প্রথমে ১ টেবিল চামচ চিনির সাথে ২ টেবিল চামচ পানি মিশিয়ে সিরা করে নিতে হবে। পরিমাণ মতো পানি এবং চা tea পাতা চুলায় জ্বাল দিয়ে লিকার তৈরী করে নিন। ১ টেবিল চামচ লিকার ও ১ চামচ সিরা মিশিয়ে রাখুন। তারপর ২ টেবিল চামচ কনডেন্স মিল্কের সাথে ১ টেবিল চামচ লিকার মিশিয়ে নিতে হবে। তারপর একটা কাপে প্রথমে প্লেইন সিরা ঢেলে নিয়ে ২০ সেকেন্ড পরে সিরা মেলানো লিকার টা দিতে হবে। এর ৩০ সেকেন্ড পরে কনডেন্স মিল্কের milk মিশ্রন দিতে হবে। তার ১ মিনিট পর বাকি লিকারটুকু গরম করে একদম কাপের ধার ঘেষে আস্তে আস্তে ঢালতে হবে। দেখুন সহজেই তৈরী ৪ লেয়ার চা।

আরো জানতে এখানে যান!

4 thoughts on "জেনে নিন কিভাবে তৈরী হয়, শ্রীমঙ্গলে ৪ রঙে রঙিন চা"

  1. Gk Tahmid Contributor says:
    nice… try korbone
  2. JUNNUN Contributor says:
    apnar basa ki srimongole…..?
    1. shahin Ekbal Contributor Post Creator says:
      na bro
  3. mohsin244 Contributor says:
    eta ki apni try korechen?

Leave a Reply