এক লোকের চারজন স্ত্রী ছিল ।
লোকটা তার ৪র্থ স্ত্রীকেই বেশী
ভালোবাসতো এবং যত্ন করতো ।
সে তার ৩য় স্ত্রীকেও অনেক
ভালোবাসতো এবং বন্ধু বান্ধবদের
সামনে স্ত্রীর প্রশংসা করতো । তার
ভয় ছিলো যে এই স্ত্রী হয়তো কোনদিন
অন্য কারো সাথে পালিয়ে যেতে
পারে !
সে তার ২য় স্ত্রীকেও ভালোবাসতো
। লোকটা যখনি কোন বিপদে পড়তো ,
তখনি সে তার এই স্ত্রীর কাছে
সমাধান চাইতো এবং তার স্ত্রী
তাকে সমাধান দিয়ে সাহায্য করতো ।
কিন্তু লোকটা তার ১ম স্ত্রীকে একদম
ভালোবাসতো না এবং যত্নও
করতোনা । এই স্ত্রী লোকটাকে অত্যন্ত
ভালোবাসতো , তার অনুগত থাকতো
এবং তার যত্ন নিতে চাইতো । লোকটা
তা পছন্দ করতোনা ।
একদিন লোকটা অসুস্থ হয়ে পড়লো এবং
জানতে পারলো যে সে আর বেশীদিন
বাঁচবেনা ।
লোকটা ইচ্ছা করলো যে সে যখন মারা
যাবে , তার কোন একটা স্ত্রীকেও
নিয়ে যাবে তার সাথে করে , যাতে
করে সে শান্তি পেতে পারে এই
ভেবে যে মৃত্যুর পর সে একা নয় , তার
একজন সঙ্গীও সাথে আছে ।
লোকটা তিনজন স্ত্রীকে ডেকে এনে
তার সাথে মৃত্যুবরণ করার ইচ্ছাটা
বললো এবং কে যেতে চায় তা

জিজ্ঞেস করলো ।
“এটা হতেই পারেনা ।” বলেই তার ৪র্থ
স্ত্রী সাথে সাথে ঐ জায়গা থেকে
চলে গেলো লোকটার ইচ্ছাকে
প্রত্যাখ্যান করে ।
৩য় স্ত্রী বললো, “জীবন এখানে খুবই সুন্দর
। তোমার মৃত্যুর পর আমি অন্য কাউকে
বিয়ে করে নিবো ।” বলে সেও চলে
গেল ।
২য় স্ত্রী বললো, “তুমি আমার কাছে
সমাধান চাইতে । কিন্তু এই ব্যাপারে
আমার কোন সমাধান নেই । দুঃখিত
তোমাকে সাহায্য করতে না পেরে ।
তবে তোমার মৃত্যুর আগ পর্যন্ত আমি
তোমার পাশে সর্বদা আছি ।”
স্ত্রীদের কথা শুনে লোকটা অত্যন্ত কষ্ট
পেলো এবং বিমর্ষ হয়ে পড়লো ।
“আমি তোমার সাথে যাব , তুমি
যেখানেই যাওনা কেন , আমি
তোমাকে অনুসরণ করবো ।” হঠাত্ একটা
কন্ঠ বলে উঠলো !
লোকটা তাকিয়ে দেখলো যে কন্ঠটা
তার ১ম স্ত্রীর । ভালোবাসা এবং
যত্নের অভাবে তার এই স্ত্রীর
চেহারা মলিন , দেহ কঙ্কালসার ,
অপুষ্টির চিহ্ন সারা শরীরে । লোকটা
অশ্রুসিক্ত নয়নে বললো , “হায় কি
আফসোস ! তোমাকে কখনো
ভালোবাসিনি , যত্ন করিনি । আজ
তুমি আমার সাথে যেতে চাইছ ।
এতদিন কি ভুলটাই না করেছি তোমার
কথা না ভেবে ! আজ শেষ সময়ে ভুলটা
বুঝতে পারলাম !”
আসলে , আমাদের প্রত্যেকের জীবনে
এই চারজন স্ত্রীর মত ব্যাপারটি আছে ।
১) ৪র্থ স্ত্রী হচ্ছে আমাদের শরীর ।
জীবনের বেশীর ভাগ সময় এবং অর্থ
আমরা এটির পিছনে ব্যয় করি । কিন্তু
মৃত্যু এলেই এটি আমাদেরকে ফেলে
চলে যায় ।
২) ৩য় স্ত্রী হচ্ছে আমাদের ধন সম্পত্তি ,
টাকা পয়সা , সুনাম এবং মালিকানা ,
যা আমরা অন্যদের দেখিয়ে বেড়াই ।
মৃত্যুর পর এগুলো অন্যদের কাছে চলে যায়

৩) ২য় স্ত্রী হচ্ছে আমাদের পরিবার
এবং বন্ধুবান্ধব । এরা আমাদেরকে
নানা বিপদে আপদে সাহায্য করে
এবং মৃত্যুর আগ পর্যন্ত আমাদের পাশে
থাকে ।
৪) আর ১ম স্ত্রী হচ্ছে আমাদের আত্না ।
পার্থিব সুখ শান্তি আনন্দ এবং সম্পদের
পিছে ছুটতে ছুটতে আমরা আত্নার কথা
ভুলে যাই । আত্নার খোরাক মেটাতে
পারিনা । যত্ন নিতে পারিনা ।
ভালোবাসিনা । কিন্তু এটিই একমাত্র
জিনিস যা আমাদের প্রত্যেকটা
কাজে আমাদের অনুসরণ করে ।
যেখানেই যাই আমাদের পাশে থাকে
এবং মৃত্যুর পরেও পারলৌকিক জীবনে
আমাদেরকে বাঁচিয়ে রাখে ।

4 thoughts on "জীবনে যাকে ভালবাসবেন সেই আপনাকে সাহায্য করবেনা,এটাই বাস্তব।পোস্টটি সবাই দেখুন,আশা করি সবার উপকার হবে।"

  1. reza Contributor says:
    আসসালামু আলাইকুম। সুন্দর পোষ্ট।
    1. Mamun Al abdullah Contributor Post Creator says:
      ওয়ালাইকুমুস সালাম
    1. Mamun Al abdullah Contributor Post Creator says:
      thanks

Leave a Reply