আজকের এই ডিজিটাল বিশ্বে কোনো কিছুই নিরাপদ নয়। আমরা কম বেশি প্রতিদিনই অনলাইনে বিভিন্ন হ্যাকিং নিউজ দেখে থাকি। আমাদের লাইফ যতই দিন দিন অনলাইন নির্ভর হয়ে উঠছে ততই বৃদ্ধি পাচ্ছে ব্লাক হ্যাট হ্যাকারের সংখ্যা। সেই সাথে হ্যাকাররা একাউন্ট হ্যাক করার জন্য নুতুন নুতুন পদ্ধতি উদ্ভাবন করছে। আপনার বিভিন্ন একাউন্টের সাথে আপনার ব্যাংক একাউন্টও পৌঁছে যেতে পারে হ্যাকারের হাতের নাগালে। তো বন্ধুরা এই আর্টিকেলে আপনার ব্যাংক একাউন্ট কিভাবে হ্যাক হতে পারে এমন কিছু পদ্ধতি নিয়ে আলোচনা করবো এবং কিভাবে এগুলো থেকে সাবধান থাকবেন সেগুলো নিয়ে আলোচনা করবো।
1. Banking Trojans (Smartphone)
2. App Hijacking
এই পদ্ধতিতে হ্যাকার একটি ব্যাংকিং ফরম যুক্ত একটি ম্যালও্যার আপনার ডিভাইজে ইন্সটল করায়। এটা আপনার ফোনে একবার ইন্সটল হওয়ার পর এটা চুপচাপ হয়ে যায়। এতটাই চুপচাপ যে আপনি বুঝতেই পারেন না যে আপনার ডিভাইজে কোনো ম্যালও্যার ইনস্টল হয়ে আছে। এটা ইনস্টল হওয়ার পর এটা আপনার পুরো ফোন স্ক্যান করে এবং আপনার ফোনে থাকা ব্যাংকিং অ্যাপ খুজে বের করে। একবার খুজে পেলে এটা আপনার ব্যাংকিং অ্যাপের লগইন পেজের মতো একটা পপআপ লগইন পেজ আপনার সামনে নিয়ে আসে। এঁর পর যখন আপনি আপনার ব্যাংক একাউন্টের লগইন ডাটা দিয়ে ফরমটি পুরন করেন তখন সেটা হ্যাকারের কাছে পৌঁছে যায়।
সমাধানঃ কোনো পপআপ উইন্ডোতে লগইন ডাটা প্রবেশ করানো থেকে বিরত থাকুন। ফোনের অ্যাপ ম্যানেজার মাঝে মাঝে চেক করুন সেখানে কোনো অপরিচিত অ্যাপ আছে কিনা। কোনো এক্সটারনাল লিঙ্কে প্রবেশ করার পুরবে সতর্ক থাকুন কেননা এধরনের লিঙ্কে ক্লিকের মাধ্যমে আপনার ফোনে হ্যাকারের তৈরিকৃত ম্যালওয়ার ইনস্টল হয়ে যেতে পারে।
3. Smishing
স্মিসিং হলো ফিশিং এঁর উদ্দশ্যে পাঠানো একধরনের টেক্সট মেসেজ যেটাতে আপনাকে লোভ দেখিয়ে একটি লিঙ্কে প্রবেশ করার কথা বলা হয়। যেমন এই মেসেজটি দেখুনঃ
Congratulations! আপনি ৫০০০৳ একটি গিভওয়ে জিতেছেন। এটি এক্টিভ করতে নিচের লিঙ্কে প্রবেশ করুন। bit.ly/5000giveway
তো আর কি ওই লিঙ্কে ক্লিক করলেই আপনাকে ব্যাংকের লগইন পেজের মতো একটি ফিশিং পেজে নিয়ে যাবে যেখানে লগইন করলে আপনার লগইন ডাটা হ্যাকারের কাছে চলে যাবে।
সমাধানঃ এধরনের মেসেজে থাকা লিঙ্কে প্রবেশ করা থেকে বিরিত থাকুন।
3. Keyloggers
কিলগার একটি পপুলার হ্যাকিং টেকনিক। কিলগার হলো এমন একটি পদ্ধতি যেখানে সিস্টেমে কিছু সফটওয়ার রান করা হয় যেটা আপনার টাইপ করা সমস্ত লেখা সেভ করে রাখে। যে ডিভাইজে এই সফটওয়ার রান করা হয়েছে সেই ডিভাইজে আপনি যদি আপনার ইমেইল পাসওয়ার্ড ইত্যাদি ইনপুট করেন তাহলে এই সফটওয়ার আপনার ইনপুটকৃত সব ডাটা সেভ করে রাখবে এবং হ্যাকারকে সরবরাহ করবে।
সমাধানঃ আপনার ফ্রেন্ড বা অন্য কারুর কম্পিউটার বা স্মার্টফোনে ইমেইল, ইউজারনেম এবং পাসওয়ার্ড ইনপুট করার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করুণ।
4. SIM Swapping
এই পদ্ধতিতে হ্যাকার কোনোভাবে আপনার সিম কার্ড অপারেটরকে কনভেন্স করিয়ে আপনার সিম কার্ডের একটি ক্লোন তৈরি করে। এঁর ফলে আপনার সিমে যেসব কল এবং মেসেজ আসার কথা সেগুলো হ্যাকারের সেই ক্লোন করা সিমেও চলে যায়। তারপর কি হবে সেটা তো বুঝতেই পারছেন।
সমাধানঃ অবশ্যই কোনো ট্রাস্টেড অপারেটরের সিম কার্ড ইউজ করুন। আর ভালো হয় যে আপনি যে নাম্বার থেকে আপনার একাউন্ট তৈরি করেছেন সেটা কারুর সাথে শেয়ার না করা।
2 thoughts on "দেখুন যেভাবে ব্যাংক একাউন্ট হ্যাক হতে পারে, এবং জেনে নিন সমাধান"