যারা মৃত্যু কে ভয় পায় না
তাদেরকে একটা ঘটনা বলি…..
হাদীসে বর্ণিত হয়েছে যে,
হযরত ইব্রাহীম (আঃ) আজরাইল
(আঃ) কে জিজ্ঞাসা করলেন,
“কাফেরদের জান কবজ করার সময়
তোমার চেহারা কেমন হয় আমি
তা দেখতে চাই।”
আজরাইল (আঃ) বললেন, তুমি তা
দেখে সহ্য করতে পারবে না।
ইব্রাহীম (আঃ) বললেন,” আমার
দেখার ইচ্ছা হচ্ছে।”

আজরাইল (আঃ) ঐ অবস্থায় তাঁর
সামনে হাজির হলেন।
হযরত ইব্রাহীম (আঃ) দেখলেন,
একজন ময়লা ও কালো কাপড় পরা
দুর্গন্ধযুক্ত কুৎসিত লোক যার
শরীরের পশম খাড়া হয়ে আছে
এবং নাক ও মুখ দিয়ে আগুনের
ফুলকি বের হচ্ছে।

আজরাইল (আঃ) এমন রূপ দেখে
ইব্রাহীম (আঃ) অজ্ঞান হয়ে
পড়ে গেলেন।
জ্ঞান ফিরে আসার পর আজরাইল
(আঃ) কে বললেনঃ
কাফেরদের যদি আর কোন আজাব
নাও হয় তবে শুধু তোমাকে
দেখার আজাবই তাদের জন্য

যথেষ্ট!!
আমাদের যেন ঈমানের সহিত মৃত্যু
হয়, আমিন।
More Tips Going Now

9 thoughts on "যারা মৃত্যু কে ভয় পায় না তাদেরকে একটা ঘটনা বলি"

  1. Dihan Contributor says:
    aminnn
  2. Dihan Contributor says:
    but apnar ai pic dewa thik hoyni..parle delete koren plz
  3. Mi Monir Contributor says:
    আমিন। ইসলামের মৌলিক বিষয়ে কোন পিকচার না দেওয়া উত্তম।
  4. noname Subscriber Post Creator says:
    tnx.. kisu gan dibar jonno
  5. AnisBD Author says:
    আমিন

Leave a Reply