উম্মত জননী হজরত জুওয়াইরিয়া (রা.)
বর্ণনা করেন, একদিন আল্লাহর নবী (সা.)
ফজরের সময় আমার ঘর থেকে বের হয়ে
গেলেন। তখন আমি জায়নামাজে
ছিলাম। তিনি চাশতের সময় আমার
ঘরে ফিরে এলেন। তখনও আমি
জায়নামাজে ছিলাম। তিনি
আমাকে জিজ্ঞাসা করলেন,
‘জুওয়াইরিয়া! আমি যাওয়ার পর থেকে
এ পর্যন্ত এভাবেই ওজিফা আদায়ে
মশগুল ছিলে? আমি বললাম, হ্যাঁ। তিনি
আমাকে বললেন, আমি তোমার পরে
চারটি বাক্য তিনবার বলেছি। যদি
এগুলোকে ওজন করা হয় তবে তোমার কৃত

সমস্ত ওজিফার চেয়ে এগুলোই বেশি
ভারি হবে। আর তা হলো-
.
.
ﺳُﺒْﺤَﺎﻥَ ﺍﻟﻠَّﻪِ ﻭَﺑِﺤَﻤْﺪِﻩِ ﻋَﺪَﺩَ ﺧَﻠْﻘِﻪِ ﻭَﺭِﺿَﺎ ﻧَﻔْﺴِﻪِ ﻭَﺯِﻧَﺔَ ﻋَﺮْﺷِﻪِ
.ﻭَﻣِﺪَﺍﺩَ ﻛَﻠِﻤَﺎﺗِﻪِ

.
.
উচ্চারণ: সুবহানাল্লাহি ওয়া
বিহামদিহি আদাদা খালকিহি ওয়া-
রিজা নাফসিহি ওয়া জিনাতা
আরশিহি ওয়া মিদাদা
কালিমাতিহি। -সহিহ মুসলিম শরিফ :
৭০৮৮
.
.
অর্থ: আমি আল্লাহতায়ালার
প্রশংসাসমেত পবিত্রতা ঘোষণা

করছি। তার সৃষ্টিকুলের সংখ্যার
পরিমাণ, তিনি সন্তুষ্ট হওয়া পরিমাণ,
তার আরশের ওজন সমপরিমাণ, তার কথা
লিপিবদ্ধ করার কালি পরিমাণ।
.
.

সকল সীম এর নিত্য নতুন ফ্রী নেট এর অফার জানতে
এখানে ক্লিক করুন

One thought on "স্বয়ং নবী করিম (সা. ) যে দোয়া বেশি বেশি করতেন"

  1. Saju Ahmed Contributor says:
    Rana vai apni trickbd theke jokhon theke download link dia taka income bondho korsen apnar visitor hariye jacche…….
    Chutmarani Rana tumi gp..robi offer er ad diye taka income korle dos nai..amora koektaka download link dia income korlei dos.
    Haire Rana Selfish.

Leave a Reply