আমরা সবাই ওজন কমানোর জন্য ব্যস্ত হয়ে
পড়ি। কিন্তু কখনও খেয়ালও থাকে না যে এই
পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে যারা ওজন
বাড়ানোর জন্য খুব আগ্রহ প্রকাশ করে
থাকেন। অনেকেই আছেন যাদের একটুখানি
খেলেও যেন ওজন বাড়ে। আবার এমন
অনেকেই আছেন যারা শতগুণ খেলেও
তাদের ওজনের খুব একটা হেরফের হয় না,
রোগা-পটকাই থেকে যান। আন্ডার-ওয়েট
শরীর হলে অবশ্য চেষ্টা ভালো লাগে না,
চেহারা ভেঙে যায়। মেয়েদের শরীর
যেমন এতে ঠিকভাবে বেড়ে ওঠে না,
তেমনই ছেলেদের দেখতেও ভীষণ
বাজে লাগে।
এমতাবস্থায় ওজন বাড়ানোর জন্য বেশি কিছু নয়
শুধু নিয়ম করে কিছু খাওয়া প্রয়োজন যেন
খাবারটি আপনার শরীরে ঠিকমত লাগে। আসুন
জেনে নিই এমন ৬ টি উপায়।
১. স্বাস্থ্যকর খাবার খান :
আপনি হয়ত প্রচুর পরিমাণে খাচ্ছেন তারপরও
আপনার স্বাস্থ্য ঠিকমত বাড়ছে না। তার কারণ হল
আপনি খাচ্ছেন, কিন্তু ঠিক নিয়ম করে সঠিক
খাবারটি খাচ্ছেন না। খালি পেট ভরে এটা সেটা
খেলেই হবে না। খেটে হবে উপযুক্ত
খাবারটি। আপনার শরীরে একটি নির্দিষ্ট পরিমাণে
প্রোটিন, কার্বন এবং ফ্যাট এর প্রয়োজন হয়
প্রতিদিন। এর জন্য প্রতিদিন বাদাম এবং দুগ্ধজাত
খাবার খান। প্রোটিনযুক্ত খাবার পেশী গঠনে
সহায়তা করে। এটি শরীরের ওজন বৃদ্ধি করে
থাকে। তাই প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে মাংস গ্রহণ
করুন। রোজ খান ডিম, পনির ও পর্যাপ্ত পরিমাণে
ভাত-রুটি-আলু। ওজন বাড়াতে চাইলে বসা ভাত
খেলেই উপকার পাবেন। কেননা এটা থাকে
প্রচুর ক্যালোরি। মিষ্টি খান রোজ।

২. বেশি পরিমাণে তরল জাতীয় খাবার গ্রহণ
করুন :
একটু পর পর তরল জাতীয় খাবারে ক্ষুধা দ্রুত
তৈরি করে। এজন্য আপনি ক্ষুধা তৈরি করার জন্য
একটু পর পর তরল জাতীয় যেকোনো খাবার
খেতে পারেন। তবে অবশ্যই মনে রাখবেন
ভারী খাবার খাওয়ার আগে এবং খাবারের
মাঝখানে কখনই পানি খাওয়া ভালো না। এতে
করে খাবার মাঝখানে পানি ক্ষুধাটাকে নিবারণ
করে। ফলে ভারী খাবার খাওয়ার রুচি থাকে না।
৩. ঘন ঘন খান :
আপনি যদি ওজন বাড়াতে চান তাহলে দিনে ৫
থেকে ৭ বার পরিমিত পরিমাণে খাবার খান। অামরা
সচরাচর ৩ বার খেয়ে থাকি। আপনি দিনে ৬ বার
খান কিন্তু পরিমাণটি নির্দিষ্ট করে। এতে করে
আপনার খেতে কোনো সমস্যা হবে না।
কলা, আম ইত্যাদি ফল বেশি পরিমাণে খাবেন।
পাশাপাশি অন্যান্য ক্যালরিযুক্ত খাবারও গ্রহণ করুন।
মনে রাখবেন আপনি যত পরিমাণে জাঙ্ক ফুড
খাবেন আপনার দেহ থেকে তার চেয়েও
বেশি পরিমাণে প্রোটিন বেরিয়ে যাবে। তাই
ভাজা বাদ দিয়ে বাদাম, পরিমিত মিষ্টি, ঘরে তৈরি নানান
খাবার খান।
৪. সঠিক নিয়মে খান :
আপনি খাবার খাচ্ছেন কিন্তু কোনো নিয়ম
মেনে খাচ্ছেন না এতে করে আপনার
কোনো কাজই হবে না। আপনার ওজন
কোনোভাবেই বাড়বে না। আপনি যদি নিয়ম
করে খাবার তালিকা তৈরি করে খেয়ে থাকেন
তাহলে আপনার ওজন বাড়তে সহায়ক ভূমিকা
রাখবে। দিনের একটি বড় তালিকা তৈরি করুন ও
সেটি পালন করুন ঘড়ি ধরে। মোটামুটিভাবে ৪
সপ্তাহের মধ্যে একটি ইতিবাচক ফলাফল
পাবেন। ওজন বাড়ে সহায়ক খাবার গুলো
রোজ খাবেন ও পর্যাপ্ত ঘুমাবেন।
৫. শারীরিক ব্যায়াম :
অবাক হচ্ছেন? ভাবছনে আপনি রোগা মানুষ
আপনার আবার ব্যায়াম কি? তাহলে জেনে রাখুন,
কিছু বিশেষ ব্যায়াম শরীরের পেশী তৈরি
করে ও ওজন বাড়ায়। তাছাড়া ক্ষুধার উদ্রেকও
করে। জিমে যাওয়া শুরু করুন নিয়মিত,
ট্রেইনারের কথা মেনে চলুন। চমৎকার
শরীর তৈরি হবে।আবার আপনি যদি শুধু
ক্যালরিযুক্ত খাবার খেয়েই যান আর কোনো
ধরনের ব্যায়াম না করেন তাহলে আপনার
শরীরের কিছু অংশে অতিরিক্ত মেদ দেখা
দেবে যেমন তলপেটসহ অন্যান্য অংশে
কিন্তু আপনার ওজন বাড়াতে খুব একটা সহায়ক
ভূমিকা রাখবে না। এজন্য যতটা সম্ভব শারীরিক
ব্যায়াম করুন। এতে করে দেহের অতিরিক্ত
মেদ নিঃসরণ করে একটা ভালো ওজন পেতে
পারেন।
৬. ধূমপান থেকে বিরত থাকুন :
ধূমপান একজন মানুষকে শারীরিকভাবে অসুস্থ
করে তোলে। স্বাস্থ্যের ক্ষতিসাধন করে
থাকে। এজন্য দেখা গেল যে স্বাস্থ্য
বাড়ানোর জন্য আপনি যতটা প্রয়োজন নিয়ম
করে খাবার গ্রহণ করলেন কিন্তু পাশাপাশি ধূমপান
চালিয়ে গেলেন। এতে করে আপনার
কোনো ধরনের ইতিবাচক ফলাফল আসবে না।
এর জন্য আপনি যদি ধূমপায়ী হয়ে থাকেন আর
ওজন বাড়াতে চান তাহলে আজই ধূমপান ত্যাগ
করুন।

4 thoughts on "[must see]চিকন স্বাস্থ মোটা করার সেরা ৬ টি উপায়"

    1. It'Z Prince Author Post Creator says:
      tnx

Leave a Reply