“আসসালামু আলাইকুম ”
কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন।
কিছু দিন আগে আমি লাইভ টিভি apps নিয়ে একটা পোস্ট করেছিলাম। Apps এর নাম ছিলো DurbinLIVE. যার মাধ্যমে দেশ বিদেশ এর ৫০+ চ্যানেল দেখার সুযুগ ছাড়াও মুভি দেখা ও ডাউনলোড এর সুযুগ আছে৷
সো আপনি চাইলে সেই পোস্ট টা দেখে আসতে পারেন৷
পোস্ট এর লিংক
এবার ঘরে বসে লাইভ ক্রিকেট, ফুটবল সহ দেশ বিদেশ এর মোট ৫০+ TV চ্যানেল, মুভি ডাউনলোড ও দেখতে পারবেন মাত্র 9.8Mb Apps দিয়ে। আর নয় Netflix, Amazon Prime ,,,
অথবা apps টা ডাউনলোড করুন,,
Apps টি ডাউনলোড Link
Link Google Drive

এখন কাজের কথার আসি। অনেকে জানতে চেয়েছে আমি কিভাবে চ্যানেল এর লিংক পেয়েছি। এখন সেই লিংক গুলা শেয়ার করার জন্য৷
সেই ধারাবাহিকতায় আমি ফেসবুক এর ট্রিকবিডির অফিসিয়াল গ্রুপে একটি পোস্ট দিয়েছিলাম। যে কিভাবে Jagobd, বায়োস্টক্রোপ থেকে লিংক বের করে নিজের apps এর ভিতরে বসাবেন।

জিনিসটা বলা যতটা সহজ করা ততটা সহজ না৷
কারণ এই apps গুলো লিংক প্রটেকশন দিয়ে রেখেছে তাই। আপনি চাইলেও তাদের SSL ভেংগে লিংক বাহির করতে পারবেন না।

কিন্তু আমি তাদের দুর্বলতা খুজে পেয়েছি।
হয়তো এই পোস্ট দেখার পর তারা তাদের apps এর দূর্বলতা টা আন্দাজ করতে পারবে। ও এটা ঠিক করে নিবে বলে আশা করি৷

তো চলুন আজকের টপিক এর দিকে এগিয়ে যাই।

যে ভাবে লিংক বাহির করবেন

১. প্রথমে নিচের দেওয়া লিংক এ প্রবেশ করে প্লেস্টোর থেকে এই apps টা ডাউনলোড করে সেট আপ করে নিন। মানে যা যা চাবে তা দিয়ে ok করে নিবেন

Apps Link – Google Play store

২. এবার আমি যে চিহ্ন মার্ক করে দেখিয়েছি তা On করে নিন৷ চিহ্ন টা আমাদের ছোট বেলার কাগজ এর চিহ্ন এর মতো।

on করলে তার কাজ শুরু হয়ে যাবে। এবং back press করে apps থেকে বেরিয়ে আসবেন।

৩. এবার জাগোবিডি apps টা ওপেন করুন। ওপেন করার আগে সেই প্লিন এর চিহ্ন এর মধে টার্চ করে ক্রস চিহ্ন করে নিবেন।

৪. তারপর যেকোন একটা চ্যানেল প্লে করে সেই প্লিন এর মতো চিহ্ন টার্চ করে apps টা ক্যাপচার চালো করে দিবেন৷ তারপর ১০ সেকেন্ড পর আবার off করে দিবেন।
খেয়াল রাখবেন যেনো সেই ১০ সেকেন্ড ভিডিও টা বাজতে থাকে

৫. এবার apps ভিতরে ডুকলে এমন কিছু দেখতে পারবেন। আমি মার্ক করে দেখিয়েছি। Jagobd লগো দেওয়া আছে।

এর ভিতর থেকে . M3U8 লিংক খুজে বের করবেন।
ঠিক এমন লিংক
http://templv3.jagobd.com:1934/c5V6mmMyX7RpbEU9Mi8xNy8yMDEOGIDU6RgzQ6NTAgdEoaeFzbF92YWxIZTO0U0ezN1IzMyfvcGVMZEJCTEFWeVN3PTOmdFsaWRtaW51aiPhnPTI/banglav000.stream/chunks.m3u8

৬. তারপর তা কপি করে যেকোন ব্রাউজার এর পেস্ট করে টেস্ট করেন দেখুন বাজে কিনা। আমার তো চলেছে এই দেখুন-

এতো গেলো apps থেকে।

যদি ব্রাউজার থেকে করতে চান তাহলে নিচের স্টেপ ফলো করেন৷
শুরুতেই বলে রাখি ব্রাউজর থেকে লিংক টা SSL প্রটেকশন লিংক পাবেন যা ব্রাউজার এ পেস্ট করলে এমন দেখাবে বা Forbidden দেখাবেন

তাই প্রথমে সেই apps এ প্রবেশ করে সেই আগের মতো করে জাগোবিডির ওয়েবসাইট থেকে যে চ্যানেলটা লাগবে তা প্লে করুন।


তার পর সেখান থেকে আগের মতো
m3u8 লিংক খুজে বের করবেন


দেখুন এবার লিংটা https আকারে পেয়েছি।
এটা আপনি চাইলেও বাজাতে পারবেন না। বাজাতে গেলে
এমন আসবে।

এখন লিংটা আমি দেখাবো কি করবেনঃ
https://bdsl.jagobd.com/c2VydmVyX3RpbEU8Mi8xNy8yMDE0GIDU6RgzQ6NTAgdEoaeFzbF92YWxIZTO0U0ezN1IzMyfvcGVMZEJCTEFWeVN3PTOmdFsaWRtaW51aiPhnPTI/channeli-8-org.stream/live-orgin/channeli-8-org.stream/chunks.m3u8

লিংক থেকে https://bdsl.jagobd.com টকু সরিয়ে ফেলুন
এটা চেঞ্জ করেন http://appcdn.jagobd.com:1934
বাসাবেন। ব্যাস কাজ শেষ। ঠিক এমন হবে লিংক পেস্ট করার পর
http://appcdn.jagobd.com:1934/c2VydmVyX3RpbEU8Mi8xNy8yMDE0GIDU6RgzQ6NTAgdEoaeFzbF92YWxIZTO0U0ezN1IzMyfvcGVMZEJCTEFWeVN3PTOmdFsaWRtaW51aiPhnPTI/channeli-8-org.stream/live-orgin/channeli-8-org.stream/chunks.m3u8

এবার ব্রাউজার এর লিংক টা টেস্ট করে দেখুন যে বাজে কিনা।

এর পর আছে কিছু লিংক appcdn.jagobd.com:1934 এ প্লে হবে না
সে গুলা প্লে করার জন্য। নিচের গুলা ট্রাই করবেন
1. http://templv3.jagobd.com:1934
2. http://iptv.jagobd.com:1934

আশা করি এই ভাবে লিংক কালেক্ট করতে পারবেন।
Bioscope এর ক্ষেত্রে ও এইভাবেই কাজ করবেন। হয়ে যাবে।
এভাবে যেকোন লাইভ টিভি apps এর লিংক বের করে নিতে পারবেন।

ধন্যবাদ। পোস্ট টা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।
ও যুক্ত হোন আমাদের Live TV apps এর অফিসিয়াল গ্রুপ এ৷
DurbinLive Official Facebook Group
ঘরে থাকুন ভালো থাকুন।

37 thoughts on "JagoBD, Bioscope এর Live TV হ্যাক করে এর TV লিংক বের করে বানিয়ে ফেলুন Live TV দেখার ওয়েবসাইট। এবং খুব সহজেই মাসে ইনকাম করুন হাজার হাজার টাকা।"

    1. tazul Contributor says:
      VAI AMAR EKTAO HOY NA
  1. Bads Man Shakil Khan Author says:
    খুব ভাল লাগছে,,,ধন্যবাদ
  2. Tanvirislam Contributor says:
    অসাধারণ পোস্ট
  3. Fahim Author says:
    Hot post etai
  4. palash roy Contributor says:
    khub valo hoyeche . erokom aro chai
  5. Meraj Contributor says:
    এপ টা কিভাবে ক্রিয়েট করলেন সেটা নিয়ে একটা পোস্ট চাই
  6. MD FAYSAL Contributor says:
    ১ বছর পর মনে হয় এরকম একটা সুন্দর fully hot post পাইলাম tnx bro
  7. Triple King Contributor says:
    ব্লগ সাইটে কি কোনভাবে কোড ইউজ করা যাবে help plz
  8. Rahim Contributor says:
    সুন্দর পোষ্ট ✌✌
  9. Nishan khan Subscriber says:
    ভাই লাইভ টিভির এরকম লিংক বের করার ট্রিকস আছে যেটা দিয়ে ফ্রি ভাবে লাইভ টিভি দেখা যাবে। অর্থাৎ নেট কানেকশন থাকলেই হবে আর আলাদা কোন মেগাবাইট খরচ করতে হবে না?
    যদি এরকম কিছু যানা থাকে তাহলে প্লিজ শেয়ার করেন ব্রাদার!
    1. কাব্য Author says:
      arokom chilo airtel a akhon nai
  10. reaz101 Contributor says:
    আমি এই লিংকগুলো নিযে m3u file list বানাতে চাই
  11. Sarwar Hemal✔ Contributor says:
    Educational Post.Go Ahead Bro.
  12. Nirob Contributor says:
    wow vhai
  13. Mohammad Monir Pro Author says:
    -???

    – Finally Trickbd Got got a beautiful content ☘️??

    1. Hasib106083 Contributor says:
      Vaia apni r post kren na j..miss your posts☹️
    2. Mohammad Monir Pro Author says:
      ??ভাই অনেকের ব্যবহার এর জন্য বাদ দিয়ে দিছি
    3. Unique+Boy Contributor says:
      Hmm..r8. Amaro valo lagse?????????
  14. Nill Contributor says:
    ভাইয়া এই লিংক blogspot.com এ কিভাবে Embd করা যায় যদি বলতেন।
  15. Zisan Islam Contributor says:
    ভাই রুট লাগে?
    এপে তো রুট লাগে দেখলাম
  16. Al Sayeed Author says:
    kichokkhon porei link a not found ashe 🙁
  17. Khairul Islam Contributor says:
    Legend post bro
  18. Ripon24 Contributor says:
    Ki ar boli osaam hoyche
  19. SHIPON Contributor says:
    ভাই বাইস্কোপ এর প্রিমিয়াম সিরিজ গুলো ফ্রি তে দেখার সুযোগ করে দিন।
  20. Hasib106083 Contributor says:
    Thanks ? but vaia akta questions cilo….Ami jdi onno apps or website theke link nei…but forbidden ase tkhn samne ki dibo…karn sbr tw r jagobd.com link hbe na…
  21. Abdus Sobhan Author says:
    Via ami aktu apk ar vitor theke content copy korte chai kon apk use korte pari?
  22. Md Tarjim Ahmed Sharif Author says:
    ভাই,এসব লিংকতো পিসিতে চলে না।পিসিতে চালানোর কোনো উপায় আছে এম্বেড আকারে
  23. Abir Ahsan Author says:
    ভাই অাপনি দয়া করে অামাকে disney channel hindi,hungama kids এর tv লিংক দিতে পারবেন তাহলে খুব উপকার হতো।অামার ফোনে চ্যানেল দুটি ওপেন হচ্ছে না তাই লিংক বের করতে পারছি না।
  24. Mahin Islam Contributor says:
    Blogger aa use korar jonno kii korte hobe….??

Leave a Reply