আজ আমি দেখাবো কিভাবে আপনারা সহজেই ছবির মধ্যে যেকোনো ফাইল হাইড করতে পারবেন । ONLY PC USER !!

কারো অলরেডি ট্রিকটি জানা থাকলে পোষ্ট ইগনোর করুন ।

চলুন শুরু করা যাক।

এনক্রিপশন ঃ

প্রথমে যেই ফাইল টিকে আপনি এনক্রিপ্ট করতে চান সেটিকে ZIP / RAR ফাইলে কমপ্রেস করুন এবং আউটপুট হিসেবে যেই ইমেজ এ এনক্রিপ্ট করবেন সেটিকে আপনার পিসির হোম এ আনুন।

এবার আপনার উইন্ডোস এর সার্চ বক্স এ cmd লিখে সার্চ করুন। & cmd তে ক্লিক করুন

এবার cmd তে টাইপ করুন  cd "Desktop"

তাহলে এর মাধ্যমে আপনি আপনার পিসির হোম এ চলে এসেছেন। এবার টাইপ করুন

copy /b image.jpg + file.zip output.jpg

image.jpg –> যেই ইমেজ এ এনক্রিপ্ট করতে চান ।

file.zip  –> যেই ZIP টি এনক্রিপ্ট করতে চান ।

output.jpg  –> ফাইল আউটপুট ।

এবার আপনার পিসির হোম এ যান এবং দেখুন output.jpg নামে একটি ফাইল ক্রিয়েট হয়ে গেছে

আপনারা ২ টি ইমেজের মধ্যে কোন পার্থক্য পাবেন না । সাইজ আলাদা হতে পারে !!!

ডিক্রিপশন ঃ 

এই ধরণের ইমেজ আপনি cmd দিয়েই ডিক্রিপ্ট করতে পারবেন !!

পূর্বের মতো CMD তে যান ও টাইপ করুন ঃ

ren output.jpg output.zip 

আপনার পিসির হোম এ যান এবং দেখুন output.jpg রিনেম হয়ে output.zip নাম এ কনভার্ট হয়ে গেছে !!

এবার জিপ টি এক্সট্রাক্ট করুন ও ফাইল টি পেয়ে যাবেন !!

সুবিধা সমুহ ঃ
আপনি এই মেথডে যেকোন ফাইল হাইড করতে পারবেন !
বিগিনাররাও এই মেথডটি ব্যবহার করতে পারবেন ।
Normal Image এর সাথে কন পার্থক্য নাই ।
আপনার পিসির কোন ক্ষতি হবে না !!

আজ এই পর্যন্তই। নতুন নতুন ট্রিক পেতে TrickBD এর সাথেই থাকুন।

FIND ME ON ,

 FACEBOOK          |          GITHUB          |          INSTAGRAM          |          OTHERS

One thought on "?সহজেই ছবির মধ্যে যেকোনো ফাইল হাইড করুন? [PC]"

Leave a Reply