ট্রিকবিডির সকল মেম্বারদের আমার সালামও শুভেচ্ছা রইল ।।
ঈদুল ফিতরের নামায ছয় তাকবীরের সাথে ইমামের ইক্তেদায় জামাআ’তে পড়তে হয়। ফজর ও জুমুআ’র দু’রাকাআ’ত নামায জামাতে যে নিয়মে পড়া হয়,এ নামাযও সে একই নিয়মে পড়তে হয়। তবে এ নামাযের প্রত্যেক রাকাআ’তে তিনটি করে দু’রাকাআ’তে অতিরিক্ত ছয়টি তাকবীর বলতে হয়। নিম্নে এ ছয় তাকবির বলার নিয়ম দেয়া হল-
প্রথম রাকাআ’তে তাকবীরে তাহরীমা বলে হাত বেঁধে ‘সানা’ পড়ার পর ইমাম জোরে আর মূক্তাদী নিরবে ‘আল্লাহু আকবর’ বলে কান পর্যন্ত হাত উঠিয়ে ছেড়ে দেবে। এভাবে দ্বিতীয় বার তাকবীর বলে হাত উঠিয়ে ছেড়ে দিবে, তৃতীয় বার তাকবীর বলে হাত উঠিয়ে ছেড়ে না দিয়ে বরং নামাযের জন্য হাত বেঁধে ফেলবে। তারপর যথা নিয়মে কিরাআত,রুকু,সিজদা করে প্রথম রাকাআ’ত শেষ করবে।
তারপর ইমাম দু’খুতবা পাঠ করবেন,মুক্তাদিরা নিরবে বসে থেকে খুতবা শুনবে।খুতবা শেষ হলে সকলকে নিয়ে ইমাম মুনাজাত করবেন.
Privaicy Protection Look. হইছে
আমি পিন ভুলে গেছি কিভাবে থিক করব
Fb te jugajug koren
Bole dicci
Fb.com/Reja.ID.BD
r phone lock hole..
set formetting kora lagbe..