০১. ফজরের নামাজ না পরলে

-চেহারার উজ্জলতা নষ্ট হয়ে যাবে।
০২.যোহরের নামাজ না পরলে
-রুজির বরকত কমে যাবে।
০৩.আসরের নামাজ না পরলে –
শরীরের শক্তি কমে আসবে।
০৪.মাগরিব এর নামাজ না পরলে-
সন্তানাদি কোনো উপকারে আসবে
না।
০৫.এশার নামাজ না পরলে
-নিদ্রায় পরিতৃপ্তি হবে না।
ණ হে আল্লাহ , আমাদের দৈনিক পাঁচ
ওয়াক্ত
নামাজ আদায় করার তৌফিক দান
করুন।
আমীন

3 thoughts on "★★ জেনেনিন পাঁচ ওয়াক্ত নামাজের ফজিলত ★★"

  1. Maxtan Contributor says:
    🙂 হুম্য
  2. Nasirsorder Contributor Post Creator says:
    Hmm…thx
  3. Md_Zunayed Contributor says:
    শেয়ার করার জন্য ধন্যবাদ।

Leave a Reply