২০২০-২০২১ শিক্ষাবর্ষ এর একাদশ শ্রেনিতে ভর্তি জন্য অনলাইন আবেদন করেছে এবং ১ম পর্যায়ে ভর্তিরর জন্য নির্বাচিত হয়েছেন কিন্তু যে কলেজে নির্বাচিত হয়েছে এখন সে কলেজে আর ভর্তি হতে চাচ্ছেন না এখন অন্য কলেজে ভর্তি হতে চাচ্ছে বা আবার আবেদন করতে চাচ্ছে এমন অবস্থা হলে নিশ্চায়ন বা রেজিস্ট্রেশন ফি (২০০ টাকা) জমা দিবেন না তা হলে আপনার নির্বাচিত হওয়া কলেজের আবেদন বাতিল হয়ে যাবে এবং আবার পুনরায় নতুন করে আবেদন করতে পারবেন। আর যদি যদি ভূল বসত নিশ্চায়ন রেজিস্ট্রেশন ফি (২০০ টাকা) জমা দিয়ে দেন তা হলে নির্বাচিত হওয়া কলেজের আবেদন বাতিল করা সমস্যা হয়ে পড়বে। তাই সব কিছু নিশ্চিত হয়ে সফল ভাবে চিন্তা ভাবনা করে কাজ করবেন।
যে সকল শিক্ষার্থী ১ম পর্যায়ে ভর্তির আবেদন করছেন কিন্তু কোনো কলেজে সিলেকশন পায়নি বা নির্বাচিত হননি তাড়া আবার ২য় পর্যায়ে অনলাইন এ আবেদন করতে পারবেন ২য় পর্যায়ে এর আবেদন করতে তাদের কে আর (১৫০ টাকা) ফি জমা দিতে হবে না ১ম পর্যায়ে যে যে কলেজে ভর্তির জন্য অনলাইন এ আবেদন করছিলেন সে সে কলেজে আবার পুনরায় আবেদন করতে পারবেন।
২য় পর্যায়ের আবেদন শুরু হহবে ৩১ আগস্ট এ এবং শেষ হবে ০২ সেপ্টেম্বর এ
২য় পর্যায়ের Selection নিশ্চায়ন ফি ফি প্রদান করতে হবে ০৫ থেকে ০৬ সেপ্টেম্বর এর মধ্যে।
যে কোনো প্রয়োজনে Facebook কে আমি
নতুন বিকাশ একাউন্ট খুলে ফ্রি ৭৫ টাকা নিন বোনাস বা বিকাশ একাউন্ট আছে কিন্তু বিকাশ অ্যাপ এ ঢুকেননি তাড়াও ৭৫ টাকা বোনাস নিয়ে নিন
মাই রবি অ্যাপ এ প্রথম বার রেজিস্ট্রেশন করে রবি সিমে ফ্রি তে এমবি নিয়ে নিন এবং সাথে থাকছে প্রতি রেফারে ১জিবি ডাটা বোনান।
আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভূলবেন না
আমরা সবাই মিলে করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণ করি ও সাধারণ সতর্কতা অবলম্বন করি। নিয়মিত হাত ধুই (২০ সেকেন্ড ধরে), হাঁচি-কাশি দেওয়ার সময় মুখ ও নাক ঢেকে রাখি, এবং নিজের ও পরিবারের সুস্থতা নিশ্চিত করতে জনসমাগম এড়িয়ে চলুন; ঘরে থাকুন, নিরাপদে থাকুন
19 thoughts on "২০২০-২০২১ শিক্ষাবর্ষ এর একাদশ শ্রেনিতে ভর্তি জন্য যে কলেজে নির্বাচিত হয়েছেন কিন্তু সে কলেজে ভর্তি হতে চাচ্ছে না এবং যে সকল শিক্ষার্থী কোন কলেজেই সিলেকশন পায়নি এখন কি করনিও তা বিস্তারিত জেনে নিন।"