নবীজির মৃত্যুর সময় জিবরাইল (আ.)
আসলেন, এসে নবীজিকে সালাম
দিলেন, আর বল্লেন হে আল্লাহ‘র
রাসুল। আল্লাহ আপনাকে সালাম
দিয়েছে, আর জানতে চেয়েছে
আপনি কেমন আছেন। আল্লাহ সব
জানেন তার পরও আপনি কেমন আছেন
সেটা আপনার মুখ থেকে জানতে
চেয়েছেন।
নবীজি (সা.) বললেন, আমি বড়ই
কষ্টের ভিতর আছি, অসুস্হ অবস্থায়
আছি। তখন জিবরাইল (আ.) বললেন, ইয়া
রাসুলল্লাহ (সা.) আমার সাথে আজ
একজন নতুন ফেরেশতা এসেছে, যে

ফেরেশতা কোন মানুষের কাছে
আসার জন্য কোন দিন অনুমতি চায়
নাই, আর কোনদিন অনুমতি চাইবেও
না, শুধু আপনার অনুমতি চায় আপনার
কাছে আসার জন্য।
আর সে ফেরেস্তার নাম মালাকুল
মউত, মালাকুল মউত রাসুলের (সা)
অনুমতি নিয়ে রাসুলের (সা.) জান
মোবারকের কাছে এসে সালাম
দিলেন, বললেন ইয়া রাসুলল্লাহ
(সা.), আমি আদম (আ.) থেকে শুরু করে
এই পর্যন্ত যত মানুষের জান কবচ
করেছি, আর কেয়ামত পর্যন্ত যত
মানুষের জান কবচ করবো কারো
কাছে অনুমতি চাইনি আর চাওয়াও
আমার লাগবে না, কিন্তু আজকে
আসার সময় আল্লাহ বলেছেন আমি
যেন আপনার অনুমতি চাই, নবীজি
বললেন মালাকুল মউত আমি যদি
অনুমতি না দেই? মালাকুল মউত বলে
ইয়া রাসুলল্লাহ আল্লাহ বলেছেন
যদি অনুমতি না পাও ফিরে এসো।
‘আল্লাহু আকবার’

ভাইয়া গরীবের ছোট্ট সাইটে এ ভিজিট করার আমন্ত্রণ রইলো।
দয়াকরে আসবেন PostMaza.CoM

5 thoughts on "মহানবী (সা.) মৃত্যুর সময়ের একটি সত্য ঘটনা!"

  1. Gazi Subscriber says:
    শিখলাম
  2. rupok12 Contributor says:
    খুব সুন্দর
  3. Anind0 Contributor says:
    er por to aro kotha barta hoicilo.segulo lekhen ni keno vi

Leave a Reply