সা’দ (রাঃ) থেকে বর্ণিত,
তিনি বলেন; আমি নবী করীম
(সাল্লালাহু আলাইহি
ওয়াসাল্লাম)’ কে বলতে
শুনেছিঃ “যে কেউ মদীনা
বাসীর সাথে ষড়যন্ত্র বা
প্রতারনা করবে, সে লবন
যেভাবে পানিতে গলে যায়
সেভাবে গলে যাবে।
(সহীহ আল বুখারী,১৭৫৩)।

জুন্দাব রাদিয়াল্লাহু ‘আনহু
থেকে বর্ণিত, তিনি বলেন, নবী
সাল্লাল্লাহু ‘আলাইহি
ওয়াসাল্লাম বলেছেন: “যে
ব্যক্তি তার কৃতকর্মের সুনাম লোক
সমাজে প্রচার করে
বেড়ায়, আল্লাহ্ কেয়ামতের
দিন তার কৃতকর্মের প্রকৃত
উদ্দেশ্যে লোকদেরকে
জানিয়ে
ও শুনিয়ে দিবেন। আর যে ব্যক্তি
লোক দেখানোর উদ্দেশ্যে এ
কাজ (সৎকাজ) করবে,
আল্লাহ্ কেয়ামতের দিন তার

প্রকৃত উদ্দেশ্যের কথা লোকদের
মাঝে প্রকাশ করে
দিবেন।”[বুখারী: ৬৪৯৯]

One thought on "সা’দ (রাঃ) থেকে বর্ণিত, সহীহ আল বুখারী,১৭৫৩|ও জুন্দাব রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, বুখারী: ৬৪৯৯ হাদিস"

  1. bdhack24 Subscriber Post Creator says:
    @trickbd vai ami সব সময় বাংলায় লেখি না তবে আজকের পর থেকে লেখবো ৷

Leave a Reply