এইচ.এস.সি. পরীক্ষার্থীদের জন্য কিছু কথা……[Don’T Miss]
★সারা বাংলাদেশেই এই বছর এইচ.এস.সি. পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা রীতিমতো শেষ হয়েছে।কেউ রেজাল্ট ভালো করেছো,কেউ ভালো করনি।যারা ভালো করতে পারোনি তারা চিন্তা করোনা।এখনো হিউজ টাইম আছে প্রিপারেশন গুছিয়ে নেয়ার।এইচ.এস.সি. পরীক্ষায় ভালো করার জন্য নিজের অভিজ্ঞতা থেকে তোমাদের কিছু টিপস দিলাম।আশা করি তোমাদের কাজে দেবে।
১)প্রথম কথা হচ্ছে কোনো জিনিসে ভালো করার জন্য যা অত্যন্ত প্রয়োজন তা হচ্ছে ইচ্ছা,সেইসাথে চেষ্ঠা।এইচ.এস.সি. তে ভালো করার জন্য তোমাকে নিজ ইচ্ছায় সর্বোচ্চ চেষ্ঠা করতে হবে।সৎ ইচ্ছার ফলাফল অবশ্যই ভালো হয়।
২)অনেকেরই প্রিপারেশন খুব খারাপ।এসব চিন্তা না করে এখনই পড়ায় লেগে যাও।সময় নষ্ট না করলে অবশ্যই তার ফল ভালো পাবে।
৩)সাইন্সের যারা আছো,অনেক সময় দেখা যায় তাদের গ্রুপ সাবজেক্ট গুলোতে অনেক সমস্যা থাকে।যে সাবজেক্টে প্রব্লেম সেটাতে বেশি করে জোর দাও।ভালো না লাগলেও ভালো লাগিয়ে নিতে হবে।বিভিন্ন কোচিং,স্যারের প্রাইভেট এগুলো কমপ্লিট করে নিজের জন্য সময় রাখো।অবসর সময়ে ম্যাথ করো।কমার্সের জন্য ঐ একই কথা।
৪)আর্টসের যারা আছো তাদের প্রধান সমস্যা থাকে আই.সি.টি. এবং ইংলিশ।অর্থনীতির ম্যাথ রিলেটেড চাপটার গুলোতেও কিছু প্রবলেম থাকতে পারে।আমি বলব আই.সি.টি. তে A+ পাওয়ার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে ‘সংখ্যাপদ্ধতি’,’প্রোগ্রামিং’,’লজিক গেইট’ এইসব চাপটার গুলো।এখনও না বুঝলে,কোনো বড় ভাই/বোন বা ক্লাসমেটের হেল্প নিয়ে খুব মনযোগ সহকারে বুঝে নেয়া।একবার বুঝে নেয়ার পর প্র্যাকটিস করলেই ক্লিয়ার হয়ে যাবে।অথবা যাদের এই চাপটার গুলোতে ইচ্ছা নাই তারা তাত্বিক অধ্যায়গুলোর উপর গুরুত্ব দিতে পারো।
ইংলিশে ভালো করতে মেইন বইয়ের উপর গুরুত্ব দাও।গ্রামার রুলস বুঝে বুঝে প্র্যাকটিস করো।কারন, Practice makes a man perfect
৫)কোনো সাবজেক্টকেই ছোটো করে দেখবে না।তুমি কোনো সাবজেক্টের ওস্তাদ হলেও ওই সাবজেক্টকে প্রতিদিন টাচে রাখবে।
৬)সব কলেজেই টেস্ট পরীক্ষার পরে কোচিং ক্লাস শুরু হবে।কোচিং ক্লাস গুলোতে অংশগ্রহণ করার চেষ্ঠা করবে।সেই ক্লাস গুলো তোমার প্রিপারেশনকে আরো মজবুত করবে।
৭)সবশেষে বলব ভাগ্যের কাছে সবকিছু ছেড়ে দিওনা।পরিশ্রম ছাড়া ভাগ্য অন্ধকার।
★আর যাই করো পড়াশুনাটা ঠিক রাখবে।ঠান্ডা মাথায় পড়বে।এইচ.এস.সি. এর মার্কটা অনেক প্রভাব ফেলে ভর্তি পরীক্ষার জন্য।তাই এখানে ভালো কিছু করার চেষ্ঠা করো।তোমাদের জন্য শুভকামনা রইলো।
Azran Hossen Shuvo
ইতিহাস বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়
#Collected
Keep Me in your prayer..✌
Keep Me in your prayer..✌
Keep Me in your prayer..✌
Keep Me in your prayer..✌
North 24 pargana the Ami thaki