আসসালামুয়ালাইকুম


কেমন আছেন সবাই?আশা করি ভালোই আছেন।কথা না বাড়াই চলুন একটি হাদিস জানি
,


রাসূল (স) বলেন,তোমরা ৩টি কাজ কর (১) যারা জানে না তাদর নিকট আমার কথা পৌঁছে দাও (২)বাণী ইসরাঈলের কাহীনি বল এতে কোন দোষ নেই (৩)আমার নামে যদি কেই কিছু বলে এবং সেই কথা,যদি আমার না হয়,তাহলে তার থাকার জায়গা জাহান্নাম।

তাহলে এখানে আমাদের শিখার বিষয় ৩টি নবি (স)এর হাদিস অন্যর কাছে পৌছানো,বাণী ইসরাঈলের কাহিনী বলা অর্থাৎ আগের কাহিনী বলা অবশ্যই সত্য হতে হবে।এবং নবি(স) এর নামে মিথ্যা বলা যাবে না অর্থাৎ তিনি বলেন নাই অছচ আমরা বলছি যে,এটা উনি বলেছেন এর পরিণাম জাহান্নাম।

অছচ আমরা যেকোন কিছু যাছাই না করেই অনেক হাদিস,আমল বলি।

যেমন,ধর্মের নামে অমুক দোয়া,অমুক দিনে,অমুক জনকে পাঠালে, সময় করলে এটা হবে ওটা হবে।এর হাদিস যদি না থাকে, কথা যদি রাসলের(স)এর না হয় তাহলে আপনার আমার কি হবে?
ইউটিউবে কিছু শায়খ আবদুর রাজজাক বিন ইউসূফ এর ভিডিও দেখতে পারেন,এতে আপনার জীবনের কিছু না কিছু উন্নতি হতে পারে,ইনসাআল্লাহ।

তাই জেনে শুনে কাউকে কোন হাদিস,আমল ,ইবাদাত,রেওয়াত বলবেন।

ধন্যবাদ সময় দেওয়ার জন্য।

Leave a Reply