আজকে আমরা “বাংলা হাদিস” পেইজের মাধ্যমে জানবো কিভাবে আজান দিতে হয় এবং আজানের উত্তর দিতে হয়। আমরা অনেকেই আছি এখনো আজান দিতে জানিনা। আবার অনেকেই আছি আজান পারলেও, আজানের উত্তর দিতে জানিনা। অর্থাৎ আজান শুনলে তার যে জবাব দেওয়া লাগে তা আমরা জানিনা। আজানের জবাবের কথা প্রায় আজানের কথাগুলোর মতই। শুধু দুই জায়গা প্রার্থক্য আছে। এই দুই জায়গার প্রার্থক্য জানতে নিচে ফলো করুন। এখানে আরবি ও বাংলা দুইভাবেই দেওয়া আছে এবং সাথে বাংলা অর্থও দেওয়া আছে।
আরবি আকারে :
الله أكبر
الرد: الله أكبر
(4 times)
أشهد أن لا اله إلا الله
الرد: أشهد أن لا اله إلا الل
(2 times)
أشهد أن محمدا رسول الله
الرد: أشهد أن محمدا رسول الله
(2 times)
حي على الصلاة
الرد: لا حول ولاقوة إلا بالله
(2 times)
حي على الفلاح
الرد: لا حول ولاقوة إلا بالله
(2 times)
(Only Fajar Time)
الصلاة خيراً من النوم الصلاة خيراً من النوم
الرد: صدقت و بررت صدقت و بررت
(2 times)
الله أكبر
الرد: الله أكبر
(2 times)
لا إله إلا الله
الرد: لا إله إلا الل
(1 time)
বাংলা উচ্চারণ :
উত্তরঃ আল্লা-হু আকবর
(৪ বার)
আশহাদু-আল্ লা- ইলাহা ইল্লাল্লাহ
উত্তরঃ আশহাদু-আল্ লা- ইলাহা ইল্লাল্লাহ
(২ বার)
আশহাদু-আন্না মুহাম্মাদুর রাসুলুল্লাহ
উত্তরঃ আশহাদু-আন্না মুহাম্মাদুর রাসুলুল্লাহ
(২ বার)
হাইয়া আলাস সালা
উত্তরঃ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাবিল্লাহ্
(২ বার)
হাইয়া আলাল ফালা
উত্তরঃ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাবিল্লাহ্
(২ বার)
(শুধুমাত্র ফযরের আযানের জন্য)
আসসালাতু খাইরুন মিনান নাওম
উত্তরঃ সাদাকতা ও বারারতা
(২ বার)
আল্লা-হু আকবর
উত্তরঃ আল্লা-হু আকবর
(২ বার)
লা ইলাহা ইল্লাল্লাহ
উত্তরঃ লা ইলাহা ইল্লাল্লাহ
(১ বার)
আজান ও আজানের উত্তরের অর্থ :
আল্লাহ সর্বশক্তিমান
উত্তরঃ আল্লাহ সর্বশক্তিমান
(৪ বার)
আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ্ ছাড়া অন্য কোন মাবুদ নেই
উত্তরঃ আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ্ ছাড়া অন্য কোন মাবুদ নেই
(২ বার)
আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মদ (স) আল্লাহর প্রেরিত দূত
উত্তরঃ আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মদ (স) আল্লাহর প্রেরিত দূত
(২ বার)
নামাজের জন্য এসো
উত্তরঃ আল্লাহর আশ্রয় ও শক্তি ছাড়া আর কারো কোন ক্ষমতা নাই
(২ বার)
সাফল্যের জন্য এসো
উত্তরঃ আল্লাহর আশ্রয় ও শক্তি ছাড়া আর কারো কোন ক্ষমতা নাই
(শুধুমাত্র ফযরের আযানের জন্য)
ঘুম হতে নামাজ উত্তম
উত্তরঃ সত্য বলেছেন, কল্যানের কথা বলেছেন
(২ বার)
আল্লাহ্ মহান
উত্তরঃ আল্লাহ্ মহান
(২ বার)
আল্লাহ্ ছাড়া অন্য কোন উপাস্য নেই
উত্তরঃ আল্লাহ্ ছাড়া অন্য কোন উপাস্য নেই
(১ বার)
তাহলে আজকে আমরা জেনে গেলাম কিভাবে আজান দিতে হয় এবং আজানের উত্তর দিতে হয়। আশা করি আজকে থেকে আপনি আজান না দিলেও, আজান শুনলে আজানের উত্তর দেওয়ার চেষ্টা করবেন।
আগামী পোস্টে আমরা জানবো, কিভাবে আকামত ও আকামতের উত্তর দিতে হয়। আশা করি সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।
সৌজন্যে : ইসলামিক ফেসবুক পেজ – www.facebook.com/TheBanglaHadith.
10 thoughts on "জেনে নিন, কিভাবে মুয়াজ্জিন হিসেবে আজান দিবেন এবং শ্রোতা হিসেবে কিভাবে আজানের উত্তর দিবেন!"