আপনি যদি নিজের দাঁত আরও উজ্জ্বল ও সাদা করতে প্রফেশনাল কোন ডাক্তারের নিকট যান তাহলে এতে অনেক খরচ হতে পারে। কিন্তু আপনি প্রাকৃতিকভাবে ঘরে বসেই নিজের দাঁত সাদা ও উজ্জ্বল করে নিতে পারবেন।

সবচেয়ে সহজ দুইটি বিষয় নিয়ে আলোচনা করা হল-

১. স্ট্রবেরি:
স্ট্রবেরিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, যা দাঁতের জীবাণু দূর করতে সাহায্য করে। প্রথমে কয়েকটি স্ট্রবেরি নিয়ে তা থেঁতলে নিন। এবার ব্রাশ দিয়ে পেস্টের মত এই স্ট্রবেরি সমস্ত দাঁতে লাগিয়ে নিন। তিন-চার মিনিট এভাবে রেখে দিন। তারপর টুথপেস্ট দিয়ে ভালভাবে দাঁত পরিষ্কার করে ফেলুন।

২. বেকিং সোডা ও লেবু:

লেবু ও বেকিং সোডা একত্রে ব্যবহারের ফলে সাথে সাথে আপনার দাঁত উজ্জ্বল দেখা যাবে। এক চা চামচ বেকিং সোডায় লেবুর রস মিশিয়ে নিন। খুব ভালভাবে মিশিয়ে পেস্ট এর মত তৈরি করুন। এটি আপনার সমস্ত দাঁতে ভালভাবে লাগিয়ে নিন। তারপর ৪৫ সেকেন্ড পর ধুয়ে ফেলুন।–সুত্র: কসমোপলিটান।

আমার ব্লগ সাইটঃ HamWap.Com

One thought on "দাঁত সাদা করার প্রাকৃতিক ও সহজ উপায় আপনি যদি নিজের দাঁত আরও উজ্জ্বল ও সাদা করতে প্রফেশনাল কোন ডাক্তারের নিকট যান তাহলে …"

  1. Md Nazim Contributor says:
    Ataki sotty?
    Apni nija try korcen?

Leave a Reply