প্রিয় ট্রিকবিডির ব্যবহারকারী এবং ভিজিটর,
আশা করছি বর্তমান পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিয়ে মায়াবী পৃথিবীর অপরূপ সুন্দরতা উপভোগ করছেন।
আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করবো সেই বিষয়টা হলো

“পোর্ট স্ক্যানিং কী এবং কীভাবে পোর্ট স্ক্যানিং করবেন কালি লিনাক্স এবং টারমাক্স দিয়ে এবং যেকোনো সিস্টেম হ্যাক করবেন কীভাবে এই পোর্ট স্ক্যানিং করে এই বিষয়ে আজকের টিউটোরিয়াল আমার”

আমি আমার আগের বেশ কিছু টিউটোরিয়ালে বিভিন্ন হ্যাকিং আক্রমণ নিয়ে কথা বলেছি এবং হ্যাক করেও দেখিয়েছি; যদি আমার আগের টিউটোরিয়াল গুলো ফলো না করেন তাহলে হয়তো সম্পূর্ণ বিষয়টা বুঝতে অসুবিধা মনে হবে এই জন্য যদি আপনি আমার আগের টিউটোরিয়াল না দেখেন তাহলে দেখে নিবেন।

পোর্ট স্ক্যানিং হলো ইনফরমেশন কালেক্ট করার জন্য একটা অসাধারণ বিষয়। মনে করুন আপনি একটা ওয়েবসাইট হ্যাক করবেন এর জন্য সর্বপ্রথম আপনাকে ওই ওয়েবসাইটের তথ্য সংগ্রহ করতে হবে, পোর্ট স্ক্যানিং করলে আপনি জানতে পারবেন ওই ওয়েবসাইটে ঠিক কোন কোন পোর্ট গুলো চালু করা রয়েছে; এটা কিন্তু খুবই বিপদজনক একটা বিষয়। আমি আপনার বাসায় যেতে চাই তাহলে আমার প্রয়োজন হবে আপনার বাসার ঠিকানা এবং আমি আপনার ঠিকানা অনুসন্ধান করে আপনার বাসার সামনে চলে এসেছি। অন্য দিকে আমি একটা ওয়েবসাইট হ্যাক করবো তার সিস্টেমে প্রবেশ করবো এই ওয়েবসাইটকে স্ক্যানিং করবো এবং এর আইপি এড্রেস আমি অনুসন্ধান করবো আর আইপি এড্রেস দিয়ে ওই সিস্টেমের আমি দূর্বলতা খুঁজে বার করবো।

এখন আমি যেহেতু আপনার এড্রেস পেয়েছি এবং আপনার বাসার সামনে আমি তো এখন যদি আমার কোনো খারাপ উদ্দেশ্য থাকে তাহলে আমি আপনার বাসার অন্য দরজা অথবা জানালা অনুসন্ধান করবো যেটা দ্বারা আপনার বাসায় আমি প্রবেশ করতে পারী, ঠিক তেমনি আমি অনুসন্ধান করবো যে আপনার ওয়েবসাইটের কোন কোন পোর্ট ওপেন আছে যেটা দ্বারা আমি আপনার সিস্টেমে প্রবেশ করতে পারী। প্রতিটা কাজের জন্যই একটা করে পোর্ট প্রদান করা হয়েছে যেমন হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটকল ( এইচটিটিপি ) এর পোর্ট নম্বর হচ্ছে এইট জিরো, তেমনি প্রতিটা জিনিসেরই পোর্ট নম্বর রয়েছে।

আপনার বাসার পিছনে একটা দরজা রয়েছে এবং সেটা ব্যবহার করা হয় না কিন্তু দরজাটা সকল সময় খোলায় থাকে; এখন আমি চাইলে আপনার পিছনের দরজা দিয়ে আপনার বাসায় প্রবেশ করতে পারি এবং যেহেতু ভেতরে অ্যাক্সেস করতে পেরেছি সেহেতু আমি চাইলে আপনার সিস্টেমের যেকোনো গুরুত্বপূর্ণ ফাইলস ইত্যাদি নিয়ে যেতে পারী অথবা বদল ও ঘটাতে পারী। আপনাকে আগে জানতে হবে কোন কোন পোর্ট কী কাজে ব্যবহার রয়েছে, পোর্ট দিয়েও একটা ওয়েবসাইটকে নিয়ন্ত্রণে আনা সম্ভব।

এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পোর্ট স্ক্যানিং আপনি কীভাবে করবেন, আপনি এটা কালি লিনাক্স এবং টারমাক্স দ্বারা করতে সক্ষম হবেন। পোর্ট স্ক্যানিং করার খুবই গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় একটা টুল রয়েছে যার নাম হচ্ছে Nmap এটার ইন্সটলেশন প্রক্রিয়া Nmap Official Installation এ গেলে পেয়ে যাবেন। তবে যারা মোবাইল ব্যবহারকারী তাদের অনেকরই অভিযোগ এনম্যাপ দ্বারা তারা পোর্ট স্ক্যানিং করতে পারে না সহজে; ডিভাইস হ্যাং হয় অথবা প্রচুর সময়ের প্রয়োজনও পড়ে। কিন্তু তারপরও আমি এনম্যাপকেই আপাতত আপনাদের চিনিয়ে দিলাম কারণ এটা খুবই জনপ্রিয় টুল, তবে সমস্যার কারণ নাই আপনারা যদি বলেন যে এই টুল ব্যবহার করতে সমস্যা হচ্ছে আমি নিজে একটা আপনাদের জন্য পোর্ট স্ক্যানিং করার টুল ডেভেলপ করে দিবো যেটা আপনারা খুবই সহজে ব্যবহার করতে পারবেন এবং ডিভাইস হ্যাং করবেও না সেই সাথে প্রচুর স্পিডে স্ক্যানিং করতে পারবেন।

এখন চলুন আপনাদের আমি এনম্যাপ ব্যবহার করে কীভাবে স্ক্যানিং করবেন দেখিয়ে দিই, সর্বপ্রথম আমি আমার টার্মিনাল ওপেন করে নিচ্ছি আর সেই সাথে কমান্ড দিচ্ছি nslookup scanme.nmap.org

এখন নিচের স্ক্রিনশট দেখুন scanme.nmap.org এর আইপি এড্রেস থেকে শুরু করে ম্যাক এড্রেস এবং আরও অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা পেয়েছি।

এখন আমি কমান্ড দিচ্ছি nslookup Target IP

দেখুন আমার কাছে আরও কিছু তথ্য চলে এসেছে এই আইপি এড্রেসের।

এখন আমি এনম্যাপকে ব্যবহার করবো তাই কমান্ড দিচ্ছি nmap

এখন স্ক্রিনশট দেখুন বেশ কিছু অপশন চলে এসেছে এবং কোন অপশন দ্বারা কী প্রক্রিয়া চালু হবে এই বিষয়ক তথ্য আপনারা পাবেন।

এখন আমি কমান্ড দিচ্ছি nmap scanme.nmap.org

এখন স্ক্রিনশট দেখুন কোন কোন পোর্ট ওপেন রয়েছে এবং কোন কোন পোর্ট ফিল্টার করা ওইগুলো আপনি দেখতে পাবেন।

এখন আমি যদি কমান্ড দিই nmap -v Target IP তাহলে নিচের স্ক্রিনশটের মতো আমি বিস্তারিত এমন তথ্য পেয়ে যাবো।

আপনারা চাইলে আরও অনেক বিস্তারিত ভাবে স্ক্যানিং করতে পারবেন, এতো বিস্তারিত দেখানো স্ক্রিনশট দ্বারা সম্ভব হয়ে উঠবে না, তবে আপনারা এইভাবে স্ক্যানিং করে মূল তথ্য সংগ্রহ করতে পারবেন।

সর্তকতাঃ আমি স্ক্যান করেছি এনম্যাপের ওয়েবসাইট যেটা স্ক্যানিং করার জন্য এনম্যাপ পারমিশন দিয়েছে জানো টেস্ট করা যায়; কারো পারমিশন ছাড়া তার সিস্টেম স্ক্যানিং করা সাইবার ক্রাইম। আপনি যদি কারো সিস্টেম পারমিশন ছাড়া স্ক্যানিং করেন এবং কোনো ক্ষতি করেন এতে করে আইনি সমস্যায় পড়বেন আর এর জন্য r1d3x0r এবং ট্রিকবিডি দায়ী থাকবে না।

আশা করি আমি আপনাদের সুন্দর এবং সহজ ভাবে বুঝাতে সক্ষম হয়েছি।

ভালো থাকুন সুস্থ থাকুন প্রিয় মানুষকে ভালো রাখুন সবসময় পজিটিভ থাকুন সকল সময় মোটিভেট থাকুন; ধন্যবাদ।

29 thoughts on "(r1d3x0r) পোর্ট স্ক্যানিং কী এবং কীভাবে পোর্ট স্ক্যানিং করবেন কালি লিনাক্স এবং টারমাক্স দিয়ে এবং যেকোনো সিস্টেম হ্যাক করবেন কীভাবে এই পোর্ট স্ক্যানিং করে দেখুন।"

  1. h4xor Contributor says:
    dada apnar tool ta develop kore share koren pls ami pak cyber intelligence a achi apatoto
    1. r1d3x0r Author Post Creator says:
      প্রিয়,
      আপনাকে অগণিত ধন্যবাদ প্রকাশ করছি আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য জানানোর জন্য।
      আমি পোর্ট স্ক্যানিং করার টুলটি যতো তাড়াতাড়ি সম্ভব তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো এবং আপনাদের টিমে আমার বহু ছোট ভাই রয়েছে।
    2. h4xor Contributor says:
      tnx bro trickbd te apnar article gula darun. r apnar 2 ta tools ami dekeci apni nije baniyacen kintu trickbd te kishu bolod royace botol baba aro ki faltu author ora onner tools modified kore abar oigula encode kore published kore lavel less ora but apnar tools gula asol valo lage. r ami apnake chini dada indiar 1000 websites apni kurbani eid a hack korechilen tokoni
    3. h4xor Contributor says:
      tnx bro trickbd te apnar article gula darun. r apnar 2 ta tools ami dekeci apni nije baniyacen kintu trickbd te kishu bolod royace
    4. Md Shakil Contributor says:
      আপনাদের টিমে আমারেও এড দিয়েন
    5. Md Shakil Contributor says:
      আপনাদের টিমে আমারেও এড দিয়েন।
  2. h4xor Contributor says:
    tnx bro trickbd te apnar article gula darun r apnar 2 ta tools ami dekeci apni nije baniyacen kintu trickbd te kishu bolod royace
  3. h4xor Contributor says:
    tnx bro aikane te apnar article gula darun r apnar 2 ta tools ami dekeci apni nije baniyacen kintu trickbd te kishu bolod royace
  4. Md Shakil Contributor says:
    dvwa nia je ekta post korechilen eta dia ki je kono web hack kora jay?

    Apnar fb id link khub dorkar

    1. r1d3x0r Author Post Creator says:
      প্রিয়,
      আপনাকে অগণিত ধন্যবাদ প্রকাশ করছি আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য জানানোর জন্য।
      Dvwa বলেই কথা না সকল হ্যাকিং সিস্টেম একই রকম হয়; আর আমি ফেসবুক ব্যবহার করি না দুঃখিত।
  5. Md Shakil Contributor says:
    আপনার সাথে কোন মাধ্যমে যোগাযোগ করতে পারি?
    1. r1d3x0r Author Post Creator says:
      প্রিয়,
      আপনাকে অগণিত ধন্যবাদ প্রকাশ করছি আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য জানানোর জন্য।
      আপনি টেলিগ্রামে আমাকে নক করতে পারেন r1d3x0r ঠিকানাতে।
  6. Mohammad Monir Pro Author says:
    ??
    Wha !!! Post vaijaan!!??
    1. r1d3x0r Author Post Creator says:
      প্রিয়,
      আপনাকে অগণিত ধন্যবাদ প্রকাশ করছি আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য জানানোর জন্য।
      আরও ভালোবাসা প্রেরণ করছি আপনার মিষ্টি সাপোর্টের জন্য কারণ ইহা মোটিভেশন প্রদান করে আমাকে।
  7. Abedin Contributor says:
    Vai amar bashar wifi speed 2mbps kintu link theke kono movie download korte gele speed matro 150-250 kb pai…akhon ki korbo…
    1. r1d3x0r Author Post Creator says:
      প্রিয়,
      আপনাকে অগণিত ধন্যবাদ প্রকাশ করছি আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য জানানোর জন্য।
      আমি এই বিষয়ক মন্তব্য প্রকাশ করে আপনাকে যথাযথ সাহায্য করতে সক্ষম হবো না কারণ আপনি বুঝতে পারবেন না; আপনার অনুরোধ মূলক টিউটোরিয়াল আমি যতো তাড়াতাড়ি সম্ভব পাবলিশ করার চেষ্টা করবো।
  8. Huzaipha12 Contributor says:
    Android 9 pc ছাড়া রুট করা গেলে প্লিজ এইটা নিয়ে একটা টিউটোরিয়াল আনবেন
    1. r1d3x0r Author Post Creator says:
      প্রিয়,
      আপনাকে অগণিত ধন্যবাদ প্রকাশ করছি আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য জানানোর জন্য।
      আপনার রিকুয়েস্ট মূলক টিউটোরিয়াল পাবলিশ করার যথাসাধ্য প্রচেষ্টা সক্রিয় রইবে।
  9. Malaylayek1 Contributor says:
    অনেকদিন পর পোস্ট করলেন। আশা করছি এবার থেকে নিয়মিত পোস্ট পাব???
    1. r1d3x0r Author Post Creator says:
      প্রিয়,
      আপনাকে অগণিত ধন্যবাদ প্রকাশ করছি আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য জানানোর জন্য।
      পার্সোনাল লাইফে সময় দিয়ে এবং নিজেরও বিভিন্ন রকম প্রোজেক্ট ডেভেলপ করে যে সময়টা পেয়ে থাকী ওটার ব্যবহার করে আপনাদের জন্য টিউটোরিয়াল তৈরি করি; তাড়াতাড়ি কনটেন্ট পাবলিশ করতে না পারার কারণে আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি।
  10. Tito Contributor says:
    আচ্ছা ভাই Nmap তো ব্যবহার করব বুঝলাম

    কিন্তু ম্যাক এড্রেস জানি আইপি এড্রেস কিভাবে বের করব,????

    ম্যাক এড্রেস দিয়ে কিছু করা সম্ভব???

    1. r1d3x0r Author Post Creator says:
      প্রিয়,
      আপনাকে অগণিত ধন্যবাদ প্রকাশ করছি আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য জানানোর জন্য।
      যদি আইপি এড্রেস জানলেই অনেক কিছু করা সম্ভব তাহলে বিবেচনা করে দেখুন ম্যাক এড্রেস জানলে আরও কতো কিছু করা সম্ভব; আমাকে সময় দিয়ে সহযোগীতা করলে আমি সকল বিষয় টিউটোরিয়াল আপনাদের উপহার দিবো।
    1. r1d3x0r Author Post Creator says:
      প্রিয়,
      আপনাকে অগণিত ধন্যবাদ প্রকাশ করছি আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য জানানোর জন্য।
  11. Tito Contributor says:
    ঠিক আছে ভাই টিউটরিয়ালের অপেক্ষায় থাকলাম
  12. Abdus Sobhan Author says:
    bro next update please

Leave a Reply