মহান রাব্বুল আলামিনের একমাত্র মনোনীত ধর্ম
ইসলাম বলছে, পরস্পরের মধ্যে ভালোবাসা ও
সৌহার্দ স্থাপিত না হলে পরিপূর্ণ ঈমানদার
হওয়া যায় না, শান্তি ও নিরাপত্তা লাভ করা
যায় না, এমনকি জান্নাতও লাভ করা যাবে না।
তাই রাসুলুল্লাহ (সা.) মোমিনদের পরস্পরের
মধ্যে ভালোবাসা ও সৌহার্দ বৃদ্ধির জন্য একটি
চমৎকার পন্থা বাতলে দিয়েছেন। তিনি বলেন,
‘তোমরা বেহেশতে প্রবেশ করতে পারবে না
ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না
পরস্পরের মধ্যে ভালোবাসা ও সৌহার্দ স্থাপন
করবে। আমি কি তোমাদের এমন বিষয়ের কথা
বলব না, যা করলে তোমাদের মধ্যে ভালোবাসা
ও সৌহার্দ প্রতিষ্ঠিত হবে? সাহাবিরা বললেন,
নিশ্চয় ইয়া রাসুলাল্লাহ! (তিনি বললেন)
‘তোমাদের মধ্যে বহুল পরিমাণে সালামের
প্রচলন করো।’ (মুসলিম : ৮১)।
অর্থ্যাৎ স্বামী ও স্ত্রীর মধ্যে ভালোবাসা
বাড়াতে অবশ্যই প্রতিটি মুসলমানকে একে
অপরকে সালাম দেয়ার অভ্যাস তৈরি করতেই
হবে।
ভাল ভাল টিপস পেতে আমার সাইটে ঘুরে আসবেন PostMela.Com
One thought on "স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়াতে মহানবী (সা.) যা করতে বলেছেন"