রাষ্ট্রের শিশু অধিকার রক্ষা সনদ বলছে, ১৮ বছরের নীচে যাদের বয়স তাদের সকলকেই নাবালক হিসেবে ধরে নিতে হবে। যদিও, জঘন্য অপরাধের ক্ষেত্রে বহু সদস্য দেশই এই নিয়ম থেকে সরে এসেছে। আসুন দেখে নেই বিশ্বের অন্য দেশে কোন বয়স থেকে স্বাভাবিক বিচার কার্যকর হবে-

আমেরিকা– ঘৃণ্য অপরাধে অভিযুক্ত নাবালকের প্রাপ্তবয়স্কদের সমান সাজার আইন রয়েছে। তবে, অপরাধ যে সত্যিই ব্যতিক্রমী ও ঘৃণ্য সে বিষয়ে যথেষ্ট তথ্যপ্রমাণ থাকতে হবে।
ফ্রান্স– বয়স ১৬ পেরোলে বিচারকের ব্যাখ্যা সাপেক্ষে প্রাপ্তবয়স্কদের সমান শাস্তি দেওয়া যায়।
ইংল্যান্ড– যৌন নিগ্রহ বা খুনের মতো অপরাধে প্রাপ্তবয়স্কদের সমান সাজার আইন রয়েছে।
পাকিস্তান– বয়স সাত পেরোলেই প্রাপ্তবয়স্কের সমান সাজা দেওয়া যায়।
জাপান– বয়স ১৬ পেরোলে প্রাপ্তবয়স্কদের মতো একই শাস্তি।
চীন– অপরাধ যদি ঘৃণ্য হয়, তা হলে ১৪ বছর পেরোলেই নাবালকদের প্রাপ্তবয়স্কের সমান সাজার আইন রয়েছে ।
বাংলাদেশ– বয়স আঠারোর বেশি হলে প্রাপ্তবয়স্কের মতোই শাস্তি।
কানাডা– বয়স ১৪ পেরোলে শর্তসাপেক্ষে সাবালক ধরে নিয়ে ইয়ুথ কোর্টে বিচার।
ইতালি– ১৪ বছরের বেশি বয়সীরা জেনে-বুঝে অপরাধ করলে সাধারণ দণ্ডবিধি অনুযায়ী শাস্তি দেওয়া যায়। তবে, সাজার মেয়াদ কম রাখার সুযোগ থাকে।
নেদারল্যান্ডস– ব্যতিক্রমী অপরাধে ষোলো থেকে আঠারো বছর বয়সীদের সর্বাধিক দু-বছর কারাবাসের শাস্তি।
জার্মানি– ১৪ থেকে ১৭ বছর বয়সীদের শাস্তির মেয়াদ সর্বাধিক দশ বছর।
শ্রীলঙ্কা– ১৬ বছর বয়স হলেই প্রাপ্তবয়স্কদের সমান সাজা।
পোষ্টটি প্রথম প্রকাশিত হয়েছেঃ HamWap.Com

3 thoughts on "এক নজরে বিশ্বের বিভিন্ন দেশে নাবালক বিচার আইন যে রকম"

  1. Atik Hasan Author says:
    বাংলাদেশের টাই যুক্তিযুক্ত
    1. K.H.TonmoY Author Post Creator says:
      tai

Leave a Reply