সম্মানীয় সকল ট্রিকবিডি দর্শকদের সম্মান জানিয়ে আজ আমার জাভা নিয়ে ফাইনাল সিরিজের তৃতীয় পোস্ট শুরু করতে যাচ্ছি।
আশা করি আমার আগের পোস্টগুলোতে অনেকেই উপকৃত হয়েছেন। শাড়ি জন্যই আমি আরো বেশি অনুপ্রাণিত হয়েছি পোস্টগুলো করতে।
ক্লোন কি?
-মোটামুটি সবাই আমরা এর উত্তর জানি। ক্লোন মানে নকল অর্থাৎ হুবহু আসল এর মত। তো অ্যাপ ক্লোন কি হতে পারে?- এটার উত্তর ও সবাই জানি তবু বলে দিচ্ছি। একটু হলেও হুবহু একই রকম দুই বা ততোধিক সফটওয়্যার বা অ্যাপ ইনস্টল রাখা।
অনেকেই অ্যান্ড্রয়েডে অ্যাপ ক্লোন করতে পারেন, সফটওয়্যার বা সফটওয়্যার ব্যবহার না করে।
ক্লোন করা কেন প্রয়োজন::
১.অনেক সময় কিছু কিছু জাভা সফটওয়্যার ফোনে অন সাপোর্টেড অথবা নট ইন্সটলেড লেখা উঠে। সমাধানে একদম করতে পারেন অ্যাপ ক্লোন।
২. বিভিন্ন ধরনের একাউন্ট একসাথে চালানোর জন্য অ্যাপ ক্লোন করতে পারেন।
*কিন্তু আজ আমি শেখাব কিভাবে জাভা ফোনেও আপলোড করতে পারবেন।
এর জন্য আপনাকে আলাদা করে কোন অ্যাপ ক্লোন সফটওয়্যার প্রয়োজন হবে না।
এটা করতে আপনার শুধু প্রয়োজন হবে একটি ফাইল ম্যানেজার এবং এডিটর। আশা করি আপনারা ফাইল ম্যানেজার সফটওয়্যার গত পোস্ট থেকে পেয়ে গেছেন।
এই কাজের জন্য আপনার প্রয়োজন হবে Blue FTP / Centurion. এই দুটোর একটা থাকলেই চলবে।*
আসুন এখন আমাদের প্রজেক্ট শুরু করি। শুরুতেই বলে রাখি আমার কাছে বর্তমানে জাভা ফোন নেই, তাই আমি অ্যান্ড্রয়েডের যে তুমি লোডার দিয়ে কার্যপদ্ধতি স্ক্রীনশট দিচ্ছি। ?
?
Blue FTP ওপেন করুন।
যে সফটওয়্যার টি ক্লোন করতে চান সেটি সিলেক্ট করুন।
আমি নিচ থেকে ফেসবুক অ্যাপস টি ক্লোন করতে চাই, তাই ফেসবুক choose করলাম। নিচের স্ক্রিনশট গুলোর মতো কাজ করতে থাকুন আশা করি বুঝতে পারবেন।
প্রসেসিং শেষ হওয়ার পরে,
যে ফোল্ডারটিকে আপনি Extract করেছেন সে ফোল্ডারে প্রবেশ করুন এবং তারপর “Meta inf”/ “Main” ফোল্ডার সিলেক্ট করুন।
এরপর “.mf” ফাইল টা রিনেম করে “.txt” করুন।
এবং আপনার সফটওয়্যার থেকে বের হয়ে আসুন।
এখন আপনাকে একটি টেক্সট এডিটর সফটওয়্যার ডাউনলোড করতে হবে।
এটা তার ডাউনলোড লিংক।
Download
ইনস্টল হওয়ার পরে এডিটর সফটওয়্যার টি ওপেন করুন।
এরপর extract ফোল্ডারে গিয়ে main প্রবেশ করুন এবং আপনার রিনেম করা “.txt” ফাইলটি ওপেন করুন।
এখন মেনু থেকে কমপ্রেস করে নিন এবং রিনেম করে “.jar” করুন।
ব্যাস। এখন আপনি আপনার সম্পাদনা করা সফটওয়্যার টি ইন্সটল করুন। দেখুন ইনস্টল ঠিকভাবে হচ্ছে এবং পূর্বের ফেসবুক অ্যাপ টি থাকা সত্ত্বেও ইটা ইন্সটল হবে।
আজ এ পর্যন্তই, নতুন পোস্ট নিয়ে আগামীতে হাজির হবো।
12 thoughts on "“দক্ষ জাভা ইউজার হতে চান?” পর্ব 3: আসুন শিখি কিভাবে এন্ড্রয়েড এর মত করে জাভা অ্যাপ্লিকেশন ক্লোন করবেন।।"