“আসসালামু আলাইকুম”
বিসমিল্লাহির রহমানির রহিম
** আজকের আমার পোষ্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ,,,
আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমি আলহামদুল্লিহ আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।
আপনারা নিচ্চই টাইটেল দেখে অবাক হয়েছেন। আপনারা ভাবছেন আমি পাম মারছি মোটেও না। সত্যি জাভাতে ১০০% অ্যান্ড্রয়েডের মতো অনলাইনে My Gp এর সুবিধা পাওয়া যায়।
**নিচের লেখাগুলো মনযোগসহকারে পড়ুন।
আজকের টপিক,
আজকে আমি আপনাদের শিখাবে অ্যান্ড্রয়ের সবচেয়ে জনপ্রিয় My Gp অ্যাপ এর মতো সুবিধা জাভা যেভাবে উপভোগ করবেন *আর আনলিমিটেড আনন্দ উপভোগ করবেন।
তো চলো বন্ধুরা কাজের দিকে যাই,,,
১। প্রথমে অপেরা মিনি বা অন্য কোন ব্রাউজারে প্রবেশ করুন। *একটি কথা ফোনের সাধারন ব্রাউজার দিয়ে কিন্তু হবে না।
২।প্রবেশ করার পর অ্যাড্রেস বারে লিখুন
mygp.grameenphone.com এইটা
** নিচের মতো একটা পেজ আসবে,,,
৩। একটু নিচে নামুন দেখতে পাবেন Google Ply Store এটার ঠিক নিচের Register অপশনে ক্লিক করুন,,
৪। তারপর আপনার মোবাইল নম্বর দিয়ে Sing In করুন। মোবাঃ দিবেন +88017******** এইভাবে।
৫। এবার Password অপশনে যান ,
৬। তারপর একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিন দুটি বস্কে *এরপর Save দিন।
৭। তারপর একটি পেজ আসবে ওটাতে Change Password লেখায় ক্লিক করে বের হয়ে আসেন। *আর কোন টিপাটিপি করবেন না নাহলে ব্লক হয়ে যাবেন।
৮। এইবার আবারো mygp.greameenphone.com এটা ব্রাউজ করূন
৯। তারপর আবারো এইখানে ক্লিক করুন ,,
১০। এইবার আবারো মোবাইল নম্বর দিয়ে Sing In অর্থাৎ Log In করুন।
১১। এরপর পাসওয়ার্ড চাইবে *তখন যে পাসওয়ার্ড টি দিয়েছিলেন সেটা দিয়ে লগ ইন করুন আর আনলামিটেড অ্যান্ড্রয়ের মতো মজা নিন।
** কি বন্ধুরা উপকার হলো তো *হলে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।
@আর বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন আর তাছাড়া ফেসবুকে তো আমি আছি,,
* ফ্রি ফেসবুকে আমি
#জাভার জন্য আমার ফেসবুক পেজে সবাই লাইক দিন এর লিংকঃ * MyFacebook Page For Java
** খোদা হাফেজ **
তোমার কল্পনার ক্যানভাসে ছড়িয়ে দিই
তখন যদি জিজ্ঞেস করি, ভালোবাসো?
উত্তরে তখন কি তুমি বলবে ভালোবাসি?
যদি আকাশ হয়ে তোমার চোখ জুড়ে
বিশালতা ছুঁয়ে দিই আর বলি, ভালোবাসো?
তখন কী তুমি আকাশপ্রেমি হয়ে
মুগ্ধ উপমার ভীড়ে বলবে ভালোবাসি?
যদি রাতের কুয়াশা হয়ে ভোরের শিশির জলে
তোমার কোমল নগ্ন পা জোড়া স্পর্শ করে
যদি ব্যাকুলতা নিয়ে বলি, ভালোবাসো?
তুমি কি তখন শীত গায়ে মেখে বলবে ভালোবাসি