ইরাকের রাজধানী বাগদাদে আজ
(শুক্রবার) ইমাম আলী (আ.) মসজিদে
বোমা বিস্ফোরণে অন্তত নয় জন
নিহত ও ২৫ জন আহত হয়েছে। ইরাকি
কর্মকর্তারা জানিয়েছেন, আজ
মসজিদে জুমার নামাজ চলার সময়
সন্ত্রাসীরা বোমার বিস্ফোরণ
ঘটায়। এটি আত্মঘাতী হামলা ছিল
বলে তারা মনে করছেন।
তবে এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা

গোষ্ঠী হামলার দায় স্বীকার
করেনি। সাধারণত দায়েশ বা
আইএসআইএলের সন্ত্রাসীরাই
মসজিদে হামলা চালিয়ে
থাকে। দুই মাস আগেও বাগদাদের
একটি শিয়া মসজিদে দায়েশের
হামলায় ১৫ জন নিহত ও ৫০ জন আহত
হয়।
এদিকে, ইরাকের বিভিন্ন
এলাকায় সেনাবাহিনীর
অভিযানে ১২৯ সন্ত্রাসী নিহত
হয়েছে। এছাড়া, আজ আল-আনবার
প্রদেশে দায়েশের চারটি
সামরিক যান ধ্বংস করা হয়েছে।

ভালো থাকুন সুস্থ থাকুন । আর নতুন কিছু
পেতে FesTalBD.Com এর সাইটি ১বার
ঘুরে আসুন পিল্জ !

One thought on "ইরাকে ইমাম আলী (আ.) মসজিদে বোমা বিস্ফোরণ: নিহত ৯, আহত ২৫"

  1. anandams Subscriber says:
    একেই বলে ইসলাম শান্তির ধর্ম.. :p

Leave a Reply