আসসালামু আলাইকুম।
আশা করি সবাই আল্লাহর
রহমতে ভালো আছেন।
আমি আজকে আপনাদের
দেখাবো কিভাবে
আপনার Opera Mini তে
Password লাগাবেন।
এজন্য নিচের ধাপ এবং
Screenshot গুলো ফলো করুন।
১.প্রথমে Opera Mini 4.21/4.20/
banglawritable Opera Mini Open

করুন। না থাকলে নিচের
লিংক থেকে Download
করে নিন এবং Open করুন।

Click Here To Download Opera Mini 4.21
তারপর,menu তে ক্লিক করুন।

তারপর,tools এ করুন।

এরপর,settings এ Click করুন।

তারপর,restriction এ Click করুন।

এরপর আপনারা নিচের মতো একটি পেজ দেখতে পাবেন।

Password এ একটি নতুন পাসওয়ার্ড দেন। “old Password” না দিলেও চলবে। এর পরে “Enable In Start” এ টিক দিন এবং সেভ করে দিন।হয়ে গেল। এবার আবার Opera Mini তে ঢুকুন।আর পাসওয়ার্ড দিন।

আপনি যদি Password Change করতে চান তাহলে একই নিয়ম ফলো করুন। শুধু আগের পাসওয়ার্ডটা কেটে দিয়ে নতুন Password দিন।নিচে যেখানে “old Password” লেখা আছে সেটা ফাঁকা রাখলেও চলবে।এরপর Save করে দিন।

সবাইকে আমার টা পড়ার জন্য।
আল্লাহ্ হাফেজ।

4 thoughts on "এখন আপনার ফোনের অপেরা মিনি 4.20 বা 4.21 এ পাসওয়ার্ড লাগান। ১০০% কার্যকর।[বিস্তারিত পোস্টে]"

  1. Blogger+Rakib Subscriber says:
    সুন্দর পোষ্ট লিখেছেন?️
    1. MD Saif Hasan Contributor Post Creator says:
      Tnx Vai.
  2. Shafi~7 Contributor says:
    Thanks bro.

Leave a Reply