ইউটিউবে তুমুল হিট শাকিরার ‘ওয়াকা ওয়াকা’। ৩৮ বছরের কলম্বিয়ান গায়িকার ‘ওয়াকা ওয়াকা’ ঝড় তুলেছে ইউটিউবে। এই গানটির ভিডিও এরমধ্যেই দেখেছে একশ কোটির উপর মানুষ।

এই গানের শ্যুটিংয়ের সময়েই স্পেনের ফুটবলার পিকে-র সঙ্গে দেখা হয় শাকিরার। প্রথম দর্শনেই প্রেম। এখন দুই সন্তানের মা শাকিরা। ফলে ‘ওয়াকা ওয়াকা’ শাকিরার কাছে বরাবরই একটু বেশিই স্পেশাল ছিল।
২০১০ সালে ফিফা ফুটবল বিশ্বকাপের থিম সং ছিল এই ‘ওয়াকা ওয়াকা’। তৃতীয় লাতিন আমেরিকান শিল্পী হিসেবে এই রেকর্ড ছুঁলেন শাকিরা। এর আগে ব্রুনো মার্স এবং এনরিক ইগলেসিয়াস এই রেকর্ড ছুঁয়ে ছিলেন।

Play This Video: Shakira – Waka Waka (This Time for Africa) (The Official FIFA World Cup™ Song

3 thoughts on "‘ওয়াকা ওয়াকা’ ইউটিউব ভিডিও দেখা হয়েছে ১০০ কোটিবার।"

  1. md rana islam Contributor says:
    রানা ভাই plz আমাকে tuner বানান দেখেন আমি ১১ পোস্ট করসি published hoyna দেখেন পোস্ট ভালো লাগে যদি tuner বানাবেন plz rana vai
  2. lalbap Contributor says:
    hei tuner hoi ki bal korba

Leave a Reply