এমন কিছু কাজ যা মহানবি (স) নিষেধ করেছেন (পর্ব ১)
মহানবি (সঃ) নিষেধ করেছেন এমন কিছু কাজ নিয়ে লেখা আজকের আর্টিকেলে সবাইকে জানাই আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম।
~~এমন অনেক কাজ আছে যা হারাম নয় অথবা হারাম এবং সেগুলো আদবের খেলাপ করে এবং মানুষের জন্য কল্যানকর নয় । এধরনের কাজ থেকে বিরত থাকতে সবসময় ইরশাদ করেছেন আমাদের মহানবি হযরত মোহাম্মদ (সঃ) । তো চলুন প্রথম পর্বে এরকম কিছু কাজ জেনে নিই সহিহ হাদিসগুলোর মাধ্যমে ।
কাজ ১ (মসজিদে যেভাবে বসা নিষেধ)::
** মু’আয বিন আনাস (রাঃ) তাঁর পিতা আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন; রাসুল (সঃ) এর জুমুআর খুতবা চলাকালীন সময়ে হাঁটু দুটিকে উভয় হাত,কাপড় ইত্যাদি দিয়ে নিজের পেটের সাথে জড়িয়ে বসতে নিষেধ করেছেন । (আবু দাউদ,হাদীস ১১১০)
এভাবে কিছুক্ষণ বসে থাকলে খুব সহজেই ঘুম চলে আসে ।
কাজ ২(মসজিদ নিয়ে পরস্পর গর্ব করা নিষেধ)::
আনাস (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন ; রাসুল (সঃ) সকল মানুষকে মসজিদ নিয়ে গর্ব করতে নিষেধ করেছেন । (ইবনু হিব্বান, হাদীস ১৬১৩)
মসজিদ গর্ব করা মারাত্মক সংঘাতের কারণ হতে পারে ।
কাজ ৩ (বিচ্ছিন্ন হয়ে নামাযে দাঁড়ানো নিষেধ)::
আবু মাসউদ (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসুল (সঃ) নামাযে দাঁড়ানোর সময় কাঁধগুলো স্পর্শ করে বলতেন ; তোমরা সবাই নামাযের কাতারে একদম সোজা হয়ে দাঁড়াও । একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে কখনো দাঁড়িও না । তাহলে তোমাদের অন্তরগুলোর মাঝে বিচ্ছিন্নতা সৃষ্টি হবে । তোমাদের মধ্যে বয়স্ক ও বুদ্ধিমানেরা যেন আমার নিকটবর্তী জায়গায় অবস্থান করে । অতঃপর তাদের পরবর্তীরা । এরপর আরও পরবর্তীরা । (মুসলিম হাদীস ৪৩২, নাসায়ী হাদিস ৮০৩)
কাজ ৪ (মসজিদে ক্রয় বিক্রয় অথবা হারানো বস্তুর ঘোষণা দেওয়া নিষেধ)
আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসুল (সঃ) ইরশাদ করেছেন ; তোমরা মসজিদে ক্রয় বিক্রয় করতে দেখলে বলবেঃ আল্লাহ তার ব্যবসায় লাভ না দিক! তেমনিভাবে তোমরা কাউকে হারানো কোন বস্তু খুঁজতে দেখলে তথা এ সংক্রান্ত কোন ঘোষণা দিতে দেখলে বলবেঃ আল্লাহ তার হারানো বস্তুটি ফিরিয়ে না দিক! (তিরমিযী হাদীস ৫৬৪)
কাজ ৫ (সওয়াবের উদ্দেশ্যে কোন স্থানে রওয়ানা দেওয়া নিষেধ)
মাকহুল (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসুল (সঃ) বলেছেনঃ
তিনটি মসজিদ ছাড়া অন্য কোথাও সওয়াবের নিয়তে সফর করা যাবে না । সে মসজিদগুলো হলো :
১। মাসজিদুল হারাম (পবিত্র মক্কা নগরীতে অবস্থিত)
২। মাসজিদুল আকসা (জেরুজালেমে অবস্থিত)
৩। মাসজিদে নববী (মাদিনাতে অবস্থিত)
[(বুখারী হাদিস ১১৯৭,১৯৯৫),(মুসলিম হাদিস ৮২৭), (তিরমিযী হাদীস ৩২৬)]
যদি মসজিদেও যেতে হয় তবে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যেতে হবে ।
কাজ ৬ (মসজিদের শোরগোল করা নিষেধ):
আব্দুল্লাহ বিন মাসুদ (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসুল (সঃ) ইরশাদ করেন ; তোমরা বিভেদ করো না তা হলে তোমাদের অন্তরে ভিন্নতা সৃষ্টি হবে । আর তোমরা মসজিদে বাজারের ন্যায় কোলাহল ও দ্বন্দ-বিরোধ থেকে বিরত থাকবে । (মুসলিম হাদীস ৪৩২)
তো বন্ধুরা আজ এতটুকুই ছিল । সবাইকে ধন্যবাদ । আপনার এই আর্টিকেলটি কেমন লাগল তা অবশ্যয় জানাবেন ।
3 thoughts on "মহানবি (স:) যেসকল কাজ করতে নিষেধ করেছেন [part~~1]"