আপনি যদি দুঃখিত, হতাশাগ্রস্ত হন, অশান্তিময় বিবাহিত জীবন কাটাচ্ছেন, কোনো আপনজন হারিয়েছেন, পরীক্ষায় ফেল, নিরাশা, উদ্বেগ/ উৎকণ্ঠা অথবা যা চেয়েছেন পান নি,
এমতাবস্থায় আছেন তাইলে এই আয়াত গুলো ইন শা আল্লাহ্ আপনাকে প্রেরণা যোগাবে ……
❝কোন ব্যক্তিকেই আল্লাহ তার সাধ্যের অতিরিক্ত কর্তব্য পালনে বাধ্য করেননা;……❞ [আল-বাকারাহঃ ২৮৬]
❝তোমরা এমন বিষয়কে অপছন্দ করছ যা তোমাদের পক্ষে বাস্তবিকই মঙ্গলজনক, পক্ষান্তরে তোমরা এমন বিষয়কে পছন্দ করছ যা তোমাদের জন্য বাস্তবিকই অনিষ্টকর এবং আল্লাহই (তোমাদের ভাল-মন্দ) অবগত আছেন এবং তোমরা অবগত নও।❞ [আল-বাকারাহঃ ২১৬]
❝….আপদে-বিপদে ধৈর্য ধারণ করবে, এটাইতো দৃঢ় সংকল্পের কাজ।❞ [লুকমানঃ ১৭]
❝তুমি বিষণ্ণ হয়োনা, নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে রয়েছেন।❞ [আত-তাওবাহঃ ৪০]
❝আর তোমরা নিরাশ হয়োনা ও বিষন্ন হয়োনা এবং যদি তোমরা বিশ্বাসী হও …❞ [আল-‘ইমরানঃ ১৩৯]
❝অবশ্যই কষ্টের সাথে স্বস্তি আছে।❞ [আল-ইন’শিরাহঃ ৬]
আল্লাহর রাসূল ﷺ বলেছেন, ”আল্লাহ যার মঙ্গল চান, তাকে দুঃখ-কষ্টে ফেলেন।” (সহীহুল বুখারী ৫৬৪৫, আহমাদ ৭১৯৪, মুওয়াত্তা মালেক ১৭৫২; রিয়াযুস স্বালেহীন ১১/৩৬)।
thank you for comment
এমন হাদিস এর পোস্ট আরো চায়
,
..amin
Trickbd তে এখন ভালো ভালো পোষ্ট হচ্ছে।