★★★১০০ টি মারাত্মক কবীরা গোনাহ★★★
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
1. আল্লাহর সাথে শিরক করা
2. নামায পরিত্যাগ করা
3. পিতা-মাতার অবাধ্য হওয়া
4. অন্যায়ভাবে মানুষ হত্যা করা
5. পিতা-মাতাকে অভিসম্পাত করা
6. যাদু-টোনা করা
7. এতীমের সম্পদ আত্মসাৎ করা
8. জিহাদের ময়দান থেকে থেকে পলায়ন
9. সতী-সাধ্বী মু‘মিন নারীর প্রতি অপবাদ
10. রোযা না রাখা
11. যাকাত আদায় না করা
12. ক্ষমতা থাকা সত্যেও হজ্জ আদায় না করা
13. যাদুর বৈধতায় বিশ্বাস করা
14. প্রতিবেশীকে কষ্ট দেয়া
15. অহংকার করা
16. চুগলখোরি করা (ঝগড়া লাগানোর উদ্দেশ্যে একজনের কথা আরেকজনের নিকট লাগোনো)
17. আত্মহত্যা করা
18. আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা
19. অবৈধ পথে উপার্জিত অর্থ ভক্ষণ করা
20. উপকার করে খোটা দান করা
21. মদ বা নেশা দ্রব্য গ্রহণ করা
22. মদ প্রস্তুত ও প্রচারে অংশ গ্রহণ করা
23. জুয়া খেলা
24. তকদীর অস্বীকার করা
25. অদৃশ্যের খবর জানার দাবী করা
26. গণকের কাছে ধর্না দেয়া বা গণকের কাছে অদৃশ্যের খবর জানতে চাওয়া
27. পেশাব থেকে পবিত্র না থাকা
28. রাসূল (সা:)এর নামে মিথ্যা হাদীস বর্ণনা করা
29. মিথ্যা স্বপ্ন বর্ণনা করা
30. মিথ্যা কথা বলা
31. মিথ্যা কসম খাওয়া
32. মিথ্যা কসমের মাধ্যমে পণ্য বিক্রয় করা
33. জিনা-ব্যভিচারে লিপ্ত হওয়া
34. সমকামিতায় লিপ্ত হওয়া

35. মানুষের গোপন কথা চুপিসারে শোনার চেষ্টা করা
36. হিল্লা তথা চুক্তি ভিত্তিক বিয়ে করা।
37. যার জন্যে হিলা করা হয়
38. মানুষের বংশ মর্যাদায় আঘাত হানা
39. মৃতের উদ্দেশ্যে উচ্চস্বরে ক্রন্দন করা
40. মুসলিম সমাজ থেকে বিচ্ছিন্ন থাকা
41. মুসলিমকে গালি দেয়া অথবা তার সাথে লড়ায়ে লিপ্ত হওয়া
42. খেলার ছলে কোন প্রাণীকে নিক্ষেপ যোগ্য অস্ত্রের লক্ষ্য বস্তু বানানো
43. কোন অপরাধীকে আশ্রয় দান করা
44. আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবেহ করা
45. ওজনে কম দেয়া
46. ঝগড়া-বিবাদে অশ্লীল ভাষা প্রয়োগ করা
47. ইসলামী আইনানুসারে বিচার বা শাসনকার্য পরিচালনা না করা
48. জমিনের সীমানা পরিবর্তন করা বা পরের জমি জবর দখল করা
49. গীবত তথা অসাক্ষাতে কারো দোষ চর্চা করা
50. দাঁত চিকন করা
51. সৌন্দর্যের উদ্দেশ্যে মুখ মণ্ডলের চুল তুলে ফেলা বা চুল উঠিয়ে ভ্রু চিকন করা
52. অতিরিক্ত চুল সংযোগ করা
53. পুরুষের নারী বেশ ধারণ করা
54. নারীর পুরুষ বেশ ধারণ করা
55. বিপরীত লিঙ্গের প্রতি কামনার দৃষ্টিতে তাকানো
56. কবরকে মসজিদ হিসেবে গ্রহণ করা
57. পথিককে নিজের কাছে অতিরিক্ত পানি থাকার পরেও না দেয়া
58. পুরুষের টাখনুর নিচে ঝুলিয়ে পোশাক পরিধান করা
59. মুসলিম শাসকের সাথে কৃত বাইআত বা আনুগত্যের শপথ ভঙ্গ করা
60. ডাকাতি করা
61. চুরি করা
62. সুদ লেন-দেন করা, সুদ লেখা বা তাতে সাক্ষী থাকা
63. ঘুষ লেন-দেন করা
64. গনিমত তথা জিহাদের মাধ্যমে কাফেরদের নিকট থেকে প্রাপ্ত সম্পদ বণ্টনের পূর্বে আত্মসাৎ করা
65. স্ত্রীর পায়ু পথে যৌন ক্রিয়া করা
66. জুলুম-অত্যাচার করা
67. অস্ত্র দ্বারা ভয় দেখানো বা তা দ্বারা কাউকে ইঙ্গিত করা
68. প্রতারণা বা ঠগ বাজী করা
69. রিয়া বা লোক দেখানোর উদ্দেশ্যে সৎ আমল করা
70. স্বর্ণ বা রৌপ্যের তৈরি পাত্র ব্যবহার করা
71. পুরুষের রেশমি পোশাক এবং স্বর্ণ ও রৌপ্য পরিধান করা
72. সাহাবীদের গালি দেয়া
73. নামাযরত অবস্থায় মুসল্লির সামনে দিয়ে গমন করা
74. মনিবের নিকট থেকে কৃতদাসের পলায়ন
75. ভ্রান্ত মতবাদ জাহেলী রীতিনীতি অথবা বিদআতের প্রতি আহবান করা
76. পবিত্র মক্কা ও মদীনায় কোন অপকর্ম বা দুষ্কৃতি করা
77. কোন দুষ্কৃতিকারীকে প্রশ্রয় দেয়া
78. আল্লাহর ব্যাপারে অনধিকার চর্চা করা
79. বিনা প্রয়োজনে তালাক চাওয়া
80. যে নারীর প্রতি তার স্বামী অসন্তুষ্ট
81. স্বামীর অবাধ্য হওয়া
82. স্ত্রী কর্তৃক স্বামীর অবদান অস্বীকার করা
83. স্বামী-স্ত্রীর মিলনের কথা জনসম্মুখে প্রকাশ করা
84. স্বামী-স্ত্রীর মাঝে বিবাদ সৃষ্টি করা
85. বেশী বেশী অভিশাপ দেয়া
86. বিশ্বাস ঘাতকতা করা
87. অঙ্গীকার পূরণ না করা
88. আমানতের খিয়ানত করা
89. প্রতিবেশীকে কষ্ট দেয়া
90. ঋণ পরিশোধ না করা
91. বদ মেজাজি ও এমন অহংকারী যে উপদেশ গ্রহণ করে না
92. তাবিজ-কবজ, রিং, সুতা ইত্যাদি ঝুলানো
93. পরীক্ষায় নকল করা
94. ভেজাল পণ্য বিক্রয় করা
95. ইচ্ছাকৃত ভাবে জেনে শুনে অন্যায় বিচার করা
96. আল্লাহ বিধান ব্যতিরেকে বিচার-ফয়সালা করা
97. দুনিয়া কামানোর উদ্দেশ্যে দীনী ইলম অর্জন করা
98. কোন ইলম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে জানা সত্যেও তা গোপন করা
99. নিজের পিতা ছাড়া অন্যকে পিতা বলে দাবী করা
100. আল্লাহর রাস্তায় বাধা দেয়া

পোস্টটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন ।

যাতে করে আপনার সকল বন্ধুরা আপনার কাছে থেকে শিখতে পারে ও জানতে পারে ।
রাসুল (সাঃ) বলেনঃ “তোমাদের উপরে দায়িত্ব দিচ্ছি– তোমরা আমার পক্ষ থেকে একটি হাদিস হলেও তা প্রচার কর। তবে, যে ব্যক্তি ইচ্ছাকৃত আমার নামে মিথ্যা বলবে, তার আবাসস্থল হবে জাহান্নাম।

30 thoughts on "১০০ টি মারাত্মক কবীরা গোনাহ।"

  1. MUbarak Contributor says:
    Good post
    1. Kazi Abdul Wakil Contributor Post Creator says:
      Thanks.
    1. Riaj Uddin Author says:
      mahabu vai mahabub vai help me hlp me
    2. Mahbub Subscriber says:
      ji bolen
    3. Riaj Uddin Author says:
      author hobar jonno ar kI korbo?
    4. Kazi Abdul Wakil Contributor Post Creator says:
      Thanks bro.
  2. ? Khairul ? Author says:
    মাসআল্লাহ।।। সুন্দল পোষ্ট।।।।।।
    শেয়ার করলাম।।
    1. Kazi Abdul Wakil Contributor Post Creator says:
      ধন্যবাদ
    2. Ex Programmer Contributor says:
      ভালো পোষ্ট করিছেন।
    3. Kazi Abdul Wakil Contributor Post Creator says:
      Thanks.
  3. ✌Rohan Khan SahriaR✌ Contributor says:
    মাশ্আল্লাহ সুন্দর ইসলামিক পোষ্ট…..???
    1. Kazi Abdul Wakil Contributor Post Creator says:
      ধন্যবাদ
  4. mobidul Contributor says:
    মেনে চলার তৌফিক দান করুন
    1. Kazi Abdul Wakil Contributor Post Creator says:
      আমিন
  5. AMBITIOUS Contributor says:
    অভিসম্পাত মানে কি?
    1. Kazi Abdul Wakil Contributor Post Creator says:
      কাওকে অভিশাপ দেওয়া।
    2. AMBITIOUS Contributor says:
      Ow….
  6. AMBITIOUS Contributor says:
    ভাই আপনার কথা অনেক মনে পড়ছিলো।
    আমি যখন ট্রিক বিডি তে নতুন তখন আপনি নতুন Tuner হয়েছিলেন।আবার দেখে ভালো লাগলো।
    আমি আগে NZS BOY নামের একটা আইডি চালাতাম।
    1. Kazi Abdul Wakil Contributor Post Creator says:
      হুম। চিনতে পারছি। কেমন আছেন ভাই?
    2. AMBITIOUS Contributor says:
      ভালো আছি আল্লাহ্‌রর রহমতে।আপনি কেমন আছেন?
      অনেক মিস করেছি আপনাকে…
    3. Kazi Abdul Wakil Contributor Post Creator says:
      আমিও আপনাকে মিছ করি। আপনি আমার কাছে একদিন NZS এর মিনিং শুনছিলেন। মনে আছে?
    4. AMBITIOUS Contributor says:
      hmm.ekhon ar miss korar kisu nai…ekhon sobay aci…..
      Hmm mone ase.ami ask koresilam Nzs er meaning. apni bolechilen Newziland….. (baki tuku mone nai)….
      Tnx
  7. Imranpabna Contributor says:
    আমার দেখা সব চাইতে ভালো পোস্ট সব টুকু পরলাম অনেক ভালো লাগছে ..
    1. Kazi Abdul Wakil Contributor Post Creator says:
      অনেক ধন্যবাদ ব্রাদার।
  8. Shaheen Uddoula Author says:
    হুম নতুন অনেক কিছু জানতে পারলাম
    1. Kazi Abdul Wakil Contributor Post Creator says:
      Thanks.
  9. AMBITIOUS Contributor says:
    ৯২.নম্বর টা বুঝলাম।এখন ও আমাদের সমাজে এমন অনেকেই আছে যারা তাবিয পরে অনেক হুযুর ও তাবিয দেন নাউজুবিল্লা…
    1. Kazi Abdul Wakil Contributor Post Creator says:
      ঠিক বলেছেন।
  10. Maxtan Contributor says:
    অনেক ভালো লাগছে ? জাজাকাল্লাহ খাইরান

Leave a Reply