আসসালামু আলাইকুম ।
আশা করি সকলেই ভালো আছেন ।

তো আজকে আমি আপনাদের সামনে খুবি সাধারণ একটা পোস্ট করতে চলেছি। আর সেটা হচ্ছে গরিবের মাইক্রোসফট এক্সেল । আসলে আমি আগে কখনো জানতাম না যে জাভার জন্য মাইক্রোসফট এক্সেল এ্যাপ আছে । গতকাল যখন এক ইউজার আমার সাইটে এটি আপলোড করে তখন আমি ভাবলাম যাক জাভার জন্য সাধারণ ১টা মাইক্রোসফট এ্যাপ এ্যাক্সেল আছে ।

অনেকেই বলতে পারেন “ভাই ! আপনার সাইটে আছে তো আছে ট্রিকবিডিতে পোষ্ট করার কি দরকার” । তো আমি বলব ” ভাই ! আমার সাইট অতটাও জনপ্রিয় (ফ্যা মাস) নয় যে ট্রিকবিডির সব জাভা ইউজারের কাছে এ্যাপটি পৌছে যাবে” । তো চলুন এবার টাইটেল প্রাসঙ্গিক আলোচনা করা যাক

তো প্রথমেই এ্যাপনি নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন ।
“”Click Here For Download””

এ্যাপটি অপেন করে Menu তে ক্লিক করার পর আপনারা “Cell Data”, “Cell Format”, “Recalculate”,”File” লেখা দেখতে পাবেন । তো চলুন দেখা যাক কোনটার কাজ কি

  • Cell Data
    Cell Edit
    এ আপনারা সেল ইডিট, সেল কপি, পেস্ট করতে পারবেন।।

  • Cell Format
    Cell Format
    এ ক্লিক করার পর আপনারা যে অপশন গুলো দেখতে পাবেন, তাদের কাজ নিচে দেওয়া হলঃ

    Cell Size : এ আপনার সেল ছোট বড় করতে পারবেন
    Cell Color : এ আপনার সেলের রং কালো, গ্রে এবং সাদা করতে পারবেন
    Cell Alignment : এ আপনারা সেল বামে, ডানে এবং মাঝখানে নিতে পারবেন

  • File
    File
    এ ক্লিক করে আপনারা সেল সেভ, সেভ করা সেল অপেন করতে পারবেন
    তো চলুন দেখে নেয়া যাক মাইক্রোস্ট এক্সেলটির কিছু স্ক্রিণশট







    তো আজকে এই পর্যন্ত । দেখা হবে অন্য কোনো পোষ্টে । ততক্ষণ পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন আমিন !

  • 4 thoughts on "(Java) জাভা ইউজাররা নিয়ে নিন জাভা ফোনের জন্য Microsoft Excel (মাইক্রোসফট এ্যাক্সেল)"

      1. Lipon Islam Author Post Creator says:
        thanks…!
    1. Mafijul Contributor says:
      এটা ব্যবহার করে কি কম্পিউটারের মতো কাজ করা সম্ভব
      1. Lipon Islam Author Post Creator says:
        10-20% হতে পারে

    Leave a Reply