বড় বড় ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, ওষুধও খেয়েছেন কিন্তু কাজ দিচ্ছে না কিছুই। যত দিন যাচ্ছে আপনিও হয়তো আরও বেশি শঙ্কিত হয়ে পড়ছেন। কিন্তু কাঁড়ি কাঁড়ি অর্থ খরচ না-করে হাতের কাছেই থাকা কিছু ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে দেখতে পারেন আপনি।

১। নারকেলের দুধ এবং নারকেল তেল মিশিয়ে ম্যাসাজ করুন।

২। চুলের প্রধান খাবার তেল। নিয়মিত ম্যাসাজ করে যান।

৩। হেনা পাতা জোগাড় করুন। সরষের তেলের সঙ্গে মিশিয়ে মাথায় লাগান সপ্তাহে অন্তত দু’বার।

৪। দই এবং বেসন মিশিয়ে লাগাতে পারেন। তবে খুব ঘনঘন নয়।

৫। পেঁয়াজ চুল গজানোর ক্ষেত্রে দারুণ ভূমিকা পালন করে। কাঁচা পেঁয়াজ মাথার ক্ষতিগ্রস্থ অংশে ঘষতে পারেন।

৬। পেঁয়াজের রস এবং মধু মিশিয়ে স্ক্যাল্পে লাগান।

৭। অলিভ অয়েল দিয়ে ম্যাসাজ করতে পারেন মাঝেমধ্যেই।

৮। আমলা খুবই উপকারী। আমলার তেল ও নির্যাস দিয়ে মাথার ক্ষতিগ্রস্থ অংশে প্রলেপ লাগিয়ে রাখুন।

৯। ডিমের সাদা অংশ অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করুন।

১০। স্যাফ্রন, আমলা এবং পেয়ারা পাতা বেটে সেই মিশ্রণ মাথায় লাগিয়ে রাখুন অন্তত তিরিশ মিনিট।

মাথায় রাখবেন, কোন পদ্ধতিতে সবথেকে বেশি সুফল পাচ্ছেন সেটি নিজেকেই বুঝে নিতে হবে এবং সেই মোতাবেক আপনাকে চলতে হবে।

 

3 thoughts on "চুল উঠে যাচ্ছে? টাক পড়ে যাচ্ছে? রইল ১০টি ঘরোয়া টিপস"

  1. Raselahammed Author says:
    ধন্যবাদ। হেনা পাতা আর স্যাফ্রন টা কি।।। কোথায় পাওয়া যায় কোন দিতে পারবেন?
  2. ভাই হেনা পাতা বলতে এখানে বুঝেছে কচুরিপানা
  3. asad_shafiq Contributor says:
    vai mathay jodi khuski thake tahole ki korbo

Leave a Reply