সাধারণভাবে, ইসলাম ধর্মের উপাসনা
গৃহই হল মসজিদ। আর সারা বিশ্বের মধ্যে
ভারতেই সবচেয়ে বেশী সংখ্যক
মসজিদ রয়েছে। সংখ্যাটা হল ৩০
হাজারের চেয়েও বেশী।
ভারতের বেশ কিছু ঐতিহাসিক মসজিদ
দেখে নিন এক নজরে-
আদিনা মসজিদ- ১৩৬৩ সালে তৈরী।
পশ্চিম বঙ্গের মালদা জেলার ইংলিশ

বাজারে অবস্থিত। সুলতান সিকান্দর
শাহ তৈরী করেছিলেন।
চেরামন জুমা মসজিদ- কেরলে
অবস্থিত। ভারতের প্রথম মসজিদ এটা।
টিপু সুলতান মসজিদ- কলকাতায়
অবস্থিত সুপ্রাচীন এই মসজিদ ১৮৩২
সালে তৈরী হয়।
জামা মসজিদ- ১৮০২ সালে স্থাপিত
মুম্বাইয়ে অবস্থিত।
মতি মসজিদ- দিল্লিতে অবস্থিত ১৬৬০
খ্রীষ্টাব্দে স্থাপিত।
এছাড়া ভারতে এবং সারা
পৃথিবীতে আরও অনেক বিখ্যাত
ঐতিহাসিক মসজিদ রয়েছে।

Gp Robi Bl all sim Free Net Tips Click
> Here<<

One thought on "পৃথিবীর সবচেয়ে বেশী মসজিদ আছে কোন দেশে? জানলে অবাক হয়ে যাবেন !"

  1. BDSHAHADAT0 Contributor says:
    Matro 30 hajar ? Ata khub beshi holo ? Dhaka city te koto golo mosjid ache janen ? Janle apni o obak hoye jaben !

Leave a Reply