আরবী মাতৃভাষা না হওয়ার কারণে আমরা অনেক বিষয় বুঝতে ভুল করি। আজকের বিষয় —

{{ মানুষের নামের আগে মাওলানা ব্যাবহার করা যাবে কিনা?}}

উত্তর: হ্যা । সঠিক হইলে ব্যাবহার করা যাবে।

এখানে জানার বিষয় যে, মাওলানা শব্দটি “মাজাঝ” এই ক্যাটাগরির শব্দ গুলো ক্ষেত্র বিশেষে বিভিন্ন অর্থ দেয়। এর বিপরীত ক্যাটাগরি হলো “হাক্বিকত”. এসব আরবী ভাষায় বিজ্ঞজন বুঝবেন।

এরকম সব ভাষা তেই আছে। যেমন বাংলাতে মাথা অর্থ মাথাই নয়, প্রধান, কমান্ডার, শেষ – ইত্যাদি হয়। ইংরেজি তে ভালো এর ইংরেজি সবসময় good নয়, nice, fine, best, ok ইত্যাদি ও ক্ষেত্র অনুযায়ী ভিন্ন অর্থ দেয়।

যাহোক আসুন জেনে নিই (arabic Dictionary “আল মুজামুল ওয়াফি by ড. ফজলুর রহমান) অনুযায়ী এই “মাওলানা” শব্দের কি কি অর্থ আসে?

১. প্রভু,

২. কর্তা,

৩. মনিব,

৪. বন্ধু,

৫. মিত্র,

৬. সাহায্যককারী,

৭. মুক্ত দাস,

৮. চাচাত ভাই

অনেকে আবার সুরাহ বাক্বারার আয়াত অংশ “তুমিই মাওলানা” দেখেন ও মানুষ ই ভাষাজ্ঞানে ভুল করায় ইজতিহাদে ভুল করেন। আল্লাহই তাওফিক দানের মালিক।

সহজ দ্বীন ইসলাম জানতে এগিয়ে যান ♥ এই পেজ সাইট এ… জাযাকাল্লাহ খাইর

3 thoughts on "নামের আগে মাওলানা শব্দ ব্যাবহার করা যাবে কিনা? জেনে নিন কাজে লাগবে"

  1. Avatar photo Md Yousuf Ctg Author says:
    তা পরে এই নামে ডাকা উচিৎ না।। মাওলানা
    ছাড়া ও তো আরো অনেক নাম আছে তাই না।
    যেমন মুফতি, শায়েখ ইত্যাদি এই গুলো ডাকলে কি হয়।।।।
    1. Avatar photo Md Khalid Author Post Creator says:
      ha. agulo problrm noy. but amra bangali ra problem mone kori…… ja onuchit.

Leave a Reply