘুটি হচ্ছে আপনার।এখন দ্বিতীয় মোবাইলে রোবট একটি চাল দেবে।আপনি ঠিক সেই চালটি আপনার প্রথম মোবাইলে দিন।তারপর দেখুন আপনার opponent কোন ঘুটি চাল দিয়েছে।সে যে ঘুটি চাল দেবে আপনি ঠিক সেই ঘুটিটা দ্বিতীয় মোবাইলে চাল দিন।তারপর দ্বিতীয় মোবাইলের রোবট একটি চাল দেবে।আপনি সেই চালটি প্রথম মোবাইলে দিন।এভাবে continue করে যান জয় আপনারই হবে।এখানে ট্রিকটা হচ্ছে আপনার opponent লেভেল সিক্সের সাথে খেলছে আপনার সাথে নয়।আর লেভেল সিক্স খুবই কঠিন।কেউ এত সহজে লেভেল সিক্সের সাথে জিততে পারে না।।ট্রিকটা যেহেতু দুই মোবাইল নিয়ে তাই স্ক্রিনসট দিতে পারলাম না।আমি স্ক্রিনসট দেয়ার চেষ্টা করেছি।কিন্তু সবকিছু  জট পাকিয়ে যায়।আর পোস্টটা যেহেতু একটু জটিল তাই একবার পড়ে পোস্টটা বোঝা কঠিন।কয়েকবার মনোযোগ দিয়ে পড়ুন।তারপরও যদি না বুঝতে পারেন তাহলে কমেন্টে জানান আপনার কোথায় সমস্যা হচ্ছে।

6 thoughts on "Chess গেম খেলুন অনলাইনে আর সবাইকে হারিয়ে দিন প্রফেশনালভাবে।"

    1. Ferdous Ahmed Author Post Creator says:
      সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
    1. Ferdous Ahmed Author Post Creator says:
      সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
  1. Tuner Author says:
    এভাবে একসময়ে খেলতাম। তবে এভাবে খেলে শুধু Ratingই বাড়ে, নিজের কোনো Improvement হয় না বললেই চলে। তাই হেরে গেলেও নিজের মেধাতে খেলা উচিত, নইলে সামনাসামনি খেলায় হেরে যেতে হবে… ☺
  2. Md.Arifur Rahman Subscriber says:
    বাহ খুব ভালো চালি যান

Leave a Reply