হাদীস: হযরত আয়েশা (রা) হতে বর্নিত। তিনি বলেন, একবার এক ভিখারিণী গরীব মহিলা আমার ঘরে আসল, তার সাথে দু শিশ্ত সন্তানও ছিল । আমি তাকে একটি খোরমার অধিক দান করতে পারলাম না । মহিলা খোরমাটি পেয়ে সে একটুও খেলো না, সবটুকু তার শিশুদ্বয়কে দিয়ে দিল । অতঃপর সে চলে গেল । এমন অবস্থায় হযরত নবী করীম সাল্লাল্লাহু আলাইহে ওসাল্লাম আমার ঘরে হাজির হলেন আমি তাকে সব ঘটনা বললাম । তিনি শুনে বললেন, যে ব্যক্তি শিশুদের ভরন পোষনণের জন্য কষ্ট সহ্য করে তাকে ঐ সন্তানেরাই দোযখ হতে মুক্তির উছিলা হবে।

সংকলন: ছহীহ বোখারী শরীফ

Leave a Reply