প্রশ্ন—– যদি দেখেন ইমাম এর কিরাত তেলাওয়াত শুদ্ধ নয়, তখন তারাবীহ বাসায় পড়া যাবে? না কি করতে হবে?

উত্তর:——–
বাসায় নয়, এমন হইলে মসজিদ বদল করে অন্য মসজিদে যেতে হবে। তাতে নিচের লাভ গুলো পাওয়া যাবে ————–

1. বাসায় না এসে পুণ্যের আশায় অন্য মসজিদে গিয়েছেন এতে আল্লাহ আপনার উপর খুশি হবেন
2. প্রতেক কদমে কদমে (পদক্ষেপে) অগণিত পুণ্য পাবেন যা আর ১০ দিন পর পাবেন না।
3. শুদ্ধ কুরআন তেলাওয়াত শুনার চেষ্টার সাওয়াব, সাথে তা শিখতে পারার উপকারিতা বিদ্যমান।

— হা, বাসায় পড়লে নামাজ আদায় হবে কিন্তু তারাবীহ এর উদ্দেশ্য ও সাওয়াব পাওয়া যাবেনা। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসসালাম তারাবীহ মসজিদে পড়ার শিক্ষা দিয়েছেন।

=== তারাবীহ বাসার নামাজ, নাকি মসজিদের নামাজ?

** উত্তর —————
ফরজ নামাজ মসজিদে, নফল ও সুন্নাত বাসায় (বাড়িতে) পড়াই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসসালাম প্রদত্ত শিক্ষা। তবে তিনি তারাবীহ এর গুরুত্বের কারণে মসজিদে পড়তে উতসাহ দিয়েছেন।

** একটি মাসায়েল ——-
যিনি নামাজ পড়েন তার তেলাওয়াত যদি ভুল উচ্চারণ হয়, মাখরাজ ভুল হয় তবে তার নামাজ বাতিল হয়ে যায়। কারণ আয়াত ভুল পড়লে অনেক সময় অর্থ কুফুরী হয়ে যায়। কিন্তু জামায়াতে নামাজে কি হবে.?
জামাতে নামাজ আদায়কালে ইমাম ভুল পড়ালে ইমাম সহ পেছনে নামাজে থাকা সবার নামাজ বাতিল, পুনরায় পড়তে হবে। এজন্য ইমাম নিয়োগের শর্ত সমূহের ভেতর শুদ্ধ কিরাত একটি আবশ্যকীয় শর্ত। আর এমন আশংকায় ইমাম পরিবর্তন, ইমাম এর কিরাত শুদ্ধকরণ, বা মসজিদ বদলে অন্যত্র দূরে নামাজে যাওয়া যেতে পারে।
কিরাত এর বিষয় পরে বিস্তারিত দেওয়া হবে।

6 thoughts on "তারাবীহ মসজিদে নাকি বাড়িতে?"

  1. Gazi Subscriber says:
    ফালতু পোষ্ট বাসায় নামাযের নিয়ম তোর কোন কিতাবে আছে??
    1. Khalid Author Post Creator says:
      বুখারী, মুসলিম, ইবনে মাজাহ, কুরতুবি, নাসাঈ, তিরমিজি + এতে আছে##
      তাতা তোমার কাছে কোন কিতাবখানা আছে???
    2. Khalid Author Post Creator says:
      ফরজ বাদে সবই বাসায় পড়তে হয়। সুন্নাত নফল সব। কোন কিতাব আছে আপনার নিকট? বুখারী, মুসলিম, রিয়াদুস সালেহিন…???
    1. Khalid Author Post Creator says:
      Bollo..
  2. Khalid Author Post Creator says:
    আন্ধা রা হাতিও দেখে না ভাইয়া 🙁

Leave a Reply