ব্লগার শব্দটা শুনলে খুব ভয় হয়; ঘেন্না জাগে যারা ধর্ম নিরপেক্ষতার নামে ব্লগিং করে বিকৃত মানসিকতার পরিচয়ে এন্টি-ইসলামিক এক্টিভিটি করে আর যেসব মন্ত্রী আমলা তাদের সর্বোচ্চ সম্মাননাস্বরূপ বীরের মর্যাদা দিয়েছিলো….শেইম বাংলাদেশ!!
আসুন Blogger দিয়ে দারুন কিছু করি:
যাই হউক ঐসব আলাপ বাদ দিয়ে আসুন আজ আমরা Blogger দিয়ে Facebook এর মতোন একটা সোশ্যাল প্লাটফর্ম তৈরী করি; হয়তো শতভাগ ফেসবুকের মতোন হবেনা তবে ট্রাই করতে ক্ষতি কি???
শুধু ফেসবুকের মতোন দেখলেই কি হবে সেখান হতে টাকা ইনকাম করার গাইডলাইনও দিয়ে দিবো ইনশাল্লাহ।
সবার আগে ডেমো দেখতে আপনি SoulsBox ব্লগসাইট ভিজিট করতে পারেন; তাতে তো একটু বাড়তি মেগাবাইট পুড়বে তাইনা? তাহলে নিচের স্ক্রিনশট ফলো করুন….
এখানে আপনি সোস্যাল প্লাটফর্মের মতোই সাইনইন,সাইনআউট,কমিউনিটি গ্রুপ,অথর রিকুয়েস্ট,লাইক/ডিসলাইক,ফলোয়ার,নোটিফিকেশন বক্স,হট পোস্ট,ল্যাঙ্গুয়েজ ট্রান্সেলেটর,সার্চ ইত্যাদি যাবতীয় অপশন পাবেন।
নিজেই তৈরী করুন নিজের ব্লগসাইট
আপনি যদি নিজে এমন একটা ব্লগার সাইট তৈরী করতে চান তবে সবার আগে আপনি আপনার Gmail একাউন্ট দিয়ে www.blogger.com সাইটে গিয়ে একটি ব্লগসাইট খুলুন; এবার Theme অপশনে গিয়ে উপরের Backup/Restore ক্লিক করে Theme.xml ফাইলটি ফাইলটি আপলোড করে দিন…ব্যাস আপনার ব্লগারসাইট একদম তৈরী।
আর হ্যা, থিমের মোবাইল showing সেটিংস হতে অবশ্যই ডেস্কটপ মোড করে নিবেন তাহলে মোবাইল হতে যিনি আপনার সাইট ভিজিট করবেন তিনি আপনার সাইটের অরিজিনাল লুক দেখতে পাবেন, এমনকি এড-নেটওয়ার্ক কোড যুক্ত করতেও এটা বিশেষ গুরুত্বপূর্ণ।
ওয়েবসাইটের প্রাণশক্তি:
এইটা তো গেল ব্লগসাইট তৈরী কিন্তু আপনার ব্লগসাইটের প্রান ভিজিটর পাবেন কোথায়? মূলত ভিজিটর ছাড়া আপনার ব্লগ যেমন মূল্যহীন তেমনি সেখান হতে আর্নিং করাও অসম্ভব! আপনি চাইলে আমার তৈরী ব্লগার অটো ট্রাফিক জেনারেটর হতে পোস্ট/আর্টিকেল ভিউয়ার বিনামূল্যে নিতে পারেন; লিংক→ http://l3di4omx324z7hjp.onion/ এখানে আপনি আপনার পোস্টের লিংক দিয়ে কতো ভিউ নিতে চান সেটা সিলেক্ট করে স্রেফ submit বাটনে ক্লিক করুন…ব্যাস আপনার পোস্টের ভিজিটর বাড়তে থাকবে( লিংক এক্সেস পেতে অবশ্যই আপনাকে টরের সহায়তা নিতে হবে)।
স্ক্রিনশট→
হিজ হিজ হুজ হুজ
এটা তো গেল আমার তৈরী করা ট্রাফিক জেনারেটর, আপনারও কি ইচ্ছা হয়না এমন একটা অটো ভিজিটর-ট্রাফিক জেনারেটর বানাইতে?? হুমম…আপনি Neon.zip ফাইলটি আপনার হোস্টিং সার্ভারের অনলাইন ফাইল ম্যানেজারের htdocs ফোল্ডারে আপলোড করে এক্সট্রাক্ট করে এমন ফ্রি অটো ট্রাফিক জেনারেটর বানাতে পারেন; সবাই তো শিখিয়ে দিলাম।
ওয়েবসাইট হতে ইনকাম:
ব্লগসাইটে গুগল এডসেন্স পাওয়া সম্ভব হলেও সেটা সহজসাধ্য নয় তাই আপনি চিপ এন্ড ট্রাস্টি এডনেটওয়ার্ক ব্যবহার করতে পারেন। আপনি রিভিনিউহিটস,চিতিকা ইত্যাদি এডনেটওয়ার্ক হতে আপনার ব্লগসাইটে এডভারটাইজ করে ইনকাম করতে পারেন। রিভিনিউহিটসের ক্ষেত্রে আপনি https://www.revenuehits.com/ ওয়েবসাইটে যান এবং signup ক্লিক করুন। এরপর আপনার নাম, ওয়েবসাইট URL (আপনার ঐ ব্লগসাইটের লিংক), ক্যাটাগরি (blog),ইমেইল এড্রেস,পাসওয়ার্ড ও ক্যাপচা পূরণ করে সাইনআপ সম্পন্ন করে নিন।
এবার ইমেইল ভেরিফাই করুন করে আপনার রিভিনিউহিটস সাইটে যান এবং সাইনইন করুন> সাইট মেনু আইকন ক্লিক করে placement এ যান> New placement > select shadow box> প্লেসমেন্ট এবং ডিসক্রিপশনে লিখুন advertisement > save ক্লিক করুন> এরপর <\> আইকনে ক্লিক করলে একটা জাভাস্ক্রিপ্ট কোড পাবেন সেটা কপি করে নিন।
এবার আবার আপনার ব্লগসাইটে ফিরে যান এবং Layout ক্লিক করুন> sidebar-right-1 কিংবা আপনার পছন্দনীয় অংশে add a gadget ক্লিক করুন> HTML/Javascript সিলেক্ট করুন> টাইটেলে লিখুন Advertisement এবং কনটেন্ট ঐ কপি করা কোডটি পেস্ট করে save ক্লিক করুন।
ব্যাস আপনার ওয়েবসাইট আর্নিং উপযোগী হয়ে গিয়েছে।
একটি বিশেষ কথা:
অনেকে হয়তো মনে করেন যে ব্লগসাইট আবার ওয়েবসাইট হলো নাকি? সাবডোমেইন জিনিসটা দেখতে কেমন কেমন লাগে? তাহলে একবার ভাবুন আপনার ডোমেইন কেনা+ডোমেইন রিনিউ করা+হোস্টিং চার্জ সবকিছুই বাঁচিয়ে দিতে পারে একটা লাইফটাইম ফ্রি ব্লগার সাইট; তাহলে মন্দ কি???
আমাদের উচিত সকল জিনিসের ভেতরের মর্ম উপলব্ধি করা, বাইরের থেকে দেখতে সোনা আর তামার মাঝে তফাত কোই??!!!
ফেসবুকে আমি→ নিশান আহম্মেদ নিয়ন
[বিঃদ্রঃ আমি সকল ফাইল মিডিয়াফায়ারে আপলোড দিয়েছি তবুও যদি কখনো ডাউনলোডে সমস্যা হয় তবে আমাকে জানাবেন, আমি আপডেট করে দিবো ইনশাল্লাহ ]
ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা রইলো।
আমি চেষ্টা করবো
ধন্যবাদ ভাই, এরকম আরো পোস্ট চাই ওয়েবসাইট সংক্রান্ত।
আর এই ভিজিটর সাইটে আসলে কি গুগল সাইটকে রাঙ্কিং করবে।
আসলে কিছু হোস্টিং প্রোভাইডার তাদের প্যাকেজের সাথে লাইফ টাইম ফ্রি ডোমেইন পার্সেজ করলেও সেটার চার্জ অন্তর্গত উহ্য থাকে।
এগুলো ফেইক ট্রাফিক তবে ট্রকলি এটাকে কাজে লাগিয়ে ওয়েবসাইট র্যাঙ্ক করানো সম্ভব
Sign in, Sign Out, Notification…
তবে Theme টা আরেকটু উন্নত করার চেষ্টা করেন, যেমনঃ Sign in করা থাকলে শুধু Sign out button show করবে এবং Sign out থাকলে শুধু Sign in…
তারপরে থিমটার মোবাইল friendly না, মোবাইল friendly করার চেষ্টা করেন…, কারণ মোবাইল users এখন বেশি…
নাকি সাইটে আরও কাজ করা লাগবে।
যেমনঃ সাইটের ফন্ট সাইজ/পিক্সেল কমানো বাড়ান,
, টাইটেল চেঞ্জ করা, ব্লগে বিভাগ তৈরি করা, পেজ তৈরি করা, কমেন্ট মডারেশন করা ইত্যাদি,
এগুলা করা লাগবে?
Ektu bujhiye dile upokrito hotam…
2. Ei blog e apnar Theme ta use na kore onno kono kaje blog ta create korte gele sekhane apnar Auto traffic generator ta ki kaj korbe?
3. Apni ki paid kono hosting use koren, naki?
4. Apnar Google AdSense ase? 😐
…. Website er jonno?
(২) যাবে
(৩) হ্যা, আমি পেইড হোস্টিং ব্যবহার করি
(৪) না, কেননা আমি কখনো এপ্লাই’ই করিনি…এটা আমার আর্নিং ওয়্যে নয়
আর হে blogger প্রোফাইল edit নিয়ে একটা পোস্ট করেন
vaia?
Oita Diye Ki Ami Paypal Varify Korte Parbo
অবশ্য আমার মনে হয় না যে, এটা ব্লগারে কাজ করবে…
ওয়ার্ডপ্রেসে আপনি বডিপ্রেস হতে এমনিতেই সোস্যাল নেটওয়ার্ক তৈরী করতে পারেন!
once again tnx you so much ! <3
এটা কোনো কাজ!!
https://trickbd.com/?p=534334
আশাকরি
আর পরবর্তী পোষ্টের অপেক্ষায় রইলাম।
ভাই এইটা বুঝছি না ভাই…!
By the way it’s not infenity…it’s limited about thousand with thousand
কন্টাক্ট আইকন গ্যাজেট এখনও সম্পূর্ণ হয়নি; ডোমেইন’টিতে একই নামে অন্য এক্সটেনশনগুলি পার্ক করে রাখুন তাতে ইউনিটি থাকবে
শুভকামনা রইলো
visit kobo kivabe….
.onion domain er websites kivabe visit kore/kon browser use korte hoy???