kih-lagbe.blogspot.com




আসসালামু আলাইকুম! 

আজকের এই পোস্ট-এ আপনাকে স্বাগতম। আশা করছি পুরো পোস্ট-টি মনোযোগ এবং ধৈর্য সহকারে পড়বেন।

তো কেমন আছেন সবাই? 

আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালোই আছেন। 


আপনারা অনেক হলিউড বা অন্যান্য হ্যাকিং রিলেটেড মুভি বা ওয়েব সিরিজে দেখবেন একজন হ্যাকার একটি USB – ড্রাইভ এর মাধ্যমে অন্যের পিসি’তে অ্যাক্সেস নেয় অথবা পিসি থেকে পার্সোনাল ডাটা কপি করে নেয়। এটার জন্য তাকে কিছুই করতে হয় না। শুধু USB – ড্রাইভ’টি ইউএসবি পোর্ট এ কানেক্ট করলেই কেল্লাফতে। এটা কিভাবে ঘটে?


ইউএসবি ড্রাইভে কি এমন থাকে যেটা কানেক্ট হওয়ার সাথে সাথে অটোমেটিক কাজ করা শুরু করে দেয়? আসলে হ্যাকার প্রথমে একটি ম্যালিসিয়াস প্রোগ্রাম বানায় যেটা কোনো কম্পিউটার থেকে ওপেন করলেই সেটা ইনফেক্টেড হয়ে যাবে। তারপর সে আরও কিছু প্রোগ্রাম বানায় যার দ্বারা ঐ ম্যালিসিয়াস প্রোগ্রামটি অটো রান হবে। মানে ম্যানুয়ালি ক্লিক করতে হবে না। তারপর হ্যাকার সেটা ইউএসবি ড্রাইভে কপি করে নেয় এবং সেই ইউএসবি ড্রাইভ’টি কানেক্ট করার সাথে সাথে ভেতরে থাকা প্রোগ্রাম’টি যেন এক্সিকিউট হয় সেভাবে সেটাকে প্রস্তুত করে। 


আজকে আমি আপনাদের তেমন একটি ইউএসবি ড্রাইভ বানিয়ে দেখাবো যেটা আপনারা আপনাদের বন্ধুর পিসি’তে কানেক্ট করলেই আপনার বন্ধুর ডেস্কটপ ব্রাউজারে সেভ থাকা সকল ওয়েবসাইটের পাসওয়ার্ড দেখতে পারবেন। এটি মাত্র কয়েক সেকেন্ড সময় নিবে ব্রাউজার থেকে পাসওয়ার্ড বের করতে। সব প্রসেস অটোমেটিক ই হবে, আপনাকে শুধু ইউএসবি পোর্টে ইউএসবি ড্রাইভ’টি কানেক্ট করতে হবে।


এই পুরো প্রসেস কিভাবে সম্পন্ন হয় তারই বিস্তারিত থাকছে আমার এই আর্টিকেলে। তাই মনোযোগ দিয়ে পড়তে থাকুন।

 প্রথমেই টুল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক। এই টুল ই ব্রাউজার থেকে সেভড পাসওয়ার্ডগুলো বের করবে। টুল’টির নাম হচ্ছে – WebBrowserPassView.




WebBrowserPassView – কি?


এটি হচ্ছে একটি পাসওয়ার্ড রিকভারি টুল। এই টুল ব্যবহার করে ব্রাউজারে সেভ থাকা অ্যাকাউন্টগুলোর পাসওয়ার্ড দেখা যায়। আপনি যদি Google Chrome অথবা অন্য কোনো ব্রাউজার ব্যবহার করে সেখানে আপনার বিভিন্ন সোশ্যাল অ্যাকাউন্ট এর পাসওয়ার্ড সেভ করে রাখেন তাহলে এই WebBrowserPassView – টুল আপনার সেই পাসওয়ার্ড খুব সহজেই সেটাকে ব্রাউজার থেকে ডেক্রিপ্ট করতে পারে। 


WebBrowserPassView – এর ডেভেলপার কে?

টুলটি ডেভেলপ করেছেন Nir Sofer. এটি C++ ল্যাংগুয়েজ ব্যবহার করে তৈরি করা হয়েছে। 

তার অফিশিয়াল ওয়েবসাইটটি হচ্ছে – nirsoft.net

ওয়েবসাইটি বিভিন্ন ধরনের পাসওয়ার্ড রিকভারি টুলসহ আরও অনেক টুলস প্রোভাইড করে থাকে যেগুলো তার নিজের ডেভেলপ করা এবং প্রায় সবগুলোই C++ ল্যাংগুয়েজ দিয়ে ডেভেলপ করা।

WebBrowserPassView – কোন কোন ব্রাউজার থেকে পাসওয়ার্ড বের করতে সক্ষম?

WebBrowserPassView v2.11 – জনপ্রিয় প্রায় সব ব্রাউজার থেকেই পাসওয়ার্ড বের করতে সক্ষম। এটি Internet Explorer ভার্সন 4.0 থেকে 11.0, Mozilla Firefox – এর সব ভার্সন, Google Chrome, Safari এবং Opera থেকে পাসওয়ার্ড বের করতে সক্ষম। আর এগুলোই বেশিরভাগ মানুষ ব্যবহার করে থাকেন।

WebBrowserPassView – টুল ব্যবহার করতে রিকোয়্যারমেন্টস/ইন্সটলেশন পদ্ধতি? 

এই টুলটি Windows 2000 থেকে Windows 10 এর 34/64bit সিস্টেমে আরামছে চলতে পারে। লিনাক্সে চলবে কিনা সেটা আমি বলতে পারছি না। কারণ তাদের অফিশিয়াল ওয়েবসাইটে এ বিষয়ে কিছু পেলাম না। আর টুলটি ব্যবহার করতে ইনস্টল এ এর কোনো ঝামেলা পোহাতে হবে না। শুধু .exe প্রোগ্রামটি রান করলেই টুল তার কাজ করে দিবে।

 WebBrowserPassView – টুল দিয়ে কিভাবে অন্যের কম্পিউটার ব্রাউজারে সেভ থাকা পাসওয়ার্ড বের করবো?

প্রথমেই টুলটি নিচের দেওয়া লিংক থেকে ডাউনলোড করে নিন। 

WebBrowserPassView – Download

Zip Password: wbpv28821@

এবারে টুলটি আপনার ডেস্কটপে/যেকোনো একটি ফোল্ডারে কাট/কপি করে নিয়ে আসুন। তারপর যেকোনো নামে আপনার ডেস্কটপে/ফোল্ডারে একটা .txt ফাইল তৈরি করুন। তারপর ফাইলটি ওপেন করুন এবং নিচের কোড/টেক্সটগুলো লিখে Ctrl+S চেপে ফাইলটি সেভ করুন।

Code:

start WebBrowserPassView.exe /stext pass.txt


kih-lagbe.blogspot.com

তারপর এইমাত্র সেভ করা .txt ফাইলটি রিনেম করুন। .txt কেটে তার পরিবর্তে .bat লিখে ফাইলটি রিনেম করুন। 

নিচের স্ক্রিনশট লক্ষ্য করুনঃ-

আপনার কম্পিউটারে USB drive/Sd card লাগিয়ে নিন। এখন .bat ফাইল যেটা এই মাত্র রিনেম করলেন এবং ডাউনলোড করা WebBrowserPassView টুল এই দুইটা কপি করে আপনার ইউএসবি ড্রাইভে নিন।

নিচের স্ক্রিনশট লক্ষ্য করুনঃ-

kih-lagbe.blogspot.com

এখন নিচে দেওয়া লিংক থেকে অ্যাপ’টি ডাউনলোড করে ইনস্টল করুন। অ্যাপ ইনস্টলেশন খুবই ইজি। আশা করছি সবাই পারবেন।

USB Auto Run Creator – Download Link

অ্যাপ ইনস্টল হয়ে গেলে ওপেন করুন। নিচের মতো ইন্টারফেস দেখতে পাবেন। তারপর ‘Select‘ – এ ক্লিক করুন।

স্ক্রিনশট লক্ষ্য করুনঃ-

kih-lagbe.blogspot.com



এখন আপনার USB drive/Sd card – এ প্রবেশ করুন। তারপর নিচে থেকে ‘All Files‘ – সিলেক্ট করে নিন। এখন আপনাদের কপি করা সেই .bat ফাইলটি দেখতে পাবেন। ফাইলটি’র ওপরে ক্লিক করে ‘Open‘ – এ ক্লিক করুন। 

নিচের স্ক্রিনশট লক্ষ্য করুনঃ-

kih-lagbe.blogspot.com


তারপর নিচে দ্বিতীয় অপশনে আমাদের USB drive – টি সিলেক্ট করতে হবে। এর জন্য ‘Browse‘ – এ ক্লিক করুন।

নিচের স্ক্রিনশট লক্ষ্য করুনঃ-

kih-lagbe.blogspot.com

তারপর ডানপাশে থেকে USB drive‘ –  এ ক্লিক করে ‘OK‘ বাটনে ক্লিক করে দিন।

নিচের স্ক্রিনশট লক্ষ্য করুনঃ-

kih-lagbe.blogspot.com

সবকিছু ঠিকঠাক ভাবে হয়ে গেলে নিচে আপনারা ‘Create‘ – বাটন দেখতে পারবেন। এবারে Create – এ ক্লিক করুন।

kih-lagbe.blogspot.com

Create – এ ক্লিক করার পর এটি একটু সময় নিবে এবং প্রয়োজনীয় ফাইলগুলো আপনার USB drive/Sd card – এ তৈরী হয়ে যাবে।

নিচের স্ক্রিনশট লক্ষ্য করুনঃ-

kih-lagbe.blogspot.com


এখন আপনার USB drive –  পাসওয়ার্ড বের করার জন্য পুরোপুরি তৈরী। আসলেই তৈরী কিনা সেটা পরীক্ষা করার জন্য আপনার USB drive – টি পিসি থেকে খুলে আবার লাগিয়ে দেখুন। পিসি’তে ইউএসবি লাগানোর সাথে সাথেই প্রোগ্রাম অটো রান হয়ে যাবে এবং আপনার ব্রাউজারে থাকা সেভ পাসওয়ার্ডগুলো আপনার সামনে নিচের মতো করে প্রদর্শিত হবে।

নিচের স্ক্রিনশট লক্ষ্য করুনঃ-

kih-lagbe.blogspot.com


এখন আপনারা চাইলে এই পাসওয়ার্ড এর পুরো লিস্টকে Ctrl+A – চেপে সিলেক্ট করে পুনরায় Ctrl+S – চেপে আপনার ইউএসবি ড্রাইভে সেভ করে নিতে পারেন। 



আপনারা যারা ঝামেলা পছন্দ করেন বা যারা একটু অলস টাইপের তারা চাইলে এতকিছু না করে শুধু WebBrowserPassView – টুলটি ভিক্টিমের পিসি থেকে ওপেন করবেন। যদি ভিক্টিমের ব্রাউজারে পাসওয়ার্ড সেভ করা থাকে তাহলে টুলটি আপনাকে সমস্ত অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখিয়ে দেবে। এক্ষেত্রে পার্থক্য হচ্ছে আপনাকে ম্যানুয়ালি ক্লিক করতে হবে।

বিঃদ্রঃ  আর্টিকেল’টি সম্পূর্ণ শেখানোর উদ্দেশ্য নিয়ে লেখা। এর দ্বারা কারো ক্ষতি সাধিত হলে এর দ্বায়ভার আমি অথবা ট্রিকবিডি কতৃপক্ষ নেবে না। 


পরিশেষে আরও কিছু কথা বলতে চাই যেমন এই টুল’টিকে আপনার কম্পিউটার ভাইরাস হিসাবে ডিটেক্ট করতে পারে। অ্যান্টিভাইরাস সফটওয়্যারগুলো এখন সেই লেভেলে চলে গেছে। ভালো অ্যাপগুলোকেও ম্যালিসিয়াস ভেবে ব্লক করে দেয়।

 তবে এটি ম্যালিসিয়াস কোনো টুল নয়।  আপনারা এটি ব্যবহার করতে পারেন যদি চান।


টুলটি মহৎ/ভালো উদ্দেশ্য নিয়ে তৈরী হলেও অনেকেই এটার খারাপ ব্যবহার করেন। এটা সম্পূর্ণ নির্ভর করে ব্যক্তির মানসিকতার উপর।

আজকে এ পর্যন্তই। আশা করছি আপনারা নতুন কিছু হয়তো শিখতে পেরেছেন। দয়া করে ভুল-ভ্রান্তি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ভুলগুলো সুন্দর করে দেখিয়ে দিবেন। আমি ভুল থেকে শিক্ষা নিয়েই সামনে আগাতে চাই। আর লেখাটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর যদি খারাপ লাগে তবুও একটি লাইক করে দিবেন। ?

কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন।

সবাই ভালো থাকবেন। 

ধন্যবাদ। 



ফেসবুকে আমি








Join Telegram Channel – Premium Resources|Free































64 thoughts on "[Password Hack] কিভাবে একটি পাসওয়ার্ড হ্যাকিং USB drive তৈরী করবেন এবং ব্রাউজারে থাকা সেভ পাসওয়ার্ডগুলো দেখবেন। [Must Read]"

  1. murada123 Contributor says:
    ki hoilo ata…kisu bujha jai na??
    1. Tushar Ahmed Author Post Creator says:
      দুঃখিত কিন্তু আমি চেষ্টা করেছি স্টেপ বাই স্টেপ স্ক্রিনশট দিয়ে বোঝানোর।
      আপনি হয়তো এই বিষয়ে একদমই নতুন তাই বুঝতে পারেন নি।
      সহজ করে বললে, এটা হচ্ছে একটা পাসওয়ার্ড রিকভারি টুল কিন্তু আপনি এটাকে হ্যাকিং টুলও বানিয়ে ফেলতে পারেন। যেটা দিয়ে ব্রাউজারে থাকা সেভ পাসওয়ার্ড বের করা সম্ভব।
  2. Ashraful Author says:
    Informative post. But onekei bujhbe nah. Arektu shohoj kore bolle valo hoto.
    1. Tushar Ahmed Author Post Creator says:
      এক্সাম চলতেছে তবুও আমি চেষ্টা করেছি স্টেপ বাই স্টেপ বোঝানোর।
      যারা একদমই নতুন তারা হয়তো এটা বুঝতে পারবে না। কম্পিউটার সম্পর্কে ব্যাসিক ধারণা থাকা লাগবে!
  3. MD Musabbir Kabir Ovi Author says:
    অনেকেই এটাকে খারাপ কাজে লাগাতে পারেন
    1. Tushar Ahmed Author Post Creator says:
      হ্যা ঠিকই বলেছেন।
      কিন্তু আমি শেখানোর উদ্দেশ্যেই লিখেছি।
      হ্যাকিং অবশ্যই অপরাধ।
    2. mdmizan Contributor says:
      মোবাইল থেকে কি সম্ভব
  4. Mad Max Contributor says:
    OP. ❣️❣️
    1. Tushar Ahmed Author Post Creator says:
      আপনাকে অসংখ্য ধন্যবাদ! ?
    1. Tushar Ahmed Author Post Creator says:
      হ্যাকিং অবশ্যই অপরাধ।
      কৃতকর্মের জন্য সে ই দ্বায়ী থাকবে!
  5. Thunder-Wolf Contributor says:
    I use Linux, no hacking fear!?
    1. Tushar Ahmed Author Post Creator says:
      সব সিস্টেম ই হ্যাক করা যায় ভাই!
      কোনো সিস্টেম ই পুরোপুরি সেইফ না!
    2. Thunder-Wolf Contributor says:
      আপনি যদি সেফটি নিশ্চিত করতে জানেন, তাহলে কোনো সমস্যাই না। ?
    3. Abu Sayed Contributor says:
      What about this??
      https://github.com/moonD4rk/HackBrowserData

      To OP: Why not you give orginal software link/source?!

  6. Shamim Author says:
    মোবাইলে কাজ করা যাবে
    1. Tushar Ahmed Author Post Creator says:
      টুলটি শুধুমাত্র Windows পিসি তে রান হবে!
      পিসি’র ব্রাউজারে থাকা সেভ Password দেখতে পারবেন!
      অন্যের পিসি থেকে Open করলেই হবে!
  7. shamim jamaddar Contributor says:
    We’re sorry. You can’t access this item because it is in violation of our Terms of Service…downlod korte parteci na
  8. JM Sujon Contributor says:
    WebBrowserPassView ডাউনলোড লিংক ঠিক মতো কাজ করছে না পুনরায় দেয়ার রিকুয়েস্ট করছি
    1. Tushar Ahmed Author Post Creator says:
      দুঃখিত !
      লিঙ্ক আপডেট করেছি!
      এখন চেষ্টা করুন!
  9. Sumon Mia Contributor says:
    Link kaj korse na,,, think koren kindly
    1. Tushar Ahmed Author Post Creator says:
      লিঙ্ক আপডেট করেছি!
      এখন চেষ্টা করুন!
  10. Sadik Hossain Contributor says:
    Link kaj kore na
    1. Tushar Ahmed Author Post Creator says:
      দুঃখিত !
      লিঙ্ক আপডেট করেছি!
      এখন চেষ্টা করুন, কাজ করবে!
    2. JM Sujon Contributor says:
      Still not works
  11. Mikasa Ackerman Contributor says:
    অন্যের পিসিতে সফটওয়্যার রান হলে তো বুঝেই ফেলবে।

    এইটা ব্যাকগ্রাউন্ডের রান করা যাবেনা?
    যাতে পেনড্রাইভ লাগালে পপ আপ ভাবে রান না হয়?

    1. Tushar Ahmed Author Post Creator says:
      এটা রান হতে কয়েক সেকেন্ড সময় লাগে!
      আপনাকে শুধু কয়েক সেকেন্ড এর জন্য পিসি’র Access পেতে হবে!
  12. mdmamunrahman Contributor says:
    Maje maje a dhoroner post hole trickbd jinda ace mone hoy
    1. Tushar Ahmed Author Post Creator says:
      ইনশাআল্লাহ আরও আসবে!
      ট্রিকবিডি’র সাথেই থাকুন!
    1. Tushar Ahmed Author Post Creator says:
      টুল’টি কেমন সেটা নির্ভর করবে এর ব্যবহারকারী’র উপর।
      কেউ চাইলে এটাকে ভালো কাজে ব্যবহার করতে পারে আবার চাইলে এটিকে খারাপ উদ্দেশ্যেও ব্যবহার করতে পারে।
    2. behzadpax Contributor says:
      Vai video make kore dile valo hoto aro…
  13. mdrishad Contributor says:
    vai link koi link update naki korechen taholen link koi vai……..
  14. Mohammad Hasan Contributor says:
    ধন্যবাদ
    1. Tushar Ahmed Author Post Creator says:
      আপনাকেও অনেক ধন্যবাদ!
  15. SD Topu Contributor says:
    খুবই ভালো একটা আর্টিকেল। বর্তমানে ট্রিকবিডিতে এইরকম লিখা আসেই না।

    keep it up ?

    1. Tushar Ahmed Author Post Creator says:
      আপনি হয়তো ঠিকই বলেছেন!
      ট্রিকবিডি’র সাথে থাকুন, ভালো কিছু আসবে ইনশাআল্লাহ!
  16. nzmljoy Contributor says:
    তথ্যবহুল পোষ্ট। সুন্দর হয়েছে।
    তবে USB ঢুকানোর পর Software টি Background এ রান হলে বেশি ভাল হতো।
    1. Tushar Ahmed Author Post Creator says:
      আপনাকে ধন্যবাদ!
      USB ঢুকানোর পর Software টি Background এ-ই-রান হবে!
      আউটপুট শুধু পপআপ Window তে দেখাবে, মানে Password.
  17. Md Parvej Contributor says:
    vai link kaj kore na aikhane den WebBrowserPassView er link ta
    1. Tushar Ahmed Author Post Creator says:
      দুঃখিত !
      লিঙ্ক আপডেট করেছি!
      এখন চেষ্টা করুন, কাজ করবে!
    2. Md Parvej Contributor says:
      Thank you
  18. Bokul Contributor says:
    কোয়ালিটি পোস্ট অনেকদিন পর ট্রিকবিডিতে।
    পাসওয়ার্ড শো না করে বাকগ্রাউন্ডেই সেভ হইলে ভালো হতো নাহ?
    পরে বাসাই এসে দেখা যেতো
    1. Tushar Ahmed Author Post Creator says:
      আপনাকে ধন্যবাদ! ?
      আসলে এইটা কোনো হ্যাকিং টুল নয়, যার কারনে এটাকে ঐভাবে প্রোগ্রাম করা হয় নি!
      কিন্তু এটা ব্যবহার করে একটি কম্পিউটার ব্রাউজারে থাকা সমস্ত ওয়েবসাইটের সেভ পাসওয়ার্ড পাওয়া সম্ভব!
      আপনি যদি ১মিনিটের জন্য কোনো পিসি’তে অ্যাক্সেস পান তাহলে এর মধ্যেই কাজ করে ফেলা সম্ভব, বরং এরচেয়েও কম সময় লাগবে।
  19. MD Shakib Hasan Author says:
    আমার পিসি নাই এই পোস্ট আমার জন্য না। তবে অনেক কষ্ট করে লিখেছেন। সব কিছু অনেক ভালো করে বুঝবে না।
  20. Tushar Ahmed Author Post Creator says:
    আপনাকে অসংখ্য ধন্যবাদ!
    আপনার পিসি না থাকলেও আপনি এই টুল দিয়ে অন্য কোনো পিসি’র ব্রাউজারে থাকা সেভ পাসওয়ার্ড দেখতে পারবেন। এক্ষেত্রে আপনাকে শুধু টার্গেট পিসি থেকে পোস্টে প্রোভাইড করা টুলটি রান করাতে হবে! এটা ইনস্টলেশন করতে হয় না, শুধু ক্লিক করলেই রান হবে এবং পাসওয়ার্ড দেখিয়ে দিবে।

    হ্যা এটা যারা একদম প্রযুক্তিগত দিক থেকে নতুন তারা হয়তো বুঝতে পারবে না। তবে আমার পোস্টে দেখানো স্টেপ ঠিকভাবে ফলো করলে কোনো সমস্যা হবে না!

    1. muradbabu Contributor says:
      Akta video dile khub valo hoto..bujhte aktu subidha hoto
  21. rafayel Contributor says:
    আউটপুট টা যদি পপআপ না হয়ে usb তে সেভ হয়ে যাইতো বেস্ট হয়তো bro দেখবেন যদি করা যায়✌️❤️
  22. Tushar Ahmed Author Post Creator says:
    আপনি হয়তো ঠিকই বলেছেন!
    অবশ্য YouTube এ খুঁজলে পেয়ে যাবেন ভিডিও!
  23. অ্যান্ড্রয়েডে ব্যবহার করার কোন উপায় আছে?
    1. Tushar Ahmed Author Post Creator says:
      এটা অ্যান্ড্রয়েডে কাজ করবে না!
      কিন্তু আপনি আপনার বন্ধুর পিসি’তে এটা টেস্ট করতে পারেন।
      শুধু .exe ফাইলটা ম্যানুয়ালি রান করাবেন।
    2. Assa…একবার তো ট্রাই করতে হয়…
  24. Shahed Noor Author says:
    Very Informative! ?
    1. Tushar Ahmed Author Post Creator says:
      অসংখ্য ধন্যবাদ ভাইজান!
  25. Abu Sayed Contributor says:
    That’s why I use bitwarden?
    1. Tushar Ahmed Author Post Creator says:
      খুব ভালো ভাই!
      Bitwarden অনেকটাই সেফ! ?
  26. Enamul+Hasan Contributor says:
    ভাই USB AutoRun creator ডাউনলোড লিংক টা তো কাজ করতেছে না… ওখানে গেলে Opera ডাউনলোড হচ্ছে…
    1. Tushar Ahmed Author Post Creator says:
      লিঙ্ক তো ঠিক ই আছে!
      ভালো করে চেক করেন!
  27. wolf Contributor says:
    Valo lagce ??
    1. Tushar Ahmed Author Post Creator says:
      ধন্যবাদ ভাইজান!
  28. Shintu5 Contributor says:
    Vai, wifi password hack korbo kivabe?? Wifi password hack korar Ekta post koiren?
    1. Tushar Ahmed Author Post Creator says:
      Wifi hacking er jonno advanced hacking knowledge laagbe!
      Kali linux a wifi hacking er jonno tools aache! Oigulaa shomporke aage jaante hobe!

Leave a Reply