আপনার কী মাঝে মাঝেই মনে হয় যে,
পকেটের মধ্যে মোবাইল ফোনে
কম্পন (ভাইব্রেশন অপশনে থাকলে)
হচ্ছে? কিন্তু হাত দিয়ে দেখার পর
বোঝেন যে আপনার ধারণা ছিল ভুল?
উত্তর যদি হ্যাঁ হয়, তবে শুনুন; শুধু আপনি নন,
ফ্যান্টম ভাইব্রেশন সিনড্রোম নামের
এই সমস্যায় ভুগছেন স্মার্টফোন
ব্যবহারকারীদের প্রতি ১০ জনের মধ্যে
৯ জনই!
যুক্তরাষ্ট্রের জর্জিয়া ইনস্টিটিউট অব
টেকনোলজির সহকারী অধ্যাপক ও
দার্শনিক রবার্ট রোজেনবার্গ দাবি

করেন, ফোন না বাজলেও কম্পন অনুভব
করার এই ঘটনা ঘটে মূলত ‘চিরাচরিত
শারীরিক অভ্যাস’ এর ফল।
‘কম্পিউটার্স ইন হিউম্যান বিহেভিয়ার’
সাময়িকীতে প্রকাশিত নিবন্ধে
গবেষকেরা বলেছেন, ‘মানুষ যখন তার
পকেটে ফোন রেখে দেয়, তখন এটি
তাঁর “শরীরের একটি অংশ” হয়ে যায়।
অনেক সময় চোখের চশমা যেভাবে
“শরীরের অংশ” হয়ে দাঁড়ায় এবং
চোখে চশমা থাকলেও অনেকেই
সেটি খুঁজে বেড়ান।’
বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে
গবেষক রোজেনবার্গ বলেছেন, মানুষ
অনেক সময় কাপড় নড়াচড়া কিংবা
পেশির খিঁচুনিকেও মোবাইল টোন
হিসেবে মনে করে বসেন। এটা
হ্যালুসিনেশন বা ভ্রম। সাম্প্রতিক
গবেষণায় দেখা গেছে ৯০ শতাংশ
মানুষ এ সমস্যায় ভোগেন।

ধন্যবাদ


তথ্য প্রযুক্তি সেবায়, আপনাদের পাশে।

(ফেসবুকে আমি)

2 thoughts on "৯০ শতাংশ স্মার্টফোন ব্যবহারকারী যে সমস্যায় ভোগেন"

  1. Tajik Author Post Creator says:
    😀

Leave a Reply