গত ১৮ তারিখ থেকে ২য় পর্যায়ে একাদশ শ্রেণীতে ভতি আবেদন করা কাজ শুরু হয়েছে।

যারা ১ম পর্যায়ে কোনো কলেজে মনোহীত হনি বা হয়েছে কিন্তু সে কলেজে ভর্তি হতে ইচ্ছা প্রকাশ করছেন না তারা আমার পূনরাই আবার আবেদক করতে পারবেন (সিলেকশন ফি না দিয়ে থাকেন তা হলে)

দ্বিতীয় পর্যায়ে তালিকায় থাকা শিক্ষার্থীরা ২২-২৩ জুন সিলেকশন নিশ্চয়ন করতে হবে।…রেজাল্ট বের হবে ২১-২২ জুন

তো দেখে নিয়া যাক কি ভাবে কি করবেন।

প্রথমে আপনাকে ১৫০ টাকা ফি দিয়ে অনলাইনে আনবেন করতে হবে।
আছ কাল সবার বিকাশ একাউন্ট আছে। তাই দেখে নিন কি ভাবে বিকাশ অ্যাপ দিয়ে ফি প্রদান করার নিয়ম

প্রথমে বিকাশ অ্যাপ ঢুকেন।

তার পর পে-বিল সিলেক্ট করেন।

তার পর XI Class admisson সিলেক্ট করেন।

তার পর পেমেন্ট কোড হচ্ছে বোর্ডের ৩ টি অক্ষর, পাশের সন, রোল নম্বর (কোন স্পেস হবে না) (উদারনঃ DIN2018657579) তার পর যে কোনো নাম্বার দিয়ে এখানে ক্লিক করেন।

তার পর আপনার নাম সহ সকল তথ্য ভালো মত দেখে নিয়ে এখানে ক্লিক করেন।

তার পর আপনার বিকাশ এর পিন নাম্বার দিয়ে এখানে ক্লিক করেন।
তার পর কাজ শেষ

তার পর ৫ মিনিট wait করে www.xiclassadmission.gov.bd এখানে ঢুকেন।

তার পর Apply Now লেখা বাটনে ক্লিক করুন

এবার আপনার এসএসসির রোল নং, আপনার এসএসসির বোর্ড, পাশের সন, রেজিষ্ট্রেশন নম্বর তার পর verification code টা বসে দিয়ে Next বাটনে ক্লিক করুন

এবার এসএমএসে দেয়া, আপনার (Student’s Mobile No) দিয়ে দেন তার পর আবার একই নাম্বার দেন। তার পর Next ক্লিক করেন।

এবার চলে এলো কলেজ বাছাই করার ফরম।
সর্বনিম্ন ৫টি কলেজ ও সর্বোচ্চ ১০ টি কলেজ বাছাই করতে হবে।

১। আপনি যে কলেজে পড়তে চান সে
কলেজের বোর্ড সিলেক্ট করুন
২। জেলা বাছাই করুন
৩। থানা বাছাই করুন
৪। এবার, আপনার পছন্দের কলেজটি বাছাই করুন।
৫। শিফট চয়েস করুন
৬। বাংলা বা ইংরেজি ভার্সন বাছাই করুন
৭। যে গ্রপে পড়তে চান।
৮। যদি আপনার কোন কোটা থাকে
(মুক্তিযোদ্ধা/শিক্ষা/প্রবাসী)
৯। গর্ভনিং বডি কোটা (যদি থাকে)

এবার Add This College বাটনে ক্লিক করে কলেজটি পছন্দ তালিকায় যুক্ত করুন। আপনি তিনটি গ্রপে (ব্যবসায়/মানবিক/বিজ্ঞান) একটি কলেজকে তিনবার যুক্ত করতে পারবেন।

আপনার পছন্দের কলেজ যুক্ত করা হলে Preview Application বাটনে ক্লিক করুন।

তার পর SUBMIT APPLICATION বাটনে ক্লিক করুন

তার পর Print Version বাটনে ক্লিক করে আবেদনটি প্রিন্ট করে রাখুন।

তো আছকে এই পযন্ত সবাই ভালো থাকবেন।

কোনো প্রশ্ন থাকে তা হলে Comment করবেন বা Facebook আমি।

সবাই ভালো থাকবেন।

8 thoughts on "২য় পর্যায়ে একাদশ শ্রেণীতে ভতি আবেদন করা করার নিয়ম A 2 Z"

  1. Avatar photo parves Contributor says:
    Ai 2 yo porjayar appy ar results koba Jana ba…
    1. Avatar photo Uzzal Mahamud Pro Author Post Creator says:
      21tarikhe rat 8 tar por
  2. Avatar photo Nayem Islam Contributor says:
    ভাই আপনাকে fb তে frnd reqst আর মেসেজ দিয়েছি। প্লিজ রিপ্লে দিন?
    1. Avatar photo Uzzal Mahamud Pro Author Post Creator says:
      wait plz
  3. Avatar photo max niloy Author says:
    Akn bkash theke payment hoy na..
    1. Avatar photo Uzzal Mahamud Pro Author Post Creator says:
      valo kore try kore dekhen..
    2. Avatar photo max niloy Author says:
      Hoy nai..
      Sure cash or telitok theke apply korte hoyece…
    3. Avatar photo Uzzal Mahamud Pro Author Post Creator says:
      mane

Leave a Reply