আস্সালামুআলাইকুম। আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।
.
আজকে আমি একটা নতুন এবং হেল্পফুল পোষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।
.
আশা করি সবার উপকারে আসবে। সবাই ধৈর্য ধরে সবাই পোষ্ট টা পরবেন আর কিছু না বুজলে কমেন্ট বক্সে কমেন্ট করেন। তো শুরু করা যাক।
.
অনেকেই হয়ত টাইটেল দেখে বুঝে গেছেন কি নিয়া আলোচনা করব।

.
একজন লোকের অনেক বিল্ডিং এবং
প্রচুর সম্পত্তি ছিল।
.
যখন
তিনি খুব অসুস্থ হয়ে
পড়েছিলেন এবং তার
শেষ দিনগুলি গণনা
করেছিলেন।
.
মৃত্যুর কয়েক
দিন আগে, বৃদ্ধটি “আমি
ফকির, আমি ফকির” বলতে
থাকলেন।
.
তাঁর
পরিদর্শন করা সন্তানেরা
এটি দেখে, তারা তাকে
চারপাশে নিয়ে যায়
এবং তাকে তার সম্পত্তি দেখায় ও নিশ্চিত করে
দেয় যে তিনি মোটেই
দরিদ্র নন।

.
তবে বুড়ো
লোকটি বলতে থাকল,
“আমি গরীব, আমি গরীব।”
.
তাঁর সন্তানেরা বিভ্রান্ত
হয়ে পড়ে এবং স্থানীয় এক
মুসলিম আলেম তাদের
পিতাকে দেখাতে নিয়ে আসে।
.
বৃদ্ধের সাথে কিছুটা সময়
কাটিয়ে যাওয়ার পরে
আলেম বুঝতে
পেরেছিলেন যে লোকটি
বলছে যে সে তার সম্পদ
সম্পর্কে নয় বরং তার
উত্তম আমল সম্পর্কে
দরিদ্র।
.
এর কারণ, তাঁর
বেশিরভাগ জীবন
কেবলমাত্র সম্পদ অর্জনে
ব্যয় করা হয়েছিল এবং
এখন তিনি যখন তাঁর মৃত্যুর
বিছানায় রয়েছেন, তখন
তিনি বুঝতে
পেরেছিলেন যে তাকে
আল্লাহর আরও বেশি সময়
দেওয়া উচিত।
.
যখন
ব্যক্তিটি মারা যাচ্ছিল,
তখনও তিনি আমি ফকির
বলছিলেন।
.
অহেতুক বিষয়ে আমাদের
জীবন থেকে এতটা সময়
চলে গেছে। এখন থেকে
আমাদের আল্লাহকে স্মরণ
না করে এক মিনিটও নষ্ট
করা উচিত নয় কারণ
আল্লাহর প্রতিটি স্মরণ
পরকালে আমাদের
অবস্থান বাড়িয়ে তুলবে।
তাহলে, চিরন্তন জীবনে
ধনী হয়ে উঠবেন না কেন?

.
আশা করি পোষ্ট টা আপনার উপকারে আসবে।
.
আর একটা কথা কোনো প্রকার ভুল হলে ছোট্ট ভাই মনে করে ক্ষমা করে দিবেন। আর ভুলটা কমেন্ট বক্সে উল্লেখ করে দিবেন।
.
তো ভালো থাকুন সুস্থ্য থাকুন ট্রিক বিডির সাথে থাকুন ট্রিক বিডি নিয়ম কানুন মেনে চলুন আর ট্রিক বিডি কে আরো উন্নত করতে বেশি বেশি উন্নত পোষ্ট করুন!
.
খোদা হফেজ।

2 thoughts on "ছোট্ট একটি ইসলামিক গল্প। [কি হবে ধনি হয়ে যদি আমরা আমলের দিক দিয়ে গরিব হই]"

    1. SAGOR KHANDKER Author Post Creator says:
      Thanks

Leave a Reply