?আসসালামু আলাইকুম?

 

কেমন আছেন সবাই?

আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আর, আলহামদুলিল্লাহ্ আমিও ভালো আছি।

 

আজকের টপিক Android App cracking। আজকে আমরা Photoshop Express ক্রাক/মোড করা দেখবো।

 

যা যা থাকছে এই টিউটোরিয়ালে :

1 – Remove unwanted code and Cleanup

2 – Login page bypass

3 – Premium Crack

 

যেসব অ্যাপ ব্যাবহার করা হয়েছে :

1 – MT manager (for moding)

2 – Dev Tools Pro

 

অ্যাপ গুলো খুজে ডাউলোড করে নিবেন। সব অ্যাপ আমার টেলিগ্রাম চ্যানেল অ্যান্ড গ্রুপে দেওয়া আছে, সো খুঁজতে কষ্ট হইলে এখান থেকেই নিতে পারেন।

 

তো চলুন টিউটোরিয়াল শুরু করা যাক।

 

১ – প্রথমেই Photoshop Express ইনস্টল না থাকলে ইনস্টল করে নিবেন।

 

2 – MT Manager ওপেন করে মেনুতে ক্লিক করে এক্সট্র্যাক্ট অপশন সিলক্ট করুন।

 

3 – photoshop সিলেক্ট করে এক্সট্র্যাক্ট করুন। এক্সট্র্যাক্ট করা অ্যাপ গুলা ইন্টারনাল মেমোরির MT ফোল্ডারে থাকবে।

 

4 – এবার অ্যাপটি ক্লিক করে View তে ক্লিক করে ওপেন করুন।

 

5 – প্রথম কাজ হলো অ্যাপটি ক্লিন করা, মানে অদরকারি কোড , রিসোর্স গুলা ডিলেট করে দিন। যেগুলা মার্ক করা আছে ঐগুলাই।

 

6 – এবার লগইন বাইপাস করতে হবে। এটা না করলে adobe id দিয়া লগইন করতে হবে, কারণ মোড অ্যাপস এ গুগল & ফেসবুক দিয়ে লগইন করা যায়না।

 

7 – লগইন বাইপাস করার জন্য আগে লগইন এর অ্যাকটিভিটি বের করতে হবে, এটার জন্যই Dev Toools Pro ইউজ করতে হবে। Dev tool pro ওপেন করে Layout inspact সিলেক্ট করুন। এটা সিলেক্ট করার পর একটা Floating উইন্ডো শো করবে, এখানে অ্যাকটিভিটি গুলা শো করবে।

 

8 – তারপর Photoshop অ্যাপ ওপেন করুন। লগইন পেজ এ যান, তাইলে দেখতে পাবেন এটার অ্যাকটিভিটি, এটা ক্লিক করলেই কপি হবে, সো কপি করে নিন।

 

9 – এবার MT manager এ যান আর classes.dex ফাইলে ক্লিক করে Dex Editor Plus সিলেক্ট করে select all দিয়ে ওপেন করুন।

 

10 – search অপশনে গিয়ে কপি করা অ্যাকটিভিটিটা সার্চ বক্সে পেস্ট করুন, সার্চ টাইপে Class সিলেক্ট করুন অ্যান্ড সার্চ করুন।

 

11 – এখানে প্রথম রেজাল্ট এ ক্লিক করে line 3 থেকে দেখানো লাইনটা কপি করুন ।

 

12 – এবার মেইন অ্যাকটিভিটি সার্চ করুন, মেইন অ্যাকটিভিটি হলো অ্যাপ এর মেইন পেজের অ্যাকটিভিটি যেটা লগইন করার পর আসে। সো এখানে আমরা লগইন অ্যাকটিভিটি টা মেইন অ্যাকটিভিটির সাতে রিপ্লেস করে দিবো যাতে যখন অ্যাপ লগইন অ্যাকটিভিটি কল করবে তখন লগইন অ্যাকটিভিটি না এসে সরাসরি মেইন অ্যাকটিভিটি চলে আসে। ওকে

সো সার্চ করুন mainActivity

(Match case umark করে দিয়েন সার্চ রেজাল্ট না আসলে)

 

13 – এখন থেকে প্রথম রেজাল্ট টাই সিলেক্ট করুন এবং দেখানো লাইন টা কপি করুন যেটা line 3 তে আছে ।

 

14 – এবার আবার সার্চ অপসনে যান , এবার এখানে লগইন অ্যাকটিভিটি যেটা আমরা প্রথমে কপি করেছিলাম ঐটা সার্চ করুন, search type এ smali সিলেক্ট করবেন ।

 

15 – এবার এখানে মার্ক করা এই প্রথম ৩টা রেজাল্ট এর অ্যাকটিভিটি টা MainAvtivity যেটা আমরা MainActivity ক্লাস থেকে কপি করেছিলাম ঐটার সাতে রিপ্লেস করে দিন।

 

16 – সেভ করার পর ব্যাক ক্লিক করুন অ্যান্ড save and exit দিন ।

 

17 – আগের অ্যাপ টি আনইন্সটল করে দিন এবং মোড অ্যাপটি ইন্সটল করুন, চেক করে দেখুন লগইন পেজ বাইপাস হলো কিনা ?? ।

 

18 – এবার Premium crack করার পালা । এবার Dev Tools Pro থেকে আবারো Layout Inspact ওপেন করুন। আর Photoshop অ্যাপস যেকোনো একটা ফটো ওপেন করুন। এখন থেকে আমরা Premium button এর hex id কপি করবো ।

19 – Dev tools pro এর floating উইনডো থেকে সার্চ আইকনে ক্লিক করুন , তাইলে কিছু X-Ray Layout দেখবেন ? , এখন দেখানো Star আইকনে ক্লিক করুন, কিছু values/info দেখতে পারবেন। এখন থেকে view id hex টা কপি করবেন।

 

20 – এবার আবারো MT manager এ চলে যেন অ্যান্ড সার্চ করুন এই কপি করা আইডি টা , search type smali ই থাকবে।।

 

21 – এবার এখানে প্রথম রেজাল্ট টাতে যান একানে দেখানো line code টা খুঁজুন, একটু নিচের দিকে লক্ষ করলেই দেখতে পারবেন।

 

22 – এবার এখানে x সিলেক্ট করে goto তে ক্লিক করুন ।

 

23 – এটা একটি boolean function। boolean function হচ্ছে True False টাইপের ফাংশন গুলা। সো এখানে এটা হলো Premium user চেকিং এর একটা ফাংশন যেটা চেক করে দেখে এই ইউজার প্রিমিয়াম ইউজার কিনা, যদি প্রিমিয়াম ইউজার হয় তাহলে এটা True রেটার্ন করে, আর প্রিমিয়াম না হলে False রিটার্ন করে । আর True রিটার্ন করলেই সব প্রিমিয়াম ফিচারস আনলক হয়ে যায়।

 

তো আমরা এখানে এই boolean ফাংশনকে সবসময় True রিটার্ন করবো, তো এতে করে ইউজার প্রিমিয়াম হক বা না হোক অ্যাপ রিটার্ন এ সব সময় True শো করবে, সো অ্যাপ প্রিমিয়াম ইউজার ভেবে সব আনলক করে দিবে ?? । সহজ ভাষায় অ্যাপ কে বোকা বানাবো।

 

24 – True রিটার্ন এর কোড হলো const/4 v0, 0x1

এটা return v0 এর আগে বসাইতে হবে। বসানো হইলে সেভ করে ব্যাক দিয়ে সেভ অ্যান্ড এক্সিট দিয়ে সেভ করুন। এবার অ্যাপ ওপেন করে দেখুন, সব আনলক হয়ে গেছে। ??

 

 

 

[বি:দ্র: স্ক্রিনশট গুলো ভিডিও থেকে নেওয়া হয়েছে।]

 

Video Tutorial : PhotoShop Express Crack

 

তো এই ছিল আজকের App Cracking টিউটোরিয়াল। শুধু পোস্ট পরে সবাই বুঝতে পারবেন না, তাই ভিডিও সহকারে দিলাম। আশা করি সবাই করতে পারবেন।

কে কে পারলেন বা কে কে পারেন নাই, সবাই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড কিছু না বুজলে বা কোনো স্টেপে আটকে গেলে কমেন্ট এ জানাবেন , হেল্প করবো।

অবশ্যই চেষ্টা করবেন এবং কমেন্ট করবেন, কারণ এতো কষ্ট করে টিউটোরিয়াল লিখে যদি সেটা কেউ ইউজই না করে তাইলে কি লাভ এতো লম্বা টিউটোরিয়াল লিখে। নেক্সট পার্ট পেতে অবশ্যই সাথে থাকবেন।

 

আর এমন ক্রাকড অ্যাপ পেতে বা রিকোয়েস্ট করতে আমার Telegram চ্যানেলে join হতে পারেন।

MisfitsDev

 

Thats all for now, Happy moding..

 

27 thoughts on "Photoshop Express Mobile ক্র্যাক টিউটোরিয়াল (Apk Cracking EP1)"

  1. Levi Author says:
    অসাধারণ হয়েছে ভাই।একটা প্রশ্ন ছিলো, Photoshop Express দিয়ে কি psd ওপেন করা যাবে?
    1. Tas33N Author Post Creator says:
      Na, 2ta binno platform,?
    2. Levi Author says:
      Photopea ছাড়া কি কোনো অ্যাপ আছে psd এডিট করার?
  2. Al Imran Contributor says:
    Darun??vi talegarm apk ta mod chi
    1. Tas33N Author Post Creator says:
      Already kora hoise, but kono lab nai, eta server side
  3. MD Musabbir Kabir Ovi Author says:
    পোস্ট একটু বেশি বড় হয় গেলো না ভাই?
    1. Tas33N Author Post Creator says:
      Boro choto fact na, full topic ta jate ek post ei chole ase, abr part part dia manusre waiting palai rakar shok nai arki….?? Cz waiting kora koto kosto ami jani.?
    2. MD Musabbir Kabir Ovi Author says:
      হাঁ, ধন্যবাদ আপনাকে পুরো পোস্ট করার জন্য
  4. Murad Hasan 55 Contributor says:
    Eibar thik ace vai, sob ekdom explain kora. Erokom post aro chai, post boro hok coto hok somossa nai, pura explain chai
    1. Tas33N Author Post Creator says:
      Somoi paile korbo, ? cz modding nia Video dite easy but article lela onk pera and time costly
  5. MD Tamim Ahmed Contributor says:
    আসাধারণ হয়েছে।
  6. MD Tamim Ahmed Contributor says:
    সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। কিন্ত ভাই একটা কথা।

    পোস্টে অমর টেলিগ্রাম হবে না আমার টেলিগ্রাম হবে?

    1. Tas33N Author Post Creator says:
      bangla type korina tmn, tai banan vul jai, tnx
  7. MD Tamim Ahmed Contributor says:
    ভাই পোস্ট টা অনেক বড় লিখেছেন।

    দুইটি পর্বে দিতে পারতেন। কারণ উপরের থেকে পড়ে নিচে আসতে আসতে উপরের সবকিছু ভুলে যাচ্ছি।

    1. Tas33N Author Post Creator says:
      half half kore poren tailei hoy,,??? ami kono post korle sob e complete work thakbe, half way te charina, jotoi boro choto hokna ken..??
  8. Tawhid Akond Contributor says:
    এপসটার ড্রাইব লিংক দেন
    1. Tas33N Author Post Creator says:
      post a bolsilam j amn mod apps amr channel a thake, and request korte paren kono apps lagle.. https://t.me/misfitsDev
  9. MD Musabbir Kabir Ovi Author says:
    আচছা একটা কথা জানার ছিল, এটা কি ফোন এর ক্ষতি করবে না তো?
    1. Tas33N Author Post Creator says:
      normally google theke jegula download kore use koren tate Virus/malware thakte pare,, but jodi apni nijei mod koren taile same as original, kono risk nai ba pera nai.. am i Right?
    2. MD Musabbir Kabir Ovi Author says:
      হাঁ ঠিক বলেছেন
  10. Minhaj sakib Expert Author says:
    Good Enough ☺️
    1. Tas33N Author Post Creator says:
      oki ?
  11. Tas33N Author Post Creator says:
    next post Lightroom nia ditam but tmn sarato paitasina.. may be hold korte hobe..??
  12. Helal Neel Contributor says:
    15 number giye atke gesi,,apnar moto asena
    1. Tas33N Author Post Creator says:
      search type chek korun, searh type a smali select korun, tarpor search korun..

Leave a Reply